স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৯:১৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মিনিটের গোল বাতিল, আর্জেন্টিনার হার

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

দুদিন পর হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে শুরু মাঠের লড়াই। ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচে কোনো মতে নিজেদের সম্মান বাঁচিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনার অলিম্পিক দল।

শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। শেষ মুহূর্তে গোল করে মরক্কোর অলিম্পিক দলের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছিল হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে ম্যাচের দেড় ঘণ্টা পর বাতিল হয় সেই গোল। এতে হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলে তাক লাগিয়ে দেয় মরক্কো। সেমিফাইনালেও উঠেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়। প্যারিস অলিম্পিকেও মরক্কোর দুরন্ত ফুটবল অব্যাহত রইল। বুধবার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরক্কো অনূর্ধ্ব-২৩ দল।

মরক্কো প্রথমার্ধেই এগিয়ে যায় সুফিয়ান রাহিমির গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় মরক্কো। আবার গোল করেন সুফিয়ান। আর্জেন্টিনা ৬৮ মিনিটে একটি গোল শোধ করে। শেষ বাঁশি বাজার মুহূর্তে দ্বিতীয় গোল শোধ করেন ক্রিশ্চিয়ান মেদিনা।

বল দখলের লড়াইয়ে দুই দল সমান দাপট দেখিয়েছে। তবে একটু হলেও এগিয়ে ছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ৫২.২ শতাংশ বল দখলে ছিল তাদের। ৪৭.৮ শতাংশ বল দখলে ছিল মরক্কোর। অলিম্পিক ফুটবলে যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে। প্যারিস অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক ও ইউক্রেন।

স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর ও ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে আমেরিকা, গিনি ও নিউজিল্যান্ড। জাপান, প্যারাগুয়ে, মালি ও ইসরায়েল আছে অন্য গ্রুপে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ী দলের চারজন খেলোয়াড় রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলে।

হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি, জেরোনিমো রুলি ও থিয়াগো আলমাদারা খেলেন আর্জেন্টিনার হয়ে। এরপরও জয়হীন রইল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছেড়ে ছাত্রদলে যোগ দিলেন ৪ প্রতিনিধি

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১০

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১১

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১২

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৩

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৪

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

১৭

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

১৮

সকালে উঠেই কোন ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি 

১৯

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

২০
X