আবারও সংবাদের শিরোনাম নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। প্রস্তুতি ম্যাচের পর এই স্টেডিয়ামের উইকেট নিয়ে প্রশ্ন ওঠে। এবার ভারত-আয়ারল্যান্ডের ম্যাচের পর উঠেছে সেই একই প্রশ্ন। আবার শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও হয়েছে।
উইকেটের তুলকালাম কাণ্ডের মাঝেই মাথা চাড়া দিয়েছে রোহিত শর্মার চোট। আইরিশদের বিপক্ষে ব্যাটিংয়ের মাঝপথে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। ম্যাচের পর চোটের চেয়ে উইকেটের অবস্থা নিয়ে বেশি চিন্তিত রোহিত।
যদিও চোট নিয়ে তিনি কোনো কিছু না জানালেও মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা। ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের সেই কর্তা বলেন, ‘রোহিতের চোটটা গুরুতর নয়। ও (রোহিত) নিজে জানিয়েছে কিছুটা ব্যথা আছে। এখনও পর্যন্ত যা অবস্থা তাতে পাকিস্তান ম্যাচের আগে সে প্রস্তুতি হয়ে যাবে। তার আগে আমাদের দুটো অনুশীলন সেশন রয়েছে।’
বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে সহজে হারালেও নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেট নিয়ে কথা বলেন রোহিত। এতে কিছুটা হতাশা প্রকাশ করেন ভারতীয় অধিনায়ক। ম্যাচের আগের দিন ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও মাঠ নিয়ে নিজের আশঙ্কার কথা জানান।
মাঠের নরম মাটির কারণে ক্রিকেটাররা চোটগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে ছিলেন দ্রাবিড়। এর মধ্যে খবর বেড়িয়ে ছিল নাসাউ স্টেডিয়ামের উইকেট নিয়ে বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে নালিশ করতে পারে বিসিসিআিই।
যদিও এই খবরটি উড়িয়ে দেন বিসিসিআইয়ের সেই কর্তা। তিনি বলেন, ‘আসলে এটা ফ্রেশ উইকেট। পর্যাপ্ত ঘাস আছে, একই সঙ্গে আছে ফাটলও। তাই এটাতে লেংথ বলে ব্যাটারদের কিছুটা সমস্যা হচ্ছে। যখন এই ধরনের ফ্রেশ উইকেটে ব্যাটারদের টেকনিকের পরীক্ষা দিতেই হবে।’
মন্তব্য করুন