বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃমন্ত্রণালয়-বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত শনিবার বঙ্গবন্ধু আউটার স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শিরোপা জয়ের লড়াইয়ে অংশ নেয় ৩২টি দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন, মো. মোকলেছুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা বক্তব্য দেন।
মন্তব্য করুন