স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করায় ব্যালন ডি’অর পাননি, দাবি ভিনিসিয়ুসের

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র মনে করেন যে, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই তাকে ব্যালন ডি’অর জিততে বাধা দিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ব্যালন ডি’অরে পরাজয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই থেকে পিছপা হবেন না তিনি, এমনকি তা ব্যালন ডি’অর জয়ের পথে বাধা হয়ে দাঁড়ালেও।

ভিনিসিয়ুসের ঘনিষ্ঠ সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দ্বিতীয় স্থান পাওয়ার পর ভিনিসিয়ুস তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, ‘যদি দরকার হয়, আমি ১০ বার এটি করব। তারা প্রস্তুত নয়।’ রিয়াল মাদ্রিদ এই বছর প্যারিসে অনুষ্ঠেয় ব্যালন ডি'অর অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ আগে থেকেই তাদের ধারণা ছিল যে ভিনিসিয়ুসকে পুরস্কারটি দেওয়া হবে না।

ভিনিসিয়ুসের ম্যানেজমেন্টের মতে, তার পোস্টটি মূলত বর্ণবাদের বিরুদ্ধে তার সংগ্রামের প্রতিফলন। তাদের বিশ্বাস, ফুটবল বিশ্বের পক্ষ থেকে এই লড়াইকে পুরোপুরি গ্রহণ করা সম্ভব নয় বলেই তাকে পুরস্কার থেকে বঞ্চিত করা হয়েছে। গত বছর স্পেনের বিভিন্ন ম্যাচে ভিনিসিয়ুস বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন, যার ফলস্বরূপ দুই ব্যক্তিকে আদালতের মুখোমুখি হতে হয়েছিল।

এদিকে, রিয়াল মাদ্রিদ ক্লাব অব দ্য ইয়ার এবং তাদের কোচ কার্লো আনচেলত্তি সেরা কোচের পুরস্কার জিতেছেন। আনচেলত্তি গত মৌসুমে দলকে চ্যাম্পিয়ন্স লীগ ও লা লিগা ডাবল জয় করতে সহায়তা করেন। কিন্তু ভিনির প্রতি সমর্থন জানিয়ে মাদ্রিদের কেউই এ অনুষ্ঠানে ছিলেন না।

রিয়ালের আরেক খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা এক্সে ভিনিসিয়ুসকে উদ্দেশ করে লিখেছেন, ‘ফুটবল রাজনীতি। ভাই, তুমি পৃথিবীর সেরা খেলোয়াড়, কোনো পুরস্কার সেটা প্রমাণ করতে পারে না। ভালোবাসা রইল আমার ভাই।’

এছাড়া ব্রাজিলিয়ান মহিলা ফুটবলের কিংবদন্তি মার্তা ইনস্টাগ্রামে এক ভিডিওতে হতাশা প্রকাশ করে বলেন, ‘পুরো বছর অপেক্ষা করেছি ভিনি জুনিয়রকে সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেতে, আর এখন বলছে ব্যালন ডি’অর তার জন্য নয়?’

ভিনিসিয়ুস এবং তার ২১ বছর বয়সী সতীর্থ জুড বেলিংহাম, যারা এবারের চ্যাম্পিয়ন্স লীগ-লা লিগা ডাবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তৃতীয় স্থান অর্জন করেন ব্যালন ডি’অরের ভোটে। যেটি নিয়ে বিতর্ক এখনো চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলমারীতে রাজনৈতিক অস্থিরতা, পুলিশের টহল জোরদার

সবার প্রতি মির্জা ফখরুলের আহ্বান

‘ডিসি-এসপিরা চিপায় পড়ে’ আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন : হাসনাত

অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে মাঠে ঢুকে পড়ল কুকুর

সংস্কার কমিশনের আগে সংস্কার জরুরি : খেলাফত আন্দোলনের আমির

জুলাই শহীদদের স্মরণে ২ হাজার এতিমের জন্য খাবারের আয়োজন

জোতার শেষকৃত্যে না গিয়ে পার্টিতে, সমালোচনার মুখে লিভারপুল তারকা

সাংবাদিকদের নয়, বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি : হাসনাত

দিল্লি থেকে শেখ হাসিনার লন্ডনে যাওয়ার খবর নিয়ে যা জানা গেল

কারও উদ্যোগে ইন্টারনেট বন্ধ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা : আইসিটি সচিব

১০

কানাডা ছেড়ে চলে যাচ্ছে মানুষ, কী হলো?

১১

চোখের নিচে কালো দাগ দূর হবে ৩ সবজিতে

১২

ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করতেন তারা

১৩

হাসিনা টুপ করে ঢুকে পড়লে আম গাছে বেঁধে বিচার করবে মানুষ : আখতার

১৪

এক ইলিশ বিক্রি হলো ৮ হাজারে

১৫

ভারতীয় বংশোদ্ভূত মামদানির জয়ে মোদি-ভক্তরা ‘ক্ষুব্ধ’ কেন?

১৬

ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান প্রধান উপদেষ্টার

১৭

সবজি বাগানের আড়ালে গাঁজার চাষ

১৮

মেসিদের সামনে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ

১৯

সোমবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

২০
X