টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টস জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার।
ড্যারেন সামি স্টেডিয়ামে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়নরা। স্বাগতিকদের বিপক্ষে একাদশে ফিরেছেন পেসার মার্ক উড। ফলে বাদ পড়েছেন অলরাউন্ডার ক্রিস জর্ডান।
অন্যদিকে বিশ্বকাপ আয়োজকদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। শাই হোপ ও ওবেদ ম্যাককয়ের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রোস্টন চেজ ও রোমারিও শেফার্ড।
ইংল্যান্ড: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।
ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জেসেফ ও গুদাকেশ মতি।
মন্তব্য করুন