নেইমার জুনিয়রকে নিয়ে বিরাট এক বোমা ফাটালেন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার সোফিয়া বার্কলে। ব্রাজিলিয়ান টিভি শো ‘চুপিম’-এ হাজির হয়ে করোনার সময়ে নেইমারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনেন এই ব্রাজিলিয়ান নারী মডেল। খবর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।
বার্কলে বলেন, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ফুটবলার কোভিড মহামারির সময়ে নিজের বাড়িতে একটি সিক্রেট পার্টি আয়োজন করেন। পার্টি চলাকালীন তিনি ব্রাজিলিয়ান একজন বিখ্যাত ব্যক্তি ব্রাজিলিয়ান সার্ফার ও ধর্মগুরুর পেড্রো স্কুবির সঙ্গে সমকামিতায় লিপ্ত হয়েছিলেন।
তিনি আরও বলেন, ‘তারা দুজনেই একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। তারপর আমি এবং অন্য একটি মেয়ে তাদের মাঝখানে চলে এসেছিলাম। তারপর সকলেই একে অপরকে সীমাহীন চুমুতে ভরিয়ে দেয়।’
নেইমার সমকামিতাকাণ্ড ফাঁস প্রতিরোধ করার জন্য তার বাড়িতে অংশগ্রহণকারী সবার মোবাইল ফোন একটি আলাদা ঘরে রাখতে বাধ্য করেছিল। এ কাজে তার বিশ্বস্ত লোকেরা পাহারা দেয়। তাছাড়া বাধ্য হয়ে তাদের একটি গোপনীয় চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল উপস্থিত সবার। তবে সোফিয়া বার্কলে চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। পরে সেই গোপন পার্টির ঘটনা সম্পর্কে সত্য প্রকাশ করেন ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার।
সাম্প্রতিক বছরগুলোতে ফুটবলের বাইরে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়ানোর প্রবণতা দেখা গেছে ব্রাজিলিয়ান তারকার। এবার সমকামিতার অভিযোগ প্রকাশের পর আবারও স্পটলাইটে আছেন পিএসজি তারকা নেইমার।
বর্তমান প্রাক-মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে জাপানে অনুষ্ঠিত পিএসজির প্রীতি ম্যাচ খেলতে ব্যস্ত আছেন নেইমার। তবে সোফিয়া বার্কলের বক্তব্যের পর মাঠের বাইরে কেলেঙ্কারি মোকাবিলা করতে হবে ব্রাজিলিয়ান ফুটবল এ তারকাকে।
মন্তব্য করুন