চেন্নাই সুপার কিংসকে ২০ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও রিশাভ পান্তের জোড়া ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের বড় সংগ্রহ পায় দিল্লি।
লক্ষ্য তাড়ায় ১২০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। শেষ দিকে ধোনির ঝড়ো ব্যাটিংয়েও জয় আনতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে টানা দুই ম্যাচ জয়ের পর হারের মুখ দেখতে হলো মোস্তাফিজুর রহমানের দলের।
রোববার (৩১ মার্চ) বিশাখাপত্তনমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক পান্ত। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওয়ার্নার এবং পৃথ্বী শ। ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথমবার মোস্তাফিজকে বোলিংয়ে আনেন রুতুরাজ। সেই ওভারে চারটি চারে দেন ২০ রান।
দারুণ ব্যাটিংয়ে আইপিএল ক্যারিয়ারের ৬২তম হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। বোলিংয়ে এসে রবীন্দ্র জাদেজাও সুবিধা করতে পারেননি। প্রথম ওভারে ২০ রান দেওয়া মোস্তাফিজকে আবারও বোলিংয়ে আনা হয় দশম ওভারে। তৃতীয় বলেই দিল্লির ওপেনারকে ফেরান মোস্তাফিজ।
হাফ সেঞ্চুরির আগে পৃথ্বী শকে ফেরান জাদেজা। মিচেল মার্শকে দারুণ এক ইয়র্কারে ফেরান পাথিরানা। ট্রিস্টিয়ান স্টাবসও ‘বেবী মালিঙ্গার’ শিকার হন। তবে একপ্রান্ত আগলে রেখে অবশ্য দ্রুত রান তোলেন পান্ত। পাথিরানার ইয়র্কারে স্কয়ার লেগ দিয়ে চার মেরে ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন দিল্লির অধিনায়ক।
পঞ্চাশ ছোঁয়ার পরের বলেই আউট হন পাথিরানার বলে রুতুরাজের দারুণ ক্যাচে। শেষ পর্যন্ত ১৯১ রানের পুঁজি পায় দিল্লি। চেন্নাইয়ের হয়ে একাই ৩ উইকেট নেন লঙ্কান পেসার পাথিরানা।
১৯২ রান তাড়ায় শুরুটা ভালো হয় না চেন্নাইয়ের। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন রুতুরাজ। আরেক ওপেনার রাচিন রবীন্দ্রও ব্যাট হাতে ব্যর্থ হন। ১২ বলে মাত্র ২ রানে ফেরেন তিনি।
মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর চেন্নাইকে পথ দেখানোর চেষ্টা করেন আজিঙ্কা রাহানে এবং ড্যারিল মিচেল। জুটি গড়লেও ধীরগতির ব্যাটিংয়ে চাপ বাড়ছিল চেন্নাইয়ের ওপর। যখনই হাত খুলে খেলতে শুরু করেন তখনই জুটি ভাঙেন আক্সার প্যাটেল। বাঁহাতি এই স্পিনারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল।
হাফ সেঞ্চুরির খুব কাছে থাকলেও পঞ্চাশ ছোঁয়া হয়নি রাহানের। ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়েছেন ৪৫ রান করা এই ব্যাটার। পরের বলে ফেরেন সামির রিজভীও। এদিন শিভাম দুবেও ব্যর্থ হন। ১৭ বলে ১৮ রান করে ফেরেন তিনি।
শেষ দিকে ধোনি ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেললেও চেন্নাইকে জেতাতে পারেননি। বর্তমান চ্যাম্পিয়নদের থামতে হয় ১৭১ রানে।
মন্তব্য করুন