বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদো ফুটবল খেলতে পারেন না, দাবি রিয়ালের সাবেক ফুটবলারের

অ্যান্তোনিও ক্যাসানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি: সংগৃহীত
অ্যান্তোনিও ক্যাসানো ও ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি: সংগৃহীত

ফুটবলের সেরা কিছু খেলোয়াড়ের তালিকা করা হলে উপরের দিকেই থাকবে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির পর তাকেই মানা হয় বর্তমান সময়ের সেরা ফুটবলার হিসেবে। তবে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা নাকি ফুটবল খেলতেই জানে না। এমনটাই দাবি তুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আন্তোনিও ক্যাসানো।

ইতালি ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার আন্তোনিও ক্যাসানো ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন এসি মিলান ও ইন্টার মিলানে খেলা এই ফুটবলার রোনালদোকে অন্য সব বিখ্যাত স্ট্রাইকারদের চেয়ে কম প্রতিভাবান বলে উল্লেখ করেছেন এবং তার ক্যারিয়ারকে তুচ্ছ করেছেন।

৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড গড়ছেন এবং এখনো আল নাসরের দলে সক্রিয় রয়েছেন। তবে আন্তোনিও ক্যাসানো বরাবরই রোনালদোর প্রধান সমালোচকদের একজন। ক্যাসানো সরাসরি বলে দিয়েছেন, রোনালদো ফুটবল খেলতে জানেন না।

অনেকের কাছে রোনালদোকে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হলেও, ক্যাসানো তার প্রায় ৯০০ গোলকেও বিশেষ গুরুত্ব দেননি। তিনি দাবি করেছেন, রোনালদো ফুটবল খেলার মর্মটাই বোঝেন না।

‘ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলতে জানেন না। তিনি ৩,০০০ গোলও করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। ফুটবল খেলতে পারার ক্ষেত্রে হিগুয়েইন, লেওয়ানডোভস্কি, বেনজেমা, আগুয়েরো, ইব্রাহিমোভিচ এবং সুয়ারেজ জানে কিভাবে খেলতে হয়,’ বলেন ক্যাসানো ‘ভিভা এল ফুটবল’ অনুষ্ঠানে নিকোলা ভেন্টোলা এবং লেলে আদানির সঙ্গে কথোপকথনে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল করার প্রতিভাকে তুচ্ছ করে ক্যাসানো তাকে একজন ব্যক্তিগত খেলোয়াড় এবং অসম্পূর্ণ স্ট্রাইকার হিসেবে অভিহিত করেন। তার মতে, রোনালদোর একমাত্র লক্ষ্য হলো গোল করা।

‘যারা দলের জন্য খেলে, তারা হলো হিগুয়েইন, আগুয়েরো, লেওয়ানডোভস্কি, বেনজেমা, ইব্রাহিমোভিচ এবং লুইস সুয়ারেজ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর লক্ষ্য কী? শুধু গোল, গোল, গোল,’ ক্যাসানো যোগ করেন।

ক্যাসানোর মতে, রোনালদো কখনোই দলের একজন হিসেবে খেলা শেখেননি বা আক্রমণে তার পাশে সহযোগী খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে পারেননি। এ কারণেই তিনি হিগুয়েইন, আগুয়েরো বা বেনজেমাদের চেয়ে পিছিয়ে আছেন।

‘রিয়ালে শেষ তিন-চার বছর রোনালদো মূলত সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেছেন। তিনি আসলে সবসময় বাঁ দিকের উইঙ্গার ছিলেন। আপনি কি তাকে ওই স্ট্রাইকারদের সঙ্গে তুলনা করতে চান? আমি যাদের নাম বলেছি, তারা সবাই দলগতভাবে খেলতে জানে,’ বলেন ক্যাসানো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১০

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১১

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৩

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

কে এই তামিম রহমান?

১৫

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৬

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৭

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৮

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৯

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

২০
X