ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিরোপা লড়াইয়ে নেপালকে হারাতে চায় বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল বুধবার (২৮ আগস্ট) স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ললিতপুরের আনফা কমপ্লেক্সে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

ফাইনালে উঠে আসার পথে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। সেমিফাইনালে ভারতকে হারানোয় সে ফাইনালের আগে অবশ্য উজ্জীবিত মারুফুল হকের দল। প্রতিপক্ষকে সমীহ করলেও শিরোপা জয়ের লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ এ কোচ।

ম্যাচের আগে বাংলাদেশ কোচ মারুফুল হক বলেছেন, ‘প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সঠিক পথেই আছি বলে আমি করি। কঠিন কিছু অর্জনের যে পথ, সেখানে অনেক উত্থান-পতন থাকে। আমার মনে হচ্ছে, আমরা সে উত্থান-পতন পার হয়ে এসেছি।’ প্রতিপক্ষ দল সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘নেপালের প্রতি আমার সমীহ রয়েছে। তাদের স্কোয়াডটা ভালো। দলের সদস্যরা এখানে খেলেই বড় হয়েছে। দলটির উইঙ্গাররা অনেক গতিসম্পন্ন।’

নেপাল যাওয়ার পর থেকে ম্যাচ খেলার ধকল কাটিয়ে ওঠা নিয়ে জটিলতা পোহাচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের ধকল কাটিয়ে ফাইনালের আগে খেলোয়াড়দের সতেজ করাটা বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে মারুফুল হক অবশ্য আশাবাদী। ভারতের বিপক্ষে ম্যাচের ৬৯ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছেড়ে যাওয়া গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণকে ছাড়াই ফাইনাল খেলতে হবে। সেমিফাইনালের যোগ করা সময়ে লালকার্ড দেখা কামাচাই মারমা আকাইকেও পাচ্ছে না বাংলাদেশ।

সেমিফাইনালে মেহেদী হাসান শ্রাবণের চোট নিয়ে মাঠ ছেড়ে যাওয়াটা অবশ্য ‘শাপে বর’ হয়েছে। কারণ টাইব্রেকারে দুটি স্পট-কিক ঠেকিয়ে বাংলাদেশকে জয় এনে দিয়েছেন বদলি হিসেবে নামা গোলকিপার মোহাম্মদ আসিফ। ফাইনালেও এ গোলকিপার থাকছেন পাদপ্রদীপের আলোয়। এ সম্পর্কে অধিনায়ক আশরাফুল হক আসিফ বলেন, ‘আমাদের নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিগ্রস্ত, মো. আসিফ এসে দলের দায়িত্ব নিয়েছেন। নেপাল স্বাগতিক, তাদের আলাদা সুবিধা থাকবে। আমরা নিজেদের সেরাটা দেখাতে চাই। ভারতের বিপক্ষে জয়ের পর দলের সবাই উজ্জীবিত।’

চোটগ্রস্ত মেহেদী হাসান শ্রাবণকে মাঠ থেকে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে টিম হোটেলে ফিরেছেন বসুন্ধরা কিংসের এ গোলকিপার। তার একটা অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন কোচ মারুফুল হক। দেশে ফেরার পরই সেটা করা হবে বলে নিশ্চিত করেছেন এ কোচ।

এ সম্পর্কে মারুফুল হক বলেন, ‘আমাদের প্রধান গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ইনজুরিগ্রস্ত হয়ে হাসপাতালে গিয়েছিল। সেখান থেকে টিম হোটেলে ফিরেছে এ গোলরক্ষক। তার একটা অপারেশনের প্রয়োজন। সেটা দেশে গিয়েই করাতে চাই। তার ক্লাবের সঙ্গে কথা বলে এটা করা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিষয়টি দেখভাল করবে।’

ইনজুরির কারণে মেহেদী হাসান শ্রাবণ এবং কার্ডজনিত কারণে কামাচাই মারমা আকাই না থাকলেও সমস্যা হবে না বলেই মনে করছেন বাংলাদেশ অধিনায়ক আশরাফুল হক আসিফ। তিনি বলেন, ‘বদলি হিসেবে নেমে মো. আসিফ প্রমাণ করেছে, সে গোলরক্ষকের জায়গাটা নেওয়ার জন্য প্রস্তুত। আমাদের একটা সাসপেনশন আছে, আকাই। আশা করছি, তার শূন্যতা পূরণের জন্য অন্যরা প্রস্তুত।’

‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলের জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। নেপালের কাছে ২-১ ব্যবধানে হারায় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হতে হয়েছিল লাল-সবুজদের। নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতার পর টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে মারুফুল হকের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১০

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১১

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১২

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

১৩

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১৫

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১৬

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১৭

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৮

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

২০
X