শেষ ছয় ম্যাচে গোল শব্দটার সঙ্গে যেন শত্রুতা তৈরি হয়েছিল আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলের মালিক ক্রিস্টিয়ানো রোনালদোর। তার এমন গোলখরার মাঝে ক্লাব হিসেবে আল-নাসরের সময়ও ভালো যাচ্ছিল না। প্রাক-মৌসুমে নিজেদের কোনো ম্যাচই জিততে পারেনি দলটি। তবে স্বস্তির বিষয়, বড় গোলখরা কাটিয়ে অবশেষে জালের মুখ দেখেছেন পর্তুগিজ তারকা, দলকেও জিতিয়েছেন। সেই সঙ্গে গোলের মাধ্যমে জন্ম দিয়েছেন নতুন রেকর্ড।
هدف الاسطوره كريستيانو رونالدو pic.twitter.com/pmOJJBcxee
— SKY MEDIA (@SkyNfc_2) July 31, 2023আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব ইউএস মোনাস্তিরের বিপক্ষে আল নাসরের ৪-১ গোলে জেতা ম্যাচে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি গোলটি করেছেন হেডে। আর এর মধ্যে দিয়ে ফুটবল ইতিহাসে হেডে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটা রোনালদোর হয়ে গেছে।
প্রতিযোগিতামূলক ও প্রীতি ম্যাচ মিলিয়ে সর্বশেষ ৬টি ম্যাচে ১টিতে জিতেছে আল-নাসর। মৌসুমের প্রথম ম্যাচেও জয়বঞ্চিত ছিল তারকাঠাসা দলটি। এমন পরিস্থিতিতে কিছুটা চাপের মুখেই মাঠে নেমেছিল সৌদি ক্লাবটি।
তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলের জয়ও সহজে আসে নি। ম্যাচের ৪২ মিনিটে টালিস্কার গোলে আল নাসর এগিয়ে গেলেও ৬৬ মিনিটেই গোল খেয়ে বসে সিআরসেভেনের দল।
তবে ৬ মিনিট পরেই দলের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো। ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান সিআরসেভেন। এই গোল করেই ইতিহাসের অংশ হলেন তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি।
হেড থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারকে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে বায়ার্নের এই তারকা করেছিলেন ১৪৪ গোল।
মন্তব্য করুন