স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১২:০২ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১৯২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন খালেদ। ছবি : সংগৃহীত
শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন খালেদ। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন শেষেই বাংলাদেশের পরাজয় একপ্রকার নিশ্চিত ছিল। পঞ্চম দিনে দুই ব্যাটার মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম কতক্ষণ টিকতে পারেন এটিই দেখার ছিল। তবে কেউই ভাবেনি এক সেশনের বেশি বাংলাদেশ টিকতে পারবে, শেষ পর্যন্ত তাই হয়েছে। পঞ্চম দিনে আগের দিনের স্কোরের সঙ্গে ৫০ রান যোগ করেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। আর এতে ১৯২ রানের পরাজয়ে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াও নিশ্চিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২৪৩ রানের হাতে ছিল ৩ উইকেট। স্বাভাবিকভাবেই জয়ের চেয়ে হার বিলম্বিত করাই লক্ষ্য ছিল বাংলাদেশের। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। ৩১৮ রানে অলআউটের মাধ্যমে শেষ হয় বাংলাদেশের দুঃখ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারে তাই ২-০ ব্যবধানে শেষ হয় টেস্ট সিরিজ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান আসে মিরাজের ব্যাট থেকে। লঙ্কানদের পক্ষে লাহিরু কুমারা নেন ৪ উইকেট।

পঞ্চম দিনের শুরুতে দেখে শুনেই খেলতে থাকেন তাইজুল ও মিরাজ। তবে ১৪ রান করেই পার্ট টাইমার কামিন্দু মেন্ডিসকে উইকেট বিলিয়ে আসেন তিনি। তবে এর আগেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করে লঙ্কানদের অপেক্ষায় রাখেন মিরাজ-তাইজুল জুটি।

দশম ব্যাটার হিসেবে হাসান মাহমুদও খারাপ খেলেননি। মিরাজকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন। তবে লঙ্কানদের নতুন বলে ২৫ বলে ৬ রান করা এই বোলার আউট হন লাহিরু কুমারার বলে। শেষের ব্যাটার খালেদকেও ফিরিয়ে টাইগারদের হোয়াইট ওয়াশ করা নিশ্চিত করেন এই পেসার।

এর আগে লঙ্কানদের দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে চলতি সিরিজে প্রথম ২০০ রান পার করে বাংলাদেশ। মুমিনুল হকের ৫০ রানের পাশাপাশি সাকিব আল হাসানের ৩৬, লিটন দাসের ৩৮ রান বাংলাদেশকে দিয়েছিল লজ্জা এড়োনোর মতো স্কোর। শেষ বিকেলে মিরাজের ৪৪ রান চট্টগ্রাম টেস্টকে টেনে নিয়েছিল ৫ম দিন পর্যন্ত।

এর আগে চট্টগ্রামের ফ্ল্যাট উইকেটে আগে ব্যাট করে রানের বিশাল পাহাড় দাঁড় করায় শ্রীলঙ্কা। ৬ অর্ধশতকের সুবাদে তাদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। কোনো সেঞ্চুরি ছাড়া এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। এরপর বাংলাদেশ যথারীতি দেখিয়েছে নিজেদের হতশ্রী ব্যাটিংয়ের নমুনা। ১৭৮ রানেই গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। দলের পক্ষে ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন মোটে দুজন।

ফলো-অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশকে ক্ষণিকের স্বস্তি দিয়েছিলেন হাসান মাহমুদ। অভিষিক্ত এই বোলার ৪ উইকেট শিকার করেন। তবে চতুর্থ দিন ডিক্লেয়ার করার আগপর্যন্ত নিজেদের লিড ঠিকই ৫১০ পর্যন্ত টেনে নেয় লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১১। রানতাড়া করতে নেমে বাংলাদেশ যেতে পারে ৩১৮ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চায়ের দোকানে থাকা ৪ জন দগ্ধ

চালু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

৩৬ ঘণ্টার হরতাল চলছে

নাশতার জন্য সেরা ১২ খাবার

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

৩৩২ কোটি টাকায় ‘রোজ গার্ডেন’ কিনে রাষ্ট্রের ক্ষতি, অনুসন্ধানে দুদক

ক্যানটিন থেকে তুলে নিয়ে রাবির ২ শিক্ষার্থীর ওপর হামলা

আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নারীর হাতে মার খেয়ে অস্ত্র ফেলে পালাল ৩ ছিনতাইকারী

সেলস অ্যাডমিন বিভাগে নিয়োগ দিচ্ছে স্কয়ার গ্রুপ

১০

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৫

১১

নাসির গ্রুপে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

২০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে ইবনে সিনা

১৫

২০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৭

তারেক রহমানের জন্মদিন আজ

১৮

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত, আহত ৪

১৯

ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

২০
X