বর্তমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বিদেশি ফুটবলারদের আনাগোনা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অথচ নব্বইয়ের দশকে কলকাতার ফুটবল লিগে মাতিয়েছেন বাংলাদেশের অনেক ফুটবলার। কলকাতার বিখ্যাত ইস্ট বেঙ্গলে খেলার সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক প্রয়াত মোনেম মুন্না।
আগামী ১ আগস্ট কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গলের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ক্লাবটি তাদের বিশেষ দিনে স্মরণ করেছে তাদের কিংবদন্তি ফুটবলারদের। সেই সঙ্গে বাংলাদেশের ৪ সাবেক ফুটবলার ও একজন সংগঠককে সম্মাননা জানাবে ভারতীয় ক্লাবটি।
ইস্ট বেঙ্গলের অনুষ্ঠানে যোগ দিতে রোববার বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক ফুটবলার শেখ আসলাম। আগামীকাল দুপুরে আরেক সাবেক ফুটবলার গোলাম গাউস, মোনেম মুন্নার স্ত্রী, সন্তান, ক্রীড়া সংগঠক হারুন এবং তার স্ত্রী ইস্ট বেঙ্গলের অনুষ্ঠানে যোগ দেবেন।
নব্বইয়ের দশকে ভারতীয় ক্লাবটির হয়ে মাঠ মাতিয়েছিলেন মোনেম মুন্না, রিজভী করিম রুমি, আসলাম চৌধুরী ও গোলাম গাউস। এই চারজনের মধ্যে মোনেম মুন্না ২০০৫ সালে মারা যান। আরেক ফুটবলার রিজভী করিম রুমি কানাডায় থাকেন। কানাডা অবস্থান করায় অনুষ্ঠানে অংশ নেবেন না সাবেক এই ফুটবলার৷
বাংলাদেশের ঢাকা আবাহনী লিমিটেডের সঙ্গে ভারতের ইস্ট বেঙ্গল ক্লাবের দারুণ সম্পর্ক রয়েছে। ফলে আবাহনীতে খেলা এই চার ফুটবলারকে সহজেই দলে ভিড়িয়েছিল ইস্ট বেঙ্গল। তাই আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদকেও সম্মাননা প্রদান করবে ক্লাবটি। বাংলাদেশি শিল্পী মেহরিনও ইস্ট বেঙ্গল থেকে এই সম্মাননা পাচ্ছেন।
মন্তব্য করুন