স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০২:২০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:২৩ এএম
অনলাইন সংস্করণ

মধুর প্রতিশোধে ১০ বছর পর ফাইনালে ভারত

ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

মধুর প্রতিশোধই মনে হয় একেই বলে, মাত্র দুই বছর আগেই সর্বশেষ আসরে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হতে হয়েছিল ভারতকে আর আজ দুই বছর পর সেই ম্যাচের প্রতিশোধ নিল ভারত।

১৭২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটারদের দাঁড়াতেই দিল না অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবরা। এই দুইজনের স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়ে জস বাটলারদের শিরোপা ধরে রাখার মিশন শেষ হলো এখানেই। আর এতে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলো ভারত।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয় ইংলিশরা। অক্ষর ও কুলদীপ নেন ৩টি করে উইকেট।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে কোন আবহাওয়ার বাগড়া না থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে বাগড়া দেওয়ার চেষ্টায় থাকে বৃষ্টি। তবে শেষ পর্যন্ত বৃষ্টির সহায়তা ছাড়াই ম্যাচ জিতে নেয় রোহিত শর্মার দল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড অবশ্য রান তাড়ায় প্রথম তিন ওভার ভালোই খেলে। তবে অক্ষর প্যাটেলের করা ইনিংসের চতুর্থ ওভারে বাঁধে বিপত্তি। সেখান থেকে আর বের হতে পারেনি জস বাটলারের দল।

ইংলিশরা নিজেদের পঞ্চম উইকেট হারায় দলীয় রান ৫০ হওয়ার আগেই। এরপর অবশ্য আর দাঁড়াতেই পারেনি তারা ভারতীয় বোলারদের সামনে।

বাটলার ২৩, হ্যারি ব্রুক ২৫, লিয়াম লিভিংস্টোন ১১ আর জফরা আর্চারের ২১ রানের ইনিংস ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ২৩ রান খরচায় বাটলার, মঈন আলী ও জনি বেয়ারস্টোর উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অক্ষর। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন ‍কুলদীপ। এছাড়া ১২ রান খরচায় ২ উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।

দাপুটে এই জয়ে দীর্ঘ ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটলো টিম ইন্ডিয়া। সর্বশেষ বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ সালের আসরে ফাইনাল খেলে তারা। তবে সেবার শ্রীলঙ্কার কাছে হারে তারা।

এবার দেখার বিষয় ২৯ জুনের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ভাগ্য পরিবর্তন হবে কি না।

এর আগে অবশ্য টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত। ইংলিশদের পক্ষে ৩৭ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার ক্রিস জর্ডান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১০

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১১

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১২

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৩

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৪

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৫

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৬

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৭

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৮

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৯

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

২০
X