স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কত ভোটের ব্যবধানে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি?

মাত্র ৪১ ভোটে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি। ছবি : সংগৃহীত
মাত্র ৪১ ভোটে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি ২৮ অক্টোবর প্যারিসে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে হারিয়ে ব্যালন ডি’অরের সোনালী বল নিজের করে নেন। তবে রদ্রি ভিনিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেও এতদিন কারো জানা ছিল না ঠিক কতব্যবধানে ব্যালন ডি’অর হারিয়েছেন রদ্রি। এবার অবশেষে তা সামনে এলো।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে পরাজিত করে ২০২৪ সালের বলন ডি'অর রদ্রি জেতায় ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তবে এতদিন তাদের মধ্যে ব্যবধান নিয়ে সন্দিহান ছিলো সবাই এবার এই পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে যে রদ্রি ১১৭০ পয়েন্ট সংগ্রহ করে ভিনিসিয়ুসকে মাত্র ৪১ পয়েন্টে পরাজিত করেন, যিনি ১১২৯ পয়েন্ট পেয়েছিলেন।

রদ্রির হাতে পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা ব্যালন ডি'অর অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন এবং এটিকে "খেলাধুলার ন্যায়বিচারের অপমান" হিসেবে আখ্যায়িত করেছেন। প্যারিসে ২৮ অক্টোবর অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফলাফল আগেই জানতে পেরে তারা অংশগ্রহণ করেননি। ভিনিসিয়ুসের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে ক্লাবটি এ সিদ্ধান্ত নেয়।

ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপ জানিয়েছে, ব্যালন ডি'অর পুরস্কারের জন্য প্রতিটি দেশের ৯৯ জন বিচারক শীর্ষ ১০ জন খেলোয়াড়ের তালিকা দেন। প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে ১২, তৃতীয় স্থানে ১০, এবং ক্রমানুসারে পয়েন্ট দেওয়া হয়। মোট ভোটের পয়েন্ট ছিল ৬,৬৩৩, যার মধ্যে রদ্রি ভিনিসিয়াসকে মাত্র ৪১ পয়েন্টে পিছনে ফেলেন। এর ফলে রদ্রির জয়কে অত্যন্ত ক্ষুদ্র ব্যবধানের একটি ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ফ্রান্স ফুটবলের প্রতিবেদনে কিছু চমকপ্রদ তথ্যও প্রকাশিত হয়েছে যেখানে আটলান্টা ও নাইজেরিয়ার ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান ব্যালন ডি'অর ভোটে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, লাওতারো মার্টিনেজ এবং রদ্রির সাথে সমান শীর্ষস্থানে ভোট পেয়েছেন।

রিয়াল মাদ্রিদের অন্য খেলোয়াড়দের মধ্যেও ব্যালন ডি'অর নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম ৫, দানি কারভাহাল ৪, এবং টনি ক্রুস ২ বার করে প্রথম স্থানে বিবেচিত হয়েছেন।

যদিও রদ্রি ব্যালন ডি'অর জিতেছেন, কিন্তু পাঁচজন বিচারক তাকে শীর্ষ ১০-এর তালিকায় রাখেননি এবং ভিনিসিয়ুসকেও তিনজন বিচারক তাদের তালিকায় রাখেননি। এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুরস্কারের মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ বক্সে আশ্রয় নিয়েও বাঁচতে পারলেন না যুবদল কর্মী

অনলাইন শপিং ও গেমিংয়ে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে : ক্যাসপারস্কি

বাউবির ITVET-এর প্রতিষ্ঠাতা পরিচালক হলেন ড. শামীম

সাবেক সচিব লতিফুল বারির মৃত্যু

আবারও ইনজুরিতে নেইমার

চট্টগ্রামে ইয়ুথ চ্যাম্পিয়নস অব দ্য এনভায়রনমেন্ট-২০২৫ অনুষ্ঠিত

বিয়েতে বেলুন বিস্ফোরণ, ভয়াবহ অবস্থা বর-কনের

মায়ের কুলখানি শেষে মারা গেলেন ছেলে

১ হাজার টাকার জন্য জীবন গেল শুভর

‘শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে’

১০

হোয়াইটওয়াশের পর নিজের ভবিষ্যৎ বোর্ডের হাতে ছেড়ে দিলেন গম্ভীর

১১

ভূমিকম্প / ঢাবির ৬ হলে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন সম্পন্ন

১২

গণসংযোগে জনস্রোত, আলিঙ্গনে সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৩

শিবির করায় ছাত্রত্ব বাতিল, একযুগ পর মাস্টার্সে পেলেন সিজিপিএ-৪

১৪

মানহানিকর বক্তব্য প্রচার নিয়ে আলী রীয়াজের বিবৃতি

১৫

১৪ দিন ধরে বন্ধ সোনাহাট বন্দর

১৬

ফেসবুকে নতুন সুবিধা, পরিচয় গোপন রেখেই আলোচনায় অংশ নেবেন যেভাবে

১৭

নিজ এলাকায় মিন্টুকে বরণ করতে উন্মুখ নেতাকর্মীরা

১৮

দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না তিন এলাকায়

১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের নিচে নামল ভারত

২০
X