স্প্যানিশ গণমাধ্যম লা ভ্যানগার্দিয়ার দাবি ছুরিকাহত হয়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা ফুটবলার লামিনে ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি।
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয় কাতালুনিয়ার মাতারো অঞ্চলে পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছিলেন নাসরাউয়ি। গাড়ি পার্ক করার জায়গায় আসলে সেখানে আগে থেকে থাকা কিছু লোকের সঙ্গে কথা-কাটাকাটি হয় তার।
অফিশিয়ালদের সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি আরও জানায় এরপর লোকগুলো ফিরে এসে তাকে আক্রমণ করে। এ সময় তাকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। মারাত্মক আহত হলেও বর্তমানে মৌনিরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানায় গণমাধ্যমটি।
কাতালান আঞ্চলিক পুলিশ তদন্তের দায়িত্ব পেলেও এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এমনকি বার্তা সংস্থা এএফপি তাদের কাছে তথ্য চাইলে সেই বিষয়ে কিছুিই বলে কাতালান পুলিশ।
যদিও লা ভ্যানগার্দিয়া জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাত্র ১৫ বছর বয়সে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় অভিষেক হয় অভিষেক লামিনে ইয়ামালের। প্রতিভার ঝলক দেখিয়ে দ্রুতই বনে যান তারকা। ২০২৪ সালে স্পেনের ইউরো জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি।
মন্তব্য করুন