স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১২:৪৬ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

রোহিত-সূর্যের ব্যাটে সেমিতে ভারতের চ্যালেঞ্জিং সংগ্রহ

রোহিত-সুর্যের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত। ছবি : সংগৃহীত
রোহিত-সুর্যের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত। ছবি : সংগৃহীত

প্রায় এক মাস ধরে চলা ক্রিকেটের মহাযজ্ঞ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। ২০ দল নিয়ে শুরু হওয়া আসরে টিকে আছে মাত্র তিন দল। সেই তিন দলের দুটি আবার আসরের অন্যতম ফেভারিট দুই দল, ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভারত ও ইংল্যান্ড আবার মুখোমুখি হয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে অবশ্য ইংলিশদের বেশ চ্যালঞ্জিং এক লক্ষ্যই দিয়েছে টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে অধিনায়ক রোহিত শর্মা ও সুর্যকুমার যাদবের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। টিম ইন্ডিয়ার পক্ষে দলপতি রোহিত শর্মা করেন সর্বোচ্চ ৫৭ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান নেন ৩ উইকেট।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে অধিনায়ক রোহিত শর্মা ও সুর্যকুমার যাদবের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। টিম ইন্ডিয়ার পক্ষে দলপতি রোহিত শর্মা করেন সর্বোচ্চ ৫৭ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান নেন ৩ উইকেট।

একদিকে ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার মিশন। আবার অন্যদিকে ভারতের সামনে ১০ বছর পর ফাইনাল আর গত আসরের সেমিফাইনালের প্রতিশোধ নেওয়ার হাতছানি। এরকম সমীকরণ মাথায় নিয়ে ম্যাচে টস হেরে অবশ্য শুরুটা মনমতো হয়নি ভারতের।

টানা ব্যর্থতার মধ্যে থাকা কোহলি এই ম্যাচেও হয়েছেন ব্যর্থ। তিনি ফেরেন ৯ রান করে। ঋষভ পান্তও বেশিদূর যেতে পারেননি। তবে ঠিকই একপ্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রাখেন রোহিত। তার সঙ্গে তৃতীয় উইকেটে যোগ দেন সূর্যকুমার যাদব। ১৩ ওভারের মধ্যে দলকে শতরানে পৌঁছে দেন তারা।

এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় ফিফটি তুলে ৩৯ বলে ৫৭ রানে থামে রোহিতের ইনিংস। এক ওভার পর সূর্যকুমারও ফেরেন ৪৭ রান করে।

পরপর দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। তবে তিনি ইনিংস শেষ করার সুযোগ পাননি। ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে ২৩ রান করে আউট হন তিনি। শেষদিকে রবীন্দ্র জাদেজার ৯ বলে অপরাজিত ১৭ আর অক্ষর প্যাটেলের ৬ বলে ১০ রানের ইনিংসে ভর করে ১৭০ পার করে ভারত।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন জর্ডান। ৩ ওভার বল করে ৩৭ রান দেন তিনি।

এর আগে অবশ্য প্রভিডেন্স স্টেডিয়ামে বার বার বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছে বিঘ্ন। দেরিতে টস শুরু হওয়ার পর ৮ ওভার খেলা হয়ে আবার পৌনে দুই ঘণ্টার বিরতি। তবে শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলতে পেরেছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

১০

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

১১

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

১২

২৪ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি : স্বেচ্ছাসেবক দল

১৩

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

১৪

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

১৫

হাই তোলার সময় যা করতে বলেছেন নবীজি (সা.)

১৬

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

১৮

মেডিকেলে চান্স পেয়েও পড়া অনিশ্চিত তিথির

১৯

ভারতীয়দের পর্যটক ভিসা ‘সীমিত’ করল বাংলাদেশ

২০
X