টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচেই রান করতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লেতে একের পর এক উইকেট হারানোর চাপ পড়েছিল দলের মিডল অর্ডারেও।
তারপরও তিন ম্যাচে জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যদিও চার ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তসহ টপ অর্ডারের ব্যাটাররা। তবে খারাপ সময়ে দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে পাশে পাচ্ছেন তারা। লঙ্কান এ কোচের বিশ্বাস, ফর্মে ফিরবেন শান্ত-লিটনরা।
সুপার এইটে বাংলাদেশের প্রথম চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় ম্যাচটিতে ব্যাটারদের ফর্মে ফেরা দলের জন্যও গুরুত্বপূর্ণ বটে।
Photos from the Bangladesh team practice ahead of their match against Australia at Sir Vivian Richards Stadium, North Sound, Antigua #BCB #Cricket #BANvAUS #T20WorldCup pic.twitter.com/sPInawCOuz — Bangladesh Cricket (@BCBtigers) June 19, 2024
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই শান্তর ফর্ম নিয়ে প্রশ্ন আসে। উত্তরে হাথুরুসিংহে বলেছেন, ‘কেবল শান্ত নয়, বেশিরভাগ দলের টপ অর্ডারই এই টুর্নামেন্টে সংগ্রাম করছে। কারণ, এখানকার পিচ নতুন বলের জন্য কিছুটা কঠিন।’
কন্ডিশন কিভাবে দলগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে, তার ব্যাখ্যা বাংলাদেশ দলের প্রধান কোচ দিলেন এভাবে, ‘বেশিরভাগ দলই ম্যাচ খেলতে নামছে কত রান ভালো স্কোর হবে তা না জেনেই। যার ফলে শুরুর ২-৩ জন্য ব্যাটারকে কন্ডিশন যাচাই করতে হয়।’
তবে শান্তর রানে ফেরা যে দলের জন্য গুরুত্বপূর্ণ সেটা মানছেন টাইগারদের কোচ, ‘হ্যাঁ। আপনি সঠিক বলেছেন, শান্ত যখন রান করে তখন সে ম্যাচ উইনার। কারণ, সে দারুণ একজন খেলোয়াড়। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যাটার। আমি নিশ্চিত কন্ডিশন পক্ষে থাকলে সে যেকোনো ম্যাচেই ফিরে আসতে পারবে। (রান করাটা) সকল টপ অর্ডারের জন্যই চ্যালেঞ্জিং।’
এবার সে চ্যালেঞ্জ জয় করে ছন্দে ফিরতে হবে শান্তদের। তবে মিলবে সুপার এইট থেকে দারুণ কিছু।
মন্তব্য করুন