বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) সকালে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ইনফর্ম অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বকাপের মঞ্চে অজিদের বিপক্ষে জয় নেই টাইগারদের।
অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। গ্রুপ-ডি থেকে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করতে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারায় টাইগাররা।
গ্রুপ পর্বে দুর্দান্ত ছিল নাজমুল হোসেন শান্তর দলের বোলিং আক্রমণ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ফসল প্রথমবারের মতো বিশ্বকাপে তিন জয়।
শরীফুল ইসলাম অনুপস্থিতে সুযোগ পাওয়া তানজিম হাসান সাকিব বাংলাদেশের জার্সিতে ভালো করছেন। চার ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন তিনি। তাসকিন আহমেদ অভিজ্ঞতাকে নিখুঁতভাবে ব্যবহার করেছেন।
অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন মাঝের ওভারগুলোতে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছেন। আর স্লগ ওভারে বরাবরই মতো দুর্দান্ত মোস্তাফিজুর রহমান।
ICC Men's T20 World Cup | Super Eight Bangladesh Australia | 21 June, 2024 | Time: 06:30 AM (BST) Venue: Sir Vivian Richards Stadium, North Sound, Antigua Photo Credit: ICC/Getty#BCB #Cricket #BANvAUS #T20WorldCup pic.twitter.com/Y75Kfne2hx — Bangladesh Cricket (@BCBtigers) June 19, 2024
তবে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে প্রত্যাশা মাফিক সমর্থন পাচ্ছে না বোলিং ইউনিট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত কার্যকরভাবে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা। তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে রান কিছুটা স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
অন্যদিকে অপরাজিতভাবে সুপার এইটে জায়গা পাওয়া অস্ট্রেলিয়া তিন বিভাগেই নিজেদের শক্তি দেখিয়েছে। পুরোপুরি বিধ্বংসী না হলেও অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটাররা মূল্যবান অবদান রেখেছে জয়ে।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই কারণ ফর্মে রয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাইতো ক্যারিয়ারের প্রথমবারের মতো উঠে এসেছেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। পেসার জোস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স অপেক্ষায় আছেন জ্বলে ওঠার। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং ফর্ম অস্ট্রেলিয়ার মাথাব্যথার কারণ।
কেমন হবে উইকেটের আচরণ
অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট সবসময় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। উইকেটে অতিরিক্ত বাউন্স পেসার আরও ভয়ংকর করে তুলতে পারে। স্পিনারদের জন্য রয়েছে সুখবর। সঠিক জায়গায় বল ফেলতে পারলে, তারা সফল হতে পারবেন এই উইকেটে। আর উপস্থিত বুদ্ধি-বিচক্ষণতার দিয়ে খারাপ বলের জন্য অপেক্ষা করতে হবে ব্যাটারদের।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় রান ১১৮। এই ভেন্যুতে পেসার এবং স্পিনারদের অভিজ্ঞতা একই ধরনের। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিনাররা (৮.৪৫) ওভার প্রতি পেসারদের (৭.৭৪) চেয়ে বেশি।
এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১০ টি-টোয়েন্টির মধ্যে অস্ট্রেলিয়ার জয় ৬টি। টাইগারদের ৪টি জয়ই মিরপুরের হোম কন্ডিশনে। আর বিশ্বকাপে বাংলাদেশ কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেননি। পাঁচ ম্যাচের সবগুলোতে জয়-অজিদের।
দুদলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), টিম ডেভিড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।
মন্তব্য করুন