স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ম্যাচসেরা হয়ে যাদের কৃতিত্ব দিলেন সাকিব

ম্যাচ সেরার পুরস্কার হাতে সাকিব। ছবি : সংগৃহীত
ম্যাচ সেরার পুরস্কার হাতে সাকিব। ছবি : সংগৃহীত

জিতলে প্রসারিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথ। আর হারলে থাকতে হবে পরনির্ভরশীল হয়ে। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ।

নেওয়া হয়েছে গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে পরাজয়ের প্রতিশোধ। সেই ম্যাচের পরাজিত অধিনায়ক সাকিব আল হাসান। এ ম্যাচের নায়ক। ২০ ইনিংস পর পেয়েছেন অর্ধশতকের দেখা। ৪৬ বলে ৬৪ রানে জেতেন ম্যাচসেরার পুরস্কার।

যদিও শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩৩ রানে তিন উইকেট নেয়া লেগ স্পিনার রিশাদ হাসান। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে সাকিব বলেন, ‘টপ অর্ডারের সেরা ৪ জনের মধ্যে একজনের পুরো ইনিংস ব্যাট করা বেশ গুরুত্বপূর্ণ। তা করতে পেরে, দলের জয়ে অবদার রাখতে পেরে খুশি।’

এ সময় বোলারদের প্রশংসা করে সাকিব বলেন, ‘কঠিন উইকেট। এই উইকেটে এটি মোটেও বড় স্কোর নয়, চ্যালেঞ্জিং। বোলাররা চাপ সামলে ভালো করেছে।’

ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৩ রান দেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১২ রানে নেন ১ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তাই এই জয়ে বোলার বেশি কৃতিত্ব সাকিব।

তিনি বলেন, ‘মোস্তাফিজ, রিশাদ এবং তাসকিন, নেদারল্যান্ডসের কাছ থেকে জয়টি কেড়ে নিয়েছে। একটা সময় প্রতি ওভারে তারা ১০ রান করে তুলছিল। সেখান থেকে ম্যাচ বের করে আনা বেশ কঠিন। এ জন্য বোলারদের কৃতিত্ব দিতেই হয়।’

ডাচদের বিপক্ষে এই জয়ে সুপার এইটের দৌড়ে অনেকখানি এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ১৭ জুন এশিয়ার দেশ নেপালকে হারালে নিশ্চিত হবে বিশ্বকাপের পরের রাউন্ডে খেলা। অবশ্য হারলেও সুযোগ থাকবে। কিন্তু সে জন্য অপেক্ষা করতে হবে অন্য দলগুলো ফলাফলের উপর।

নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের এ জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। গ্রুপপর্বে ডাচদের বিপক্ষে একটি ম্যাচ রয়েছে লঙ্কানদের। সে ম্যাচে জিতলেও বাংলাদেশের পয়েন্টকে পেছনে ফেলার সুযোগ নেই লঙ্কানদের।

দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের কাছে হেরেছে তারা। আর নেপালের বিপক্ষের ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। ফলে বর্তমানে লঙ্কানদের পয়েন্ট ১। ডাচদের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কার পর ডাচদের হারানোয় চার পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে রয়েছে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল টাকার নোটসহ আটক ২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

মুফতি কাসেমী গ্রেপ্তার

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

১০

ফাইনাল জিততে বাংলাদেশের দরকার ১২৬ রান

১১

শাহজাহানের বক্তব্য সমর্থন করে না জামায়াত

১২

আসছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’, নামের অর্থ জানুন

১৩

প্রায় ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

১৪

বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী

১৫

নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক / ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা

১৬

ঘাস খাওয়ায় গরুর পায়ের রগ কাটল প্রতিবেশী

১৭

রেস করতে গিয়ে প্রাণ গেল ২ তরুণের

১৮

কবিতা-গানের মনোমুগ্ধময় সন্ধ্যা― ‘আমার মুক্তি আলোয় আলোয়’

১৯

রেফারি বিতর্ক নিয়ে বার্সাকে ফের আক্রমণ রিয়াল সভাপতির

২০
X