স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০৮:৫৯ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কড়া শাস্তি পেলেন উরুগুয়ের ফুটবলাররা

সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ান উরুগুয়ের ফুটবলাররা। পুরোনো ছবি
সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ান উরুগুয়ের ফুটবলাররা। পুরোনো ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকা কাপের দ্বিতীয় সেমিফাইনালে খেলে উরুগুয়ে। কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরের শেষ চারের লড়াই থেকে। পরে গ্যালারিতে দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়েছে পড়েন একাধিক ফুটবলার।

ন্যক্কারজনক সেই ঘটনায় কড়া শাস্তি পেলেন উরুগুয়ের ফুটবলাররা। বর্তমান সময়ে দলটির অন্যতম সেরা তারকা ডারউইন নুনেজকে সর্বোচ্চ ৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, পেরু ও ইকুয়েডরের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

ম্যাচ শেষ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় গ্যালারিতে উঠে আগ্রাসী ভঙ্গিতে মারামারিতে জড়িয়ে পড়েছেন লিভারপুলের এই উরুগুইয়ান তারকা। ২৫ বছর বয়সী এই তারকাকে সর্বোচ্চ পাঁচ ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি ২০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

এ ছাড়া মিডফিল্ডার রদ্রিগো বেন্তাকুরকে চার ম্যাচ আর ডিফেন্ডার মাথিয়াস ওলিভেরা, রোনাল্দ আরাউহো এবং জোসে মারিয়া গিমেনেজ তিন ম্যাচ করা হয়েছে। ফলে অংশ নিতে পারবেন না উল্লেখ করা আন্তর্জাতিক ম্যাচে।

এ পাঁচ ফুটবলারকে নিষেধাজ্ঞার পাশাপাশি সর্বমোট ১১ জনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ২০ হাজার জরিমানাসহ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে মার্সেলো গার্সিয়াকে আগামী ৬ মাস আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে উরুগুয়ের ফুটবলারদের শাস্তির বিষয়টি নিশ্চিত করে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের গভর্নিং বডি। যদি আগামী ৭ দিনের মধ্যে এ শাস্তির বিরুদ্ধে আপিলের সুযোগ পাবেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

এ ধরনের শাস্তি দলটির জন্য নিশ্চিতভাবে বড় ধাক্কা। কয়েকদিন পরে ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামতে হবে লাতিন দলগুলোকে। আপিলে শাস্তির পরিমাণ না কমলে তারকা ফুটবলারদের ছাড়াই খেলতে হবে উরুগুয়েকে।

উল্লেখ, ১১ জুলাই সকালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হয় কলম্বিয়া-উরুগুয়ের দ্বিতীয় সেমিফাইনাল। তবে শেষটা হয় হিংসাত্মকভাবে। কলম্বিয়ার কাছে হেরে ফাইনালে উঠতে না পেরে আক্রমণাত্মক হয়ে উঠেন উরুগুয়ের ফুটবলাররা।

প্রথমে মাঠে কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে হাতাহাতিতে জড়ান তারা। এরপর ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের উপর হামলা চালান। তাদের ঘুষি মারার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

সে সময়ই কড়া বার্তা দেয় লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। তবে ফুটবলারদের পক্ষে সাফাই গেয়েছিলেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইগনাসিও আলোনসো। তিনি বলেছিলেন পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমনটা করেছেন ফুটবলাররা।

এতে শেষ রক্ষা হলো না উরুগুয়ের ফুটবলারদের। স্টেডিয়ামে মারামারিতে জড়িয়ে কড়া শাস্তি পেলেন তারা।

Nuñez has also been fined $20,000 and is now set to miss his country's 2026 World Cup qualifiers against Paraguay, Venezuela, Peru and Ecuador. pic.twitter.com/CgfwwnqW8j — ESPN FC (@ESPNFC) August 28, 2024

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে : সারজিস 

ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে লাখো মানুষের বিক্ষোভ

রাজধানীতে আজ কোথায় কী

ঘুম থেকে ওঠার পরই কি সারা শরীরে ব্যথা হয়, ভয়াবহ রোগের লক্ষণ নয় তো?

আকিজ গ্রুপে চাকরি, পাবেন গ্র্যাচুইটিও

ট্রাফিক জরিমানার নামে ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা, ডিএমপির সতর্কতা

আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন নদীপাড়ের মানুষ

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

১১

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১২

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

১৩

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

১৪

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

১৫

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

১৬

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

১৭

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১৮

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১৯

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

২০
X