সাধারণত ক্রিকেটকে ব্যাট-বলের খেলা বলেই সাধারণ দর্শকরা চিনে থাকে তবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুধু ব্যাটেরই খেলা হচ্ছে। বিশেষ করে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। এবারের আইপিএলে এই স্টেডিয়ামে হওয়া তিন ম্যাচে রীতিমতো ছক্কার বৃষ্টি হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত হওয়া দিল্লি ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচও এর ব্যতিক্রম ছিল না। দিল্লির ব্যাটিং সহায়ক পিচে দিল্লি ও মুম্বাইয়ের ব্যাটারদের ব্যাটিং তাণ্ডবে বেশিরভাগ দর্শকদের পয়সা উসুল হলেও এক দর্শকের হয়নি। অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটারদের ছয়ের বৃষ্টিতে আহত হয়েছেন এক দর্শক।
শনিবার (২৭ এপ্রিল) দিল্লি ও মুম্বাইয়ের মধ্যকার আইপিএলের ম্যাচে প্রথমে ব্যাট করে ২৫৭ রানের বিশাল স্কোর দাড় করায় দিল্লি। তাদের এই রানবন্যায় সহায়তা করেছে ২২টি চার ও ১৭টি ছক্কা। দিল্লির মতোনই ঝোড়ো ব্যাটিং করেছে মুম্বাইও।
সল্প রানে মুম্বাইয়ের টপ অর্ডারে ফিরলেও তিলক ভর্মা ও টিম ডেভিড ম্যাচটিতে মুম্বাইকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। তাদের এই ঝোড়ো ব্যাটিংয়ে চার-ছয়ের ফুলঝুড়ি দেখা যাচ্ছিল অরুণ জেটলি স্টেডিয়ামে। আর তাদের এক ছক্কা স্টেডিয়ামে বসে থাকা এক দর্শককে করেছে রক্তাক্ত।
A fan got injured due to Tim David's six. pic.twitter.com/qR14bnHNWW — Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2024
মুম্বাইয়ের ইনিংসের ১৪তম ওভারের ঘটনা এটি। খলিল আহমেদের করা ওভারের পঞ্চম বলে ছয় হাঁকান মুম্বাইয়ের টিম ডেভিড। ডেভিডের ছয়টি স্ট্যান্ডে থাকা এক দর্শক ক্যাচ ধরতে যান তবে ক্যাচ ধরতে না পারায় বলটি তার মুখে আঘাত করে। যাতে মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হন সেই দর্শক। পরে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা আহত দর্শককে চিকিৎসার জন্য নিয়ে যায়।
Wishing a speedy recovery to that fan though — Delhi Capitals (@DelhiCapitals) April 27, 2024
এদিকে বলের আঘাতে দর্শক রক্তাক্ত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তারা আহত হওয়া দর্শকের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করে। এছাড়াও সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানও আহত দর্শকের সুস্থতা কামনা করেন।
I hope the fan is ok at the delhi stadium. My good wishes to him. — Irfan Pathan (@IrfanPathan) April 27, 2024
উল্লেখ্য, রানবন্যার এই ম্যাচ কাছে গিয়েও জিততে পারেনি মুম্বাই। ২৫৮ রানের টার্গেটে তাদের ইনিংস থামে ২৪৭ রানে।
মন্তব্য করুন