স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ১২:৪৬ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

রোহিত-সূর্যের ব্যাটে সেমিতে ভারতের চ্যালেঞ্জিং সংগ্রহ

রোহিত-সুর্যের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত। ছবি : সংগৃহীত
রোহিত-সুর্যের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পেয়েছে ভারত। ছবি : সংগৃহীত

প্রায় এক মাস ধরে চলা ক্রিকেটের মহাযজ্ঞ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের পথে। ২০ দল নিয়ে শুরু হওয়া আসরে টিকে আছে মাত্র তিন দল। সেই তিন দলের দুটি আবার আসরের অন্যতম ফেভারিট দুই দল, ক্রিকেটের সবচেয়ে বড় পরাশক্তি ভারত ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভারত ও ইংল্যান্ড আবার মুখোমুখি হয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। সেখানে অবশ্য ইংলিশদের বেশ চ্যালঞ্জিং এক লক্ষ্যই দিয়েছে টিম ইন্ডিয়া।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে অধিনায়ক রোহিত শর্মা ও সুর্যকুমার যাদবের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। টিম ইন্ডিয়ার পক্ষে দলপতি রোহিত শর্মা করেন সর্বোচ্চ ৫৭ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান নেন ৩ উইকেট।

বৃহস্পতিবার (২৭ জুন) গায়ানায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাটিং করে অধিনায়ক রোহিত শর্মা ও সুর্যকুমার যাদবের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে ভারত। টিম ইন্ডিয়ার পক্ষে দলপতি রোহিত শর্মা করেন সর্বোচ্চ ৫৭ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্দান নেন ৩ উইকেট।

একদিকে ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার মিশন। আবার অন্যদিকে ভারতের সামনে ১০ বছর পর ফাইনাল আর গত আসরের সেমিফাইনালের প্রতিশোধ নেওয়ার হাতছানি। এরকম সমীকরণ মাথায় নিয়ে ম্যাচে টস হেরে অবশ্য শুরুটা মনমতো হয়নি ভারতের।

টানা ব্যর্থতার মধ্যে থাকা কোহলি এই ম্যাচেও হয়েছেন ব্যর্থ। তিনি ফেরেন ৯ রান করে। ঋষভ পান্তও বেশিদূর যেতে পারেননি। তবে ঠিকই একপ্রান্ত ধরে রেখে রানের চাকা সচল রাখেন রোহিত। তার সঙ্গে তৃতীয় উইকেটে যোগ দেন সূর্যকুমার যাদব। ১৩ ওভারের মধ্যে দলকে শতরানে পৌঁছে দেন তারা।

এই বিশ্বকাপে নিজের দ্বিতীয় ফিফটি তুলে ৩৯ বলে ৫৭ রানে থামে রোহিতের ইনিংস। এক ওভার পর সূর্যকুমারও ফেরেন ৪৭ রান করে।

পরপর দুই সেট ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। তবে তিনি ইনিংস শেষ করার সুযোগ পাননি। ১৩ বলে ২ ছক্কা ও ১ চারে ২৩ রান করে আউট হন তিনি। শেষদিকে রবীন্দ্র জাদেজার ৯ বলে অপরাজিত ১৭ আর অক্ষর প্যাটেলের ৬ বলে ১০ রানের ইনিংসে ভর করে ১৭০ পার করে ভারত।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন জর্ডান। ৩ ওভার বল করে ৩৭ রান দেন তিনি।

এর আগে অবশ্য প্রভিডেন্স স্টেডিয়ামে বার বার বৃষ্টির বাধায় ম্যাচ হয়েছে বিঘ্ন। দেরিতে টস শুরু হওয়ার পর ৮ ওভার খেলা হয়ে আবার পৌনে দুই ঘণ্টার বিরতি। তবে শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলতে পেরেছে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১০

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১১

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১২

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৩

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৪

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৫

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৬

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৭

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৮

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৯

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

২০
X