জুনের ২ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। সেই হিসেবে দুই মাসেরও কম সময় আছে বৈশ্বিক এই আসর শুরু হতে। ইতোমধ্যে ট্রফির জন্য লড়াইয়ের উদ্দেশ্যে প্রস্তুত হতে শুরু করেছে দলগুলো। অন্যদিকে আয়োজকরাও শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।
স্বাভাবিকভাবেই যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আগে আসরটির থিম সং বানানো একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আইসিসিও সেই নিয়ম মেনেন আসরটির জন্য একটি থিম সং বানাচ্ছে। শুক্রবার (১২ এপ্রিল) রাতে সেই থিম সংয়ের একটি টিজার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
Only 50 days until the ICC Men's #T20WorldCup 2024 kicks off in the USA and West Indies Marking the special occasion with a sneak peek of the official tournament anthem ft. some well-known superstars More ️ https://t.co/wm3KgXpOfS pic.twitter.com/2hCfhF981A
— ICC (@ICC) April 12, 2024এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং দুই ক্যারিবীয় শিল্পী গেয়েছেন। একজন হলেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ও ‘নো লাই’ , ‘চিপ থ্রিলস’ এর মতো বিখ্যাত গানের গায়ক জামাইকান সংগীতশিল্পী সন পল। আরেক গায়ক হলেন ত্রিনিদাদের সোকা সুপারস্টার কেস। গানটি প্রযোজনা করেছেন মাইকেল ত্যানো মন্টানো। গানের ভিডিওতে থাকছেন বেশকিছু পরিচিত সুপারস্টাররাও।
তবে মূল গানটি প্রকাশ হতে আরও সময় লাগবে। আইসিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আর কয়েক সপ্তাহের মধ্যেই গানটি প্রকাশ হবে।
বিশ্বকাপের আসন্ন এই থিম সং নিয়ে সন পল বলেন, 'ক্রিকেট সবসময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত এবং কিছু নাচের সঙ্গে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী করবে, অবশ্যই সাথে আন্তর্জাতিক আবহ এবং সোকার স্পর্শ থাকবে। এটি মানুষের জন্য গান গাওয়া এবং ভেতর থেকে আনন্দ অনুভবের উপলক্ষ হয়ে আসবে।'
আরেক গায়ক কেসও একই কথা বলেন। তিনি আশা করেন এই গানের মাধ্যমে ক্রিকেট বিশ্ব একত্রিত হবে। এই সংগীতের স্পন্দন তৈরি করার জন্য শন পল, তানো এবং পুরো দলকে উৎসাহ দেন। তিনি আশা করেন বিশ্বব্যাপী সবাই এই গানটি গাইবেন এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে পার্টি করবেন।
আইসিসি মহাব্যবস্থাপক ফারলং বলেন, 'আমরা বিশ্বব্যাপী স্বীকৃত দুই শিল্পীকে যারা নিজেদের জনরায় শীর্ষে রয়েছে, তাদের (সন পল ও কেস) পেয়ে আনন্দিত । আমাদের টুর্নামেন্টের সংগীত এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিকেট উৎসব দর্শনের সুর তৈরি করবে। সমর্থকরা এমন একটি গান আশা করতে পারেন যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে।'
মন্তব্য করুন