স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এমপি হিসেবে সাকিবের প্রথম জন্মদিন

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান, তিন শব্দের নামটিতে রয়েছে বাংলাদেশের মানুষের কাছে হাজারো শব্দের আনন্দ-আবেগ। যাকে নিয়ে হাজারো গল্প লেখা যায়, কিংবা উপন্যাস। গল্প লেখার যত রসদ রয়েছে তা সাকিবের জীবনকে খানিক বিশ্লেষণ করলেই পাওয়া যাবে। তাতে শুধু গল্পই নয় একটা মহাকাব্যও রচিত হতে পারে।

ক্রিকেটের পাশাপাশি তিনি পা রেখেছেন রাজনীতির ময়দানেও। দ্বাদশ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন।

বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে থেকে যেভাবে ক্রিকেটে বছরের পর বছর রাজত্ব করেছেন সাকিব তা আর কয়জন পেরেছেন। টানা তিন বছর টেস্ট. টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের সব ফরম্যাটেই থেকেছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। গত দশকে আইসিসির ওয়ান ডে ফরম্যাটের সেরা প্লেয়ারদের একজন ছিলেন সাকিব। মিস্টার সেভেন্টি ফাইভই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি কিনা গত দশকের আইসিসির ওয়ানডের সেরা স্কোয়াডে জায়গা পেয়েছেন।

কত রেকর্ড আপনি জানেন সাকিবকে নিয়ে। সেসব রেকর্ড হয়তো ক্রিকইনফোর বাইরে অনেকরই অজানা। এমনও হতে পারে সেখানেও নেই।

সাকিবই বিশ্বের একমাত্র প্লেয়ার যার ৬৫০+ ইন্টারন্যাশনাল উইকেটের পাশাপাশি রয়েছে ১৪ হাজার + ইন্টারন্যাশনাল রান। ক্রিকেট বিশ্বের একমাত্র প্লেয়ার যে কিনা এক বিশ্বকাপে ৬০০+ রান এবং ১০+ উইকেট নিয়েছেন। এমন আরও কত যে একমাত্র সাকিব তার হিসাব খাতাতেই হয়তো রয়েছে।

সাকিবকে ভালোবাসার নজির ছাড়িয়েছে বাংলার জমিন থেকে পনের হাজার কিলোমিটার দূরেও। মাত্র বাহাত্তর হাজার জনসংখ্যার দেশ ডমিনিকা। দুই হাজার নয় সালে এই দেশটাতেই খেলতে যান সাকিব। মাঠে এক লোক এসেছিলেন খেলা দেখতে। সাকিবের খেলা এতই ভালো লেগেছিলো ওই ভদ্রলোক যে ক্রিশ্চান প্রধান দেশেও একজন মুসলিম সাকিবের নামে নিজের ছেলের নাম রাখেন সাকিব আল হাসান। সাকিবের মাহাত্ম এখানেই।

সাকিব যেমন মাঠে পারফরমার মাঠের বাইরেও জীবনের পারফরমার। এতো টাকার মালিক সাকিবের মনটাও যে উদার তা ক্রিকেট সংশ্লিষ্ট কে না জানেন। মাঠ কর্মীদের থেকে শুরু করে বিপদে পড়া খেলোয়াররা সাকিবের কাছ থেকে সাহায্য পান সেটা তো বলার প্রয়োজন নাই। সবাই সে গল্প জানেন।

সাকিব সেরা, শুধু সেরা নন তর্কসাপেক্ষে বাংলাদেশের সেরা অ্যাথলেট। তবে তার হেটার যে নেই তাও নয়। আছে, সেটা সব গ্রেটদেরই থাকে। যেমন ফুটবলের সর্বকালের সেরা লিও মেসি বিশ্বকে এত এত কিছু উপহার দিয়েও হেটারবিহীন নন। সাকিব তো সেই মেসিরই ভক্ত।

যত আলোচনা কিংবা সমালোচনা সাকিবের নামে থাকুক না। সব আলোচনা ছাপিয়ে সাকিব যে বাংলাদেশের ক্রিকেটের আইডল সেটা প্রমাণ করার জন্য যুক্তির দরকার নাই। শুভ জন্মদিন কিংবদন্তি সাকিব আল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১০

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১১

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১২

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৩

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৪

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৫

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৬

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৭

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৮

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৯

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X