স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০৩:৫৪ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৮:২৩ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে পেনাল্টি পায়নি জার্মানি

জার্মানির খেলোয়াড়েরা একটি পেনাল্টির আবেদন করেও পায়নি। ছবি : সংগৃহীত
জার্মানির খেলোয়াড়েরা একটি পেনাল্টির আবেদন করেও পায়নি। ছবি : সংগৃহীত

ইউরো ২০২৪ এর কোয়ার্টার ফাইনালে স্পেন ও জার্মানি একটি রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে ফুটবল বিশ্বকে। স্পেন যদিও ম্যাচটিতে জয়লাভ করে, কিন্তু রেফারি অ্যান্থনি টেলরের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) ম্যাচ চলাকালীন, জামাল মুসিয়ালার জোরালো শট মার্ক কুকুরেলার বাম হাতে আঘাত করে, যেটি পেনাল্টি বক্সের ভেতরে ছিল, তবুও জার্মানিকে কোন পেনাল্টি দেওয়া হয়নি। এই সিদ্ধান্তটি জার্মান ভক্তদের বেশ হতাশ করেছে, তারা বিশ্বাস করে যে তাদের দলের সম্ভাব্য কামব্যাক ব্যর্থ হয়েছে। তবে, ইংরেজ রেফারির কুকুরেলার বিরুদ্ধে পেনাল্টি না দেওয়ার পিছনে একটি নির্দিষ্ট কারণ ছিল।

কেন অ্যান্থনি টেলর জার্মানিকে পেনাল্টি দেননি?

রেফারিরা সাধারণত পেনাল্টি দেওয়ার সময় খেলোয়াড়ের উদ্দেশ্য এবং হাতের অবস্থান বিবেচনা করেন। কুকুরেলার ক্ষেত্রে, তার হাত শরীরের দিকে এবং উল্লম্ব অবস্থানে ছিল। এই অবস্থানটি ইঙ্গিত দেয় যে তিনি ইচ্ছাকৃতভাবে বলটি ধরেননি। তার হাতের উল্লম্ব অবস্থানের কারণে, রেফারি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে ঘটনাটি দীর্ঘক্ষণ পর্যালোচনা করা হয়নি। ইউরো টুর্নামেন্টে কঠোর হ্যান্ডবলের নিয়ম থাকা সত্ত্বেও, এই নির্দিষ্ট হ্যান্ডবল ঘটনা একটি ব্যতিক্রম ছিল। কুকুরেলার হাতের নিচের দিকে অবস্থান সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পূর্ববর্তী সিদ্ধান্তের সাথে তুলনা

ডেনমার্কের জোয়াকিম অ্যান্ডারসনের বিরুদ্ধে একই ধরনের হ্যান্ডবলের জন্য আগের পেনাল্টি দেওয়া হওয়ায় সিদ্ধান্তটি নিয়েও আরও বিতর্ক হয়েছিল। সেই ক্ষেত্রে, অ্যান্ডারসনের হাত শরীরের বাইরে ছিল, যার ফলে জার্মানির কাই হাভার্টজের একটি গোল হয়। একই রকম ঘটনায় দুই রকমের সিদ্ধান্ত আরও প্রশ্নের জন্ম দিয়েছে।

স্পেন বনাম জার্মানির ম্যাচে টেলরের চ্যালেঞ্জ

অ্যান্থনি টেলর উচ্চ তীব্রতার এই ম্যাচে অনেক চ্যালেঞ্জিং সিদ্ধান্তের সম্মুখীন হন। প্রথম পাঁচ মিনিটের মধ্যে, টনি ক্রুসের পেদ্রির উপর একটি ভারী ট্যাকেল শাস্তি ছাড়াই চলে যায়, যার ফলে পেদ্রি চোট পেয়ে প্রথমেই বদলি হতে বাধ্য হয়। টেলর অতিরিক্ত সময়ের আগে মিকেল ওয়ারজাবালের পতনের পর স্পেনকে ফ্রি-কিক দেননি।

এই বিতর্ক সত্ত্বেও, উভয় দলের প্রচুর সুযোগ ছিল। স্পেন শেষ পর্যন্ত ১১৯তম মিনিটে একটি নির্ভুল ক্রস থেকে জয়লাভ করে, যেটি দানি ওলমো দেন, এবং মিকেল মেরিনো ম্যানুয়েল নয়্যারকে পরাজিত করে গোল করেন।

স্পেন এবং জার্মানির ম্যাচটি অ্যান্থনি টেলরের সংযম এবং সিদ্ধান্ত গ্রহণের পরীক্ষা নেয়। যদিও হ্যান্ডবলের সিদ্ধান্তটি বিতর্কের বিষয় থেকে যায়, এই খেলাটি ইউরো ২০২৪ এর উচ্চ ঝুঁকি এবং তীব্র প্রতিযোগিতার প্রতিফলন ঘটায়। তবে আপনি কি মনে করেন টেলরের সিদ্ধান্ত সঠিক ছিল? মন্তব্যে আমাদের জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রদ্ধা-ভালোবাসায় দ্বীপকে শেষ বিদায় দিলেন বাহুবলবাসী

এবার আর্জেন্টিনা-ব্রাজিলও খেলবে নেশনস লিগ!

রাতে আলো জ্বালিয়ে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর? যা বলছে গবেষণা

ঢাকা-৫ আসনে আজহারির প্রার্থিতার খবর গুজব

টিনশেড কলোনিতে ভয়াবহ আগুন, ১০০ ঘর পুড়ে ছাই

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

জোবায়েদ হত্যা / জবানবন্দিতে বর্ষাকে নিয়ে যা বললেন জবি ছাত্র সৈকত

অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয় স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব

‘ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে’

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ ও প্রতারণা, প্রধান শিক্ষককে কারাদণ্ড

১০

আমিরে জামায়াতের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

ঢাবির ফার্মেসি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান

১২

গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক ২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন

১৩

মামলা করলেন ‘কেজিএফ’ তারকা যশের মা

১৪

শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে জকসু নির্বাচনে প্রার্থী সাজ্জাদ

১৫

‘সোলজার’ সিনেমায় রাকিন 

১৬

গাজীপুরে কারখানায় লাগা আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

১৭

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরসনে কর্মপরিকল্পনা যাচাই সভা

১৮

ব্রাকসুর তপশিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর

১৯

ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী আরেক কোম্পানির নাম ফাঁস

২০
X