স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো ফুটবল খেলতে পারেন না, দাবি রিয়ালের সাবেক ফুটবলারের

অ্যান্তোনিও ক্যাসানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি: সংগৃহীত
অ্যান্তোনিও ক্যাসানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি: সংগৃহীত

ফুটবলের সেরা কিছু খেলোয়াড়ের তালিকা করা হলে উপরের দিকেই থাকবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির পর তাকেই মানা হয় বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে। তবে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা নাকি ফুটবল খেলতেই জানে না। এমনটাই দাবি তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আন্তোনিও ক্যাসানো।

ইতালি ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আন্তোনিও ক্যাসানো ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন এসি মিলান ও ইন্টার মিলানে খেলা এই ফুটবলার রোনালদোকে অন্য সব বিখ্যাত স্ট্রাইকারদের চেয়ে কম প্রতিভাবান বলে উল্লেখ করেছেন এবং তার ক্যারিয়ারকে তুচ্ছ করেছেন।

৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড গড়ছেন এবং এখনো আল নাসরের দলে সক্রিয় রয়েছেন। তবে আন্তোনিও ক্যাসানো বরাবরই রোনালদোর প্রধান সমালোচকদের একজন। ক্যাসানো সরাসরি বলে দিয়েছেন, রোনালদো ফুটবল খেলতে জানেন না।

অনেকের কাছে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হলেও, ক্যাসানো তার প্রায় ৯০০ গোলকেও বিশেষ গুরুত্ব দেননি। তিনি দাবি করেছেন, রোনালদো ফুটবল খেলার মর্মটাই বোঝেন না।

‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলতে জানেন না। তিনি ৩,০০০ গোলও করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। ফুটবল খেলতে পারার ক্ষেত্রে হিগুয়েইন, লেওয়ানডোভস্কি, বেনজেমা, আগুয়েরো, ইব্রাহিমোভিচ এবং সুয়ারেজ জানে কিভাবে খেলতে হয়,’ বলেন ক্যাসানো ‘ভিভা এল ফুটবল’ অনুষ্ঠানে নিকোলা ভেন্টোলা এবং লেলে আদানির সঙ্গে কথোপকথনে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করার প্রতিভাকে তুচ্ছ করে ক্যাসানো তাকে একজন ব্যক্তিগত খেলোয়াড় এবং অসম্পূর্ণ স্ট্রাইকার হিসেবে অভিহিত করেন। তার মতে, রোনালদোর একমাত্র লক্ষ্য হলো গোল করা।

‘যারা দলের জন্য খেলে, তারা হলো হিগুয়েইন, আগুয়েরো, লেওয়ানডোভস্কি, বেনজেমা, ইব্রাহিমোভিচ এবং লুইস সুয়ারেজ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর লক্ষ্য কী? শুধু গোল, গোল, গোল,’ ক্যাসানো যোগ করেন।

ক্যাসানোর মতে, রোনালদো কখনোই দলের একজন হিসেবে খেলা শেখেননি বা আক্রমণে তার পাশে সহযোগী খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারেননি। এ কারণেই তিনি হিগুয়েইন, আগুয়েরো বা বেনজেমাদের চেয়ে পিছিয়ে আছেন।

‘রিয়ালে শেষ তিন-চার বছর রোনালদো মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি আসলে সবসময় বাঁ দিকের উইঙ্গার ছিলেন। আপনি কি তাকে ওই স্ট্রাইকারদের সঙ্গে তুলনা করতে চান? আমি যাদের নাম বলেছি, তারা সবাই দলগতভাবে খেলতে জানে,’ বলেন ক্যাসানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ৩ দেশকে পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নীলফামারীতে আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

১০

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

১১

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

১২

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

১৩

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

১৪

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

১৫

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

১৬

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

১৭

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

১৮

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

১৯

১২৩ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

২০
X