স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪২ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কত ভোটের ব্যবধানে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি?

মাত্র ৪১ ভোটে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি। ছবি : সংগৃহীত
মাত্র ৪১ ভোটে ব্যালন ডি’অর হারিয়েছেন ভিনি। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ও স্পেনের মিডফিল্ডার রদ্রি ২৮ অক্টোবর প্যারিসে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুসকে হারিয়ে ব্যালন ডি’অরের সোনালী বল নিজের করে নেন। তবে রদ্রি ভিনিকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেও এতদিন কারো জানা ছিল না ঠিক কতব্যবধানে ব্যালন ডি’অর হারিয়েছেন রদ্রি। এবার অবশেষে তা সামনে এলো।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে পরাজিত করে ২০২৪ সালের বলন ডি'অর রদ্রি জেতায় ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। তবে এতদিন তাদের মধ্যে ব্যবধান নিয়ে সন্দিহান ছিলো সবাই এবার এই পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে যে রদ্রি ১১৭০ পয়েন্ট সংগ্রহ করে ভিনিসিয়ুসকে মাত্র ৪১ পয়েন্টে পরাজিত করেন, যিনি ১১২৯ পয়েন্ট পেয়েছিলেন।

রদ্রির হাতে পুরস্কার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা ব্যালন ডি'অর অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন এবং এটিকে "খেলাধুলার ন্যায়বিচারের অপমান" হিসেবে আখ্যায়িত করেছেন। প্যারিসে ২৮ অক্টোবর অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফলাফল আগেই জানতে পেরে তারা অংশগ্রহণ করেননি। ভিনিসিয়ুসের প্রতি তাদের সমর্থন প্রকাশ করতে ক্লাবটি এ সিদ্ধান্ত নেয়।

ফরাসি সংবাদমাধ্যম এল'ইকুইপ জানিয়েছে, ব্যালন ডি'অর পুরস্কারের জন্য প্রতিটি দেশের ৯৯ জন বিচারক শীর্ষ ১০ জন খেলোয়াড়ের তালিকা দেন। প্রথম স্থানের জন্য ১৫ পয়েন্ট, দ্বিতীয় স্থানে ১২, তৃতীয় স্থানে ১০, এবং ক্রমানুসারে পয়েন্ট দেওয়া হয়। মোট ভোটের পয়েন্ট ছিল ৬,৬৩৩, যার মধ্যে রদ্রি ভিনিসিয়াসকে মাত্র ৪১ পয়েন্টে পিছনে ফেলেন। এর ফলে রদ্রির জয়কে অত্যন্ত ক্ষুদ্র ব্যবধানের একটি ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ফ্রান্স ফুটবলের প্রতিবেদনে কিছু চমকপ্রদ তথ্যও প্রকাশিত হয়েছে যেখানে আটলান্টা ও নাইজেরিয়ার ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান ব্যালন ডি'অর ভোটে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, লাওতারো মার্টিনেজ এবং রদ্রির সাথে সমান শীর্ষস্থানে ভোট পেয়েছেন।

রিয়াল মাদ্রিদের অন্য খেলোয়াড়দের মধ্যেও ব্যালন ডি'অর নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম ৫, দানি কারভাহাল ৪, এবং টনি ক্রুস ২ বার করে প্রথম স্থানে বিবেচিত হয়েছেন।

যদিও রদ্রি ব্যালন ডি'অর জিতেছেন, কিন্তু পাঁচজন বিচারক তাকে শীর্ষ ১০-এর তালিকায় রাখেননি এবং ভিনিসিয়ুসকেও তিনজন বিচারক তাদের তালিকায় রাখেননি। এই বিতর্কিত সিদ্ধান্তের কারণে পুরস্কারের মানদণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন চিটাগং কিংসকে বাদ দেওয়া হয়েছে, কারণ জানাল বিসিবি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের গোলাবর্ষণ

গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

জবিতে ১০ সদস্যের কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন

সেনাবাহিনীকে নিয়ে গুজবের শেষ কোথায়?

এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

শাহরুখ-আরিয়ানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

দীর্ঘ বিরতির পর বিটিভিতে আসিফ আকবর

৪ দপ্তরে নতুন সচিব

১০

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

১১

ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১২

চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

কেন ক্ষমা চাইলেন শাহরুখ?

১৪

খালি পেটে যে ৩ খাবার খেলে হতে পারে বিপদ!

১৫

আফগানিস্তান / মধ্যরাতে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

১৬

আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত?

১৭

আজ জেলহত্যা দিবস

১৮

নামাজে দাঁড়ালেন বাবা, কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

১৯

প্রতিদিন সকালে আমলকী খাওয়ার জাদুকরী গুণ জানলে অবাক হবেন

২০
X