শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুনত্ব

ফুটবল ও ক্রিকেটে বড় সাফল্য এসেছে আগস্ট মাসে। ছবি : সংগৃহীত
ফুটবল ও ক্রিকেটে বড় সাফল্য এসেছে আগস্ট মাসে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন হলো। দেশের ক্রিকেট এবং ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আলাদা অভিনন্দন প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করেছে। এই অভিনন্দন প্রস্তাবের গেজেট প্রকাশের মাধ্যমে সরকারের তরফ থেকে দল ও ক্রীড়াবিদদের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি ও উৎসাহ প্রকাশ করার ইতিহাস সৃষ্টি হলো।

অভিনন্দন পাওয়া এই দুটি দল হলো, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন যুব ফুটবল দল। উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট দল সম্প্রতি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে এক অভূতপূর্ব জয়লাভ করে। এ জয়ের মাধ্যমে তারা ইতিহাসের অংশ হয়ে ওঠে।

অন্যদিকে, বাংলাদেশের যুব ফুটবল দল গত ২৮ আগস্ট নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনে।

অভিনন্দন প্রস্তাবের এই গেজেট প্রকাশের বিষয়টি উঠে আসে গত ২৯ আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায়। সেখানে দল দুটির এই অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। পরে, গত রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এই অভিনন্দনকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়, যা দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

উল্লেখ্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটি প্রথম এবং এরকম কোন নজির আর নেই।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশকে নতুনভাবে গঠনের পরিকল্পনা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। ক্রীড়া দলকে গেজেটের মাধ্যমে অভিনন্দন জানানো সেই গুরুত্বেরই প্রতিফলন। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের ক্রীড়া উন্নয়নে ভবিষ্যৎ নীতিমালা তৈরিতে একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

এই গেজেট প্রকাশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্রীড়াবিদদের মানসিকভাবে উজ্জীবিত করার পাশাপাশি তাদের সাফল্যকে মূল্যায়নের বার্তাও দিয়েছে। এর মাধ্যমে ক্রীড়াবিদদের প্রতি জাতির সম্মান ও শ্রদ্ধার প্রতিফলন ঘটেছে, যা ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডয়চে ভেলের সংবাদ নিয়ে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের প্রতিবাদ

‘গণঅভ্যুত্থানে শ্রমজীবী মানূষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপি কাজ করবে’

বিএনপিই একমাত্র শ্রমজীবী বান্ধব দল : রোকনুজ্জামান তালুকদার

বিশিষ্টজনের মত / পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ

মে দিবসে ছাগল উপহার পেল শতাধিক পরিবার

টাঙ্গাইলের জামুর্কীর সন্দেশ পেল জিআই স্বীকৃতি

বরিশালের আমড়া পেল জিআই স্বীকৃতি

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

১০

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

১১

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

১২

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

১৩

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

১৪

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

১৫

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

১৬

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১৭

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১৮

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১৯

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

২০
X