স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ১২:৪৮ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

ক্রুসকে অবসরে পাঠিয়ে সেমিফাইনালে স্পেন

মেরিনোর গোলে সেমি নিশ্চিত হয়েছে স্পেনের । ছবি : সংগৃহীত
মেরিনোর গোলে সেমি নিশ্চিত হয়েছে স্পেনের । ছবি : সংগৃহীত

ঘোষণা দিয়েছিলেন আগেই, ইউরো শেষেই ফুটবলকে বিদায় বলবেন টনি ক্রুস। তবে আশা ছিল জার্মান এই মিডফিল্ড মায়েস্ট্রোর ফুটবল ক্যারিয়ারকে আরও কিছুদিন লম্বা করাবে জার্মান দল। তবে সেটি আর হতে দিল না স্প্যানিশরা। চলমান ইউরোর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে বিদায় করে দিয়েছে স্পেন। আর এরই সাথে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ারেরও ইতি ঘটলো।

শুক্রবার (৫ জুলাই) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে মিকেল মেরিনোর গোলে ২-১ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

ম্যাচ শুরুর আগেই এটিকে বলা হচ্ছিল ফাইনালের আগের ফাইনাল। ফাইনালের মতোই হয়েছে ম্যাচটি। উত্তেজনাপূর্ণ কোয়ার্টার ফাইনাল শোডাউনে, স্পেন অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিক জার্মানিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে তাদের স্থান নিশ্চিত করে। স্টুটগার্টে অনুষ্ঠিত টানটান উত্তেজনার ম্যাচে ১১৯তম মিনিটে একটি নির্ধারক গোল করে মিকেল মেরিনো নায়ক হিসাবে আবির্ভূত হন আর লা রোহাকে জয় এনে দেন।

প্রতিযোগিতাটি ১২০ মিনিট ধরে তীব্র লড়াইয়ের সাক্ষী হয়, যেখানে টুর্নামেন্টের ফেভারিট উভয় দলই প্রাণপন চেষ্টা করে জয় ছিনিয়ে নেওয়ার। স্টুটগার্টের গরম সন্ধ্যায় ১৬টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড ম্যাচের উত্তেজনা ও রোমাঞ্চকে বাড়িয়ে তোলে। এই ম্যাচটি দিয়ে টনি ক্রুস ফুটবল থেকে অবসর নিলেন।

লুইস দে লা ফুয়েন্তের নেতৃত্বাধীন স্পেন এখন সেমিফাইনালে বুধবার (১০ জুলাই) পর্তুগাল বা ফ্রান্সের মুখোমুখি হবে।

ম্যাচে স্পেন প্রথম মিনিট থেকেই তাদের উদ্দেশ্য পরিষ্কার করে দেয়। নিকো উইলিয়ামস একটি বল আলভারো মোরাতার কাছে পৌঁছে দেন, যিনি পেদ্রির জন্য একটি শট তৈরি করেন অবশ্য জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার দ্বারা তা সেভ হয়। কিছুক্ষণ পরে, লামিনে ইয়ামালের ফ্রি-কিক লক্ষ্যবস্তুতে সামান্য বাইরে চলে যায়, জার্মানির উপর প্রাথমিক চাপ অব্যাহত থাকে।

জার্মানির প্রথম গুরুত্বপূর্ণ সুযোগ আসে যখন কাই হাভার্টজ জোশুয়া কিমিচের ক্রস থেকে সরাসরি স্পেনের গোলরক্ষক উনাই সিমনের কাছে হেড করেন। এরকম অনেক সুযোগ পান হাভার্টজ। অন্যদিতে স্পেনও চাপ অব্যাহত রাখে, এবং একটি সুবর্ণ সুযোগ মোরাতার সামনে আসে, যিনি কাছাকাছি থেকে মিস করেন। তবে, স্পেন শীঘ্রই ব্রেকথ্রু করে, যখন দানি ওলমো লামিনে ইয়ামালের একটি নিচু হয়ে আসা ক্রস থেকে ১৮ গজ দূর থেকে গোল করে জার্মানদের কাঁদান।

জার্মানি দ্রুত জবাব দেওয়ার চেষ্টা করে। নিকলাস ফুলক্রুগ রবার্ট অ্যান্ডরিচকে সেট আপ করেন, যার শট সিমনের হাতে আটকে যায়। দানি কারভাহাল হাভার্টজকে আটকে একটি গুরুত্বপূর্ণ ব্লক করেন তখন স্পেন বিপদ থেকে মুক্ত হতে লড়াই করে চলছিল। এর মধ্যে ইয়ামালের বদলি নামা ফেরান তোরেসের ফ্রি-কিক নয়্যারকে স্ক্র্যাম্বল করতে বাধ্য করে।

ফুলক্রুগ স্পেনের জন্য একটি অব্যাহত হুমকি ছিলেন এবং তিনি ফ্লোরিয়ান উইর্টজের কাটব্যাক থেকে পোস্টে আঘাত করেন। হাভার্টজ সিমনের একটি খারাপ কিক আটকান কিন্তু গোল করতে ব্যর্থ হন, তার শট উপরের দিকে চলে যায়। ৯০ মিনিটের কাছাকাছি সময়ে, জার্মানি অবশেষে সমতা আনতে সক্ষম হয়। কিমিচের ক্রস উইর্টজের কাছে পৌঁছে, যার হাফ ভলি পোস্টে আঘাত করে এবং জালে গিয়ে ম্যাচটি অতিরিক্ত সময়ে নিয়ে যায়।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে মিকেল ওয়ারজাবাল এবং উইর্টজ উভয়েরই শট মিস হয়। জার্মানি একটি হ্যান্ডবলের জন্য আবেদন করে যা কুকুরেলার বিরুদ্ধে হয়েছিল, তবে রেফারি অ্যান্থনি টেলর খেলা চালিয়ে যেতে বলেন। কিমিচ আবার ফুলক্রুগকে সেট আপ করেন, কিন্তু সিমনের চমৎকার সেভ স্পেনকে খেলার মধ্যে রাখে।

অতিরিক্ত সময়ের শেষ মিনিটে, স্পেন তাদের জয় নিশ্চিত করে। ওলমোর ক্রস থেকে ফাঁকা থাকা মেরিনোর হেডার নয়্যারকে পরাস্ত করে। জার্মানি সমতা আনার জন্য শেষ প্রচেষ্টা চালায়, এবং ফুলক্রুগের শেষ মুহূর্তের হেডার বাইরে চলে যায়। ম্যাচের শেষে কারভাজাল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন, তবে স্পেন তাদের জয় ধরে রাখে।

স্পেনের বিজয় তাদের একটি সম্ভাব্য চতুর্থ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপার পথে রেখেছে। তাদের সেমিফাইনাল প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স বা পর্তুগাল যে কেউই আসুক, একটি আরেকটি উচ্চ-মানের ম্যাচের প্রতিশ্রুতি রয়েছে। অন্যদিকে, জার্মানির বিদায় তাদের প্রচেষ্টার একটি মধুর সমাপ্তি চিহ্নিত করে, যেখানে ক্রুসের অবসরও উল্লেখযোগ্য।

এই ম্যাচটি ইউরো ২০২৪-এর উত্তেজনা এবং অপ্রত্যাশিততার প্রমাণ, যা ভক্তদের পরবর্তী রাউন্ডের নাটক এবং রোমাঞ্চের জন্য উদগ্রীব করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

১০

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

১১

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১২

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১৩

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১৪

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৫

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৬

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৭

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৮

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৯

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

২০
X