সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভিনি-রদ্রি ব্যালন ডি’অর বিতর্ক চলছেই

ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রি। ছবি : সংগৃহীত
ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রি। ছবি : সংগৃহীত

ব্যালন ডি’অর জয় নিয়ে ম্যানচেস্টার সিটির রদ্রি আর রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে তুমুল লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। ‘আলটিমেট টিম প্লেয়ার’ হিসেবে রদ্রির ইউরোপের সবচেয়ে সম্মানিত ব্যক্তিগত পুরস্কার জয়ের পর বিতর্ক ছড়িয়ে পড়ে। বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর না জিততে পারায় হতাশা প্রকাশ করেন ভিনিসিয়ুস জুনিয়র। আনুষ্ঠানিক ঘোষণার আগে তিনিই ছিলেন হট ফেভারিট। ভিনিকে সান্ত্বনা দিতে এগিয়ে এসেছিল ব্রাজিলের ক্রীড়া মন্ত্রণালয়। পুরস্কারের সমালোচনা হয়েছিল ব্রাজিলজুড়ে। সেই সমালোচনার রেশ এখনো চলছে। যাদের ভোটে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি, সেই সাংবাদিকদের ফুটবল-জ্ঞান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রাজিল কিংবদন্তি রিভালদো।

বিতর্কের মধ্যেই ফরাসি সংবাদমাধ্যম ‘এলকুইপ’ শুক্রবার ভিনি ও রদ্রির ভোটের ব্যবধান প্রকাশ করেছে। শনিবার দুই তারকার ভোটের ব্যবধান প্রিন্ট সংস্করণে ছাপিয়েছে মাসিক ফুটবল ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। যেখানে দেখা গেছে, ৪১ পয়েন্ট বেশি পেয়ে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। স্প্যানিশ তারকার মোট পয়েন্ট ১১৭০। ভিনির পয়েন্ট ১১২৯। ব্যালন ডি’অরের জন্য এবার ভোট দিয়েছেন ৯৯ জন বিচারক।

‘ফ্রান্স ফুটবল’-এর প্রকাশিত ভোটের হিসাবে রদ্রি আর ভিনির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তার ছিটেফোঁটাও ছিল না সেরা তরুণ ফুটবলার লামিনে ইয়ামালের নির্বাচনে। যে ২৩ জনের ভোটে পুরস্কারটি দেওয়া হয়েছে, তাদের মধ্যে ২২ জনই ভোট দিয়েছেন ইয়ামালকে। ভোট দেওয়াদের দলে ছিলেন লিওনেল মেসি, রুদ খুলিত, লোথার ম্যাথিউস, লুইস ফিগো, মাইকেল ওয়েন, পাভেল নেদভেদ, রোনালদিনিও, কাকা, লুকা মদরিচ ও করিম বেনজেমারা।

এদিকে রদ্রির পুরস্কার দেওয়ায় সাংবাদিকদের একহাত নিয়েছেন রিভালদো। তিনি বলেছেন, ‘রদ্রিকে আমি কিছুতেই ছোট করছি না। সে আমার খুব পছন্দের একজন খেলোয়াড়। আমার দ্বিতীয় পছন্দ ছিল সে। ভিনির ব্যালন ডি’অর বেশি প্রাপ্য হলেও পুরস্কারের মানকে আমি ছোট করতে পারি না। কারণ, আমি সত্যিই রদ্রিকে পছন্দ করি। তার স্টাইল এবং খেলার ধরন পছন্দের। তবে ভিনি এখনো তরুণ। সব পাল্টে দেওয়ার মতো বয়স তার হাতে আছে। খেলায়ও সে তুখোড়। আমার বিশ্বাস, একদিন সে ব্যালন ডি’অর জিতবে। শুধু তাই নয়, একাধিকবার সে বিশ্বসেরাও হতে পারে।’

ভিনির হাতে ব্যালন ডি’অর না যাওয়ায় শুধু ব্রাজিলিয়ানরাই নন, হতাশ হয়েছিলেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থরাও। রিভালদো অবশ্য একটা উপদেশ দিয়েছেন ভিনিকে। তিনি ব্রাজিলিয়ান তারকাকে খেলায় মনোযোগ দিতে বলেছেন, ‘ভিনিসিয়ুসকে বলব ব্যালন ডি’অরের গল্প মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নিজের খেলায় তাকে মন দিতে হবে আর রিয়ালের হয়ে ভালো খেলতে হবে। টানা দুটি হারের পর যাদের এখন খুব জয় দরকার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

খোঁজ মিলল সেই ডিজিএমের, কোথায় ছিলেন তিনি

রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা

পবিত্র আশুরা ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয় : বিএনপি নেতা

জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

১০

নৌপথে চাঁদাবাজি, যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

১১

ইউএনও’র বিদায় অনুষ্ঠান শেষে ফিরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

১২

নকল ওষুধ ও প্রসাধনী কারখানায় অভিযান, এক জনের কারাদণ্ড

১৩

বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

১৪

সুখবর পাচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক

১৫

প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

এজবাস্টনে ভারতের ঐতিহাসিক জয়

১৭

গাজীপুর মহানগর বিএনপির চার নেতা বহিষ্কার

১৮

সাইফ পাওয়ার টেকের অধ্যায় শেষ, চট্টগ্রাম বন্দরের দায়িত্বে নৌবাহিনী

১৯

এসিল্যান্ডসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

২০
X