স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো ফুটবল খেলতে পারেন না, দাবি রিয়ালের সাবেক ফুটবলারের

অ্যান্তোনিও ক্যাসানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি: সংগৃহীত
অ্যান্তোনিও ক্যাসানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি: সংগৃহীত

ফুটবলের সেরা কিছু খেলোয়াড়ের তালিকা করা হলে উপরের দিকেই থাকবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির পর তাকেই মানা হয় বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে। তবে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা নাকি ফুটবল খেলতেই জানে না। এমনটাই দাবি তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আন্তোনিও ক্যাসানো।

ইতালি ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আন্তোনিও ক্যাসানো ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন এসি মিলান ও ইন্টার মিলানে খেলা এই ফুটবলার রোনালদোকে অন্য সব বিখ্যাত স্ট্রাইকারদের চেয়ে কম প্রতিভাবান বলে উল্লেখ করেছেন এবং তার ক্যারিয়ারকে তুচ্ছ করেছেন।

৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড গড়ছেন এবং এখনো আল নাসরের দলে সক্রিয় রয়েছেন। তবে আন্তোনিও ক্যাসানো বরাবরই রোনালদোর প্রধান সমালোচকদের একজন। ক্যাসানো সরাসরি বলে দিয়েছেন, রোনালদো ফুটবল খেলতে জানেন না।

অনেকের কাছে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হলেও, ক্যাসানো তার প্রায় ৯০০ গোলকেও বিশেষ গুরুত্ব দেননি। তিনি দাবি করেছেন, রোনালদো ফুটবল খেলার মর্মটাই বোঝেন না।

‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলতে জানেন না। তিনি ৩,০০০ গোলও করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। ফুটবল খেলতে পারার ক্ষেত্রে হিগুয়েইন, লেওয়ানডোভস্কি, বেনজেমা, আগুয়েরো, ইব্রাহিমোভিচ এবং সুয়ারেজ জানে কিভাবে খেলতে হয়,’ বলেন ক্যাসানো ‘ভিভা এল ফুটবল’ অনুষ্ঠানে নিকোলা ভেন্টোলা এবং লেলে আদানির সঙ্গে কথোপকথনে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করার প্রতিভাকে তুচ্ছ করে ক্যাসানো তাকে একজন ব্যক্তিগত খেলোয়াড় এবং অসম্পূর্ণ স্ট্রাইকার হিসেবে অভিহিত করেন। তার মতে, রোনালদোর একমাত্র লক্ষ্য হলো গোল করা।

‘যারা দলের জন্য খেলে, তারা হলো হিগুয়েইন, আগুয়েরো, লেওয়ানডোভস্কি, বেনজেমা, ইব্রাহিমোভিচ এবং লুইস সুয়ারেজ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর লক্ষ্য কী? শুধু গোল, গোল, গোল,’ ক্যাসানো যোগ করেন।

ক্যাসানোর মতে, রোনালদো কখনোই দলের একজন হিসেবে খেলা শেখেননি বা আক্রমণে তার পাশে সহযোগী খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারেননি। এ কারণেই তিনি হিগুয়েইন, আগুয়েরো বা বেনজেমাদের চেয়ে পিছিয়ে আছেন।

‘রিয়ালে শেষ তিন-চার বছর রোনালদো মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি আসলে সবসময় বাঁ দিকের উইঙ্গার ছিলেন। আপনি কি তাকে ওই স্ট্রাইকারদের সঙ্গে তুলনা করতে চান? আমি যাদের নাম বলেছি, তারা সবাই দলগতভাবে খেলতে জানে,’ বলেন ক্যাসানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মুশফিক-লিটনের শতকে ৪৭৬ রানে থামল বাংলাদেশ

ওয়াইফাই পাসওয়ার্ড কি ভুলে গেছেন, দেখে নিন সমাধান

১০

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

১১

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

১২

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইবোনের

১৩

আমার খুব কান্না আসছে : মিথিলা

১৪

জমকালো আয়োজনে ‘যমুনা এসি বিজনেস সামিট ২০২৫’ অনুষ্ঠিত

১৫

পেটব্যথা? হতে পারে এই ৬ রোগ

১৬

রাজসাক্ষী আবজালুলের জেরা ঘিরে ট্রাইব্যুনালে হট্টগোল 

১৭

‘অভিশপ্ত নীলকুঠি’ এখন অবহেলায় জরাজীর্ণ

১৮

সৌদির অনুরোধে সুদান যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ

১৯

অ্যাশেজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

২০
X