দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে শনিবার (২৭ জুলাই) ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ।
প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মদ সাগরিকা এ ম্যাচে আরও গোল করতে চান। অধিনায়ক সাবিনা খাতুনের চাওয়া, ওই ম্যাচের ছোট ভুলগুলো শুধরে আরও গোছালো ফুটবল খেলা। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজ খেলছে লাল-সবুজরা।
প্রথম ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ভুটান। বিরতির পর পাঁচ গোল করে বাংলাদেশ। যার তিনটি করেছেন সাগরিকা। সাবিনা খাতুন ও ঋতু পর্ণা চাকমা করেছেন বাকি দুই গোল। ৫-১ গোলে জয়ের পর নিজেদের আরও শানিত করতে চাচ্ছে পিটার বাটলারের দল।
ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘গত সাফ চ্যাম্পিয়নশিপে আমরা যে ভুটানের বিপক্ষে খেলেছি, বর্তমান দলটি কিন্তু তার চেয়ে অনেক ভালো। আমরা নিজেদের স্বাভাবিক ফুটবল খেলার চেষ্টা করছি। প্রথম ম্যাচে আমাদের ছোট ভুলগুলো শুধরে নিতে চাই।’
ইনজুরির কারণে কৃষ্ণা রানী সরকার ও আকলিমা খাতুন দলে নেই। এইচএসসি পরীক্ষার কারণে দলে নেই পাঁচ ফুটবলার। তাদের জায়গায় বয়সভিত্তিক দল থেকে পাঁচজনকে নিয়ে ভুটান গেছে বাংলাদেশ। পিটার বাটলার উদীয়মানদের ওপর আস্থা রেখেছেন, হ্যাটট্রিক করে তার প্রতিদান দিয়েছেন সাগরিকা।
দ্বিতীয় ম্যাচের আগে এ ফরোয়ার্ড বলেছেন, ‘অভিষেকে হ্যাটট্রিকের অনুভূতি দারুণ ছিল। ভাবিনি এমটা হবে। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছি, এ ম্যাচে আরও বেশি গোল করতে চাই আমরা। আরও বড় ব্যবধানে জিততে চাই আমরা।’
মন্তব্য করুন