স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০২:২৩ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকের পর নিজের ভবিষ্যৎ ‍নিয়ে ভাববেন আলভারেজ

হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
হুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

হুলিয়ান আলভারেজ এবং ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলার মধ্যে সম্পর্কে ফাটল ধরা শুরু করেছে। প্যারিস অলিম্পিক গেমসে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের জয়ের পরে, কর্দোবায় জন্ম নেওয়া এই স্ট্রাইকার তার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলেছেন এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার আরও বেশি খেলার ইচ্ছা সম্পর্কে গার্দিওলা যে মন্তব্য করেছিলেন তার উত্তর দিয়েছেন।

অলিম্পিক গেমস শেষ হলে, আমি শান্তভাবে আমার জন্য কী চাই তা ভেবে দেখব, বলেন আলভারেজ। আমার সিদ্ধান্ত দেখার জন্য সময় হবে। আমি এখনো ঠান্ডা মাথায় ভাবিনি। অলিম্পিক আমি শান্তভাবে আমার ভবিষ্যৎ নিয়ে ভাবব। এটি কঠিন যখন আপনি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাইরে থাকেন; আপনি সেখানে থাকতে চান সাহায্য করার জন্য, তিনি যোগ করেন। তবে গুরুত্বপূর্ণ গেমগুলোতে না খেলার জন্য যে তিনি অসন্তুষ্ট তা তিনি আরও একবার প্রকাশ করেন।

অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড টিওআইসি স্পোর্টসের সঙ্গে একটি সাক্ষাৎকারে পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন। আমি শুনেছি পেপ কী বলেছিল। আমি কিন্তু খারাপ বা অস্বাভাবিক কিছু বলিনি। আমি সবসময় বলেছি যে আমি ম্যানচেস্টার সিটিতে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে মৌসুমের পরে নিজের অবস্থান নিয়ে ভাবা যৌক্তিক।

২৪ বছর বয়সী এই ফুটবলার ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের পরে স্পষ্ট করেছিলেন, যা তাদের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল।

এদিকে, গার্দিওলা, ম্যানচেস্টার সিটি একটি প্রাক-মৌসুম সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা করে আলভারেজের মন্তব্য স্বীকার করেছেন। আমি পড়েছি, তিনি এটি নিয়ে চিন্তিত। ঠিক আছে, তাকে এ নিয়ে ভাবতে দিন। তারপর সে আমাদের জানাবে সে কী করতে চায়। আমি জানি যে সে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চায়, কিন্তু দলের বাকি ১৮, ১৯ জন খেলোয়াড়ও তো একই চায়, বলেছেন এই স্প্যানিশ কোচ, যা স্কোয়াডে জায়গার জন্য তুমূল প্রতিযোগিতা তুলে ধরে।

এই সমস্ত ঘটনার মধ্যে, ইংলিশ প্রিমিয়ার লিগে সিটির প্রতিদ্বন্দ্বী আর্সেনাল আলভারেজের প্রতি গুরুতর আগ্রহ দেখিয়েছে। লন্ডনের ক্লাব তাদের ফরোয়ার্ড লাইনে শক্তি বাড়ানোর জন্য আগ্রহী, ম্যানেজার মাইকেল আর্তেতা আর্জেন্টিনার প্রতিভার প্রতি আগ্রহী। গানারদের বর্তমানে দুজন প্রধান সেন্টার ফরোয়ার্ড রয়েছে : সাবেক সিটির খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুস, যিনি গত মৌসুমে ৩৭টি খেলায় ৮টি গোল করেছেন এবং ইংরেজ এডি এনকেটিয়া, যিনি ৩৬টি উপস্থিতিতে ছয়টি গোল করেছেন। আর্তেতা আলভারেজকে আর্সেনালের আক্রমণাত্মক লাইন নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য প্রধান খেলোয়াড় হিসেবে দেখছেন।

গ্রীষ্মকালীন ট্রান্সাফার উইন্ডো যতই অগ্রসর হচ্ছে, আলভারেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তা আরো বাড়ছে। টেবিলে অফার এবং আরও বিশিষ্ট খেলার সময়ের জন্য একটি ইচ্ছা নিয়ে, তরুণ স্ট্রাইকারের পরবর্তী পদক্ষেপ ভক্ত এবং ক্লাবগুলো সমান নিবিড়ভাবে অনুসরণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

চমকে দিলেন ফারিণ

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

কনার রহস্যজনক পোস্ট

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

আইজিপিকে সরাতে সরকারকে লিগ্যাল নোটিশ

১০

‘আলোচিত’ ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবি

১১

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

১২

চ্যাম্পিয়ন একাডেমি, ছেলেকে পড়াতে পারেন আবাসিক স্কুলে

১৩

জোবাইদা রহমান দেশে আসছেন শুক্রবার

১৪

কুকুরছানা হত্যায় গ্রেপ্তার নারীর সঙ্গে কারাগারে ২ বছরের শিশু

১৫

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ : ডিএমপি

১৬

ক্ষোভ প্রকাশ করলেন রবি শঙ্কর কন্যা

১৭

মামদানিকে পাত্তা না দিয়ে নিউইয়র্ক যাবেন নেতানিয়াহু

১৮

মাইকিং করে ডেকে পরীক্ষা নেওয়া হলো শিক্ষার্থীদের

১৯

বিএনপির আরও ৩৬ প্রার্থীর কে কোন আসনে

২০
X