স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১২:৫৪ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বার্য়ানের ওপর খেপেছেন মানের এজেন্ট

সাদিও মানে । ছবি : সংগৃহীত
সাদিও মানে । ছবি : সংগৃহীত

ইংলিশ জায়ান্ট লিভারপুলের হয়ে ৬ মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জিতে জার্মানিতে পাড়ি জমান সেনেগালিজ সাদিও মানে। তিন বছরের চুক্তিতে বাভারিয়ান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে প্রথম বছরেই বুন্দেসলিগা ও সুপার কাপের শিরোপাও জেতেন সেনেগালিজ এই স্ট্রাইকার। তবে চোট ও বাজে ফর্মের কারণে এক বছরের মাথায় তাকে জার্মানি ত্যাগ করে পাড়ি জমাতে হয়েছে সৌদি আরবে। ৩১ বছর বয়সি এই তারকা এবার নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরে। এরই মধ্যে অভিষেকও হয়েছে মানের।

তবে বায়ার্নের প্রতি মানের যে অসন্তোষ রয়ে গেছে, তা প্রকাশ পেল সাদিও মানের এজেন্ট বাকারি সিজের কথায়। তার দাবি আফ্রিকান হিসেবে অন্যায় আচরণ করা হয়েছে মানের সঙ্গে বায়ার্নে।

বাকারি সিজের দাবি, সৌদি লিগের কাঁড়িকাঁড়ি অর্থের মোহে সৌদি আরবে যাননি মানে। বরং বায়ার্ন মিউনিখই তাকে বের করে দিতে চেয়েছে। টেলিভিশন অনুষ্ঠান ‘আফটার ফুট আরএমসি’তে অংশ নিয়ে সিজে বলেন, ‘(বায়ার্ন) ফুটবলীয় কারণে বিক্রি করেনি। মানে যে বেতন পেত, সেটা মানতে পারছিল না জার্মানরা। ওরা বুঝতে পারছিল না, একজন আফ্রিকান কীভাবে এই দলে এল, আর সবার চেয়ে বেশি বেতন পাচ্ছে। যে কারণে ওরা মানেকে ত্যাগ করতে চাইছিল।’

ইউরোপের ফুটবলে তার এখনও অনেক দেওয়ার ছিল বলেও দাবি মানের এই এজেন্টের। বায়ার্নের জার্সিতে তার অনেক কিছু প্রমাণের সুযোগ প্রাপ্য ছিল বলেও মত সিজের। দুইবারের আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় মানের সঙ্গে বায়ার্নের আচরণ পেশাদার ছিল না বলে দাবি সিজের। তার মতে, অকৃতজ্ঞের আচরণ করেছে জার্মান ক্লাবটি, ‘তারা কখনোই সাদিওকে সামনাসামনি ডেকে বলেনি যে তোমাকে আমরা আর চাই না। তারা শুধু টুখেলকে পাঠিয়েছে। টুখেল বলেছেন, “তোমার উইংয়ে তৃতীয় পছন্দ হয়ে থাকতে হবে।” সাদিওর তো জার্মানদের কাছে প্রমাণের কিছু নেই। সে আজ যেখানে দাঁড়িয়ে আছে, সেটা তো বায়ার্নের কারণে নয়, লিভারপুলের কারণে। বায়ার্ন কৃতজ্ঞ ছিল না। একজন আফ্রিকানকে সব টাকা দিয়ে দিতে হচ্ছে, এটা ওদের পোড়াত।’

অবশ্য মানেকে বিক্রি করার পেছনে তার ফর্মই মূল কারণ দাবি করেছে বায়ার্ন। বায়ার্ন কোচ টমাস টুখেল একাধিকবার ‘মানেকে আরও চ্যালেঞ্জ নিতে হবে’ বলে মন্তব্য করেন। অবশ্য মানের ফর্মও ভালো যাচ্ছিল না, বায়ার্নে এক বছরে ৩৮ ম্যাচ খেলে মাত্র ১২ গোল করতে পারেন তিনি। চোটের কারণে তিন মাস মাঠের বাইরে থাকার সঙ্গে যোগ হয় গত এপ্রিলে সতীর্থ লেরয় সানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার মতো আচরণসম্পর্কিত বিষয়ও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুপ্তচরবৃত্তি ঠেকাতে নজিরবিহীন আইন করল রাশিয়া

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দিলে গলার কাঁটা হয়ে দাঁড়াবে : ১২ দলীয় জোট

যুবদল নেতা কিবরিয়াকে কারা হত্যা করেছে, জানাল র‌্যাব

আদালতে পিবিআইর চার্জশিট, আত্মহত্যা করেছিলেন দুদকের পিপি নওরোজ

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ফোবানা বৃত্তি পেলেন নূর নবীসহ জবির পাঁচ শিক্ষার্থী

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

পুত্রসন্তানকে প্রকাশ্যে আনলেন পরিণীতি-রাঘব

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

১০

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

১২

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

১৩

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

১৪

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

১৬

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৭

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

১৮

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১৯

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

২০
X