স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

অর্ধেক মৌসুম না খেলেও লিগসেরা হলেন মেসি

পুরস্কার হাতে পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত
পুরস্কার হাতে পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার মেজর লিগ সকার (এমএলএস)-এর ২০২৪ মৌসুমের ল্যান্ডন ডোনোভান এমভিপি পুরস্কার জিতে নিলেন। শুক্রবার (৬ ডিসেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়। মেসি তার ২০ গোল এবং ১৫টি অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্সের জন্য এই সম্মান অর্জন করেন। তিনি পেছনে ফেলেছেন কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ, পোর্টল্যান্ড টিম্বার্সের এভান্ডার, ডি.সি. ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেক এবং নিজের ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজকে।

৩৭ বছর বয়সী মেসি মৌসুমে মাত্র ১৯টি ম্যাচ খেলেই ২০টি গোল করেন এবং ১৫টি অ্যাসিস্ট দেন। এমএলএস ইতিহাসে এটি তৃতীয়বারের মতো কোনো খেলোয়াড় ২০ গোল এবং ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন। এর আগে ২০১৯ সালে এলএএফসি-র কার্লোস ভেলা এবং ২০১৫ সালে টরন্টো এফসি-র সেবাস্তিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।

পুরস্কার ঘোষণার সময় এমএলএস কমিশনার ডন গারবার ইন্টার মায়ামি অ্যাকাডেমির শিক্ষার্থীদের সামনে মেসির তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোর মাধ্যমে এই সম্মাননা তুলে দেন। মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। ইন্টার মায়ামির সঙ্গে প্রতিদিন অনুশীলন করা এবং এখানকার তরুণ খেলোয়াড়দের বড় হতে দেখা আমার জন্য আনন্দের। তোমাদের স্বপ্নের জন্য লড়ে যাওয়ার আহ্বান জানাই।’

মেসি মাত্র ৫৫ শতাংশ ম্যাচ খেলেও এমভিপি নির্বাচিত হন। মৌসুমের শুরুতে চোটের কারণে ৬২ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সেই সময় ইন্টার মায়ামি মেসিকে ছাড়াই ৯টির মধ্যে ৮টি ম্যাচে জয় পায়।

১,৪৮৫ মিনিটের খেলার সময় মেসির গড় গোল সংখ্যা প্রতি ৯০ মিনিটে ১টিরও বেশি ছিল। এমএলএস-এর তথ্য অনুযায়ী, প্রতি ম্যাচে তার গড় গোল এবং অ্যাসিস্ট ছিল ২.১৮, যা লিগের নতুন রেকর্ড।

মেসির এই এমভিপি পুরস্কার তার দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি অনন্য সংযোজন। তিনি ৮ বার ব্যালন ডি'অর, ৮ বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়, ৭ বার লা লিগার এমভিপি এবং একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

এমএলএস কমিশনার ডন গারবার মেসির ব্যাপারে বলেন, ‘মেসি এমনই একজন তারকা, যার জনপ্রিয়তা মাইকেল জ্যাকসন এবং টেইলর সুইফটের মতো।’

ইন্টার মায়ামি এবারের মৌসুমে ৭৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়লেও প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয়। নভেম্বরে কোচ জেরার্ডো "টাটা" মার্টিনো ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো।

এদিকে, এমএলএস কাপ ফাইনালে শনিবার এলএ গ্যালাক্সি এবং নিউইয়র্ক রেড বুলস মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

অবৈধ ইটভাটায় অভিযান, ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা

কমলো স্বর্ণের দাম, শুক্রবার থেকে কার্যকর

শীতে ত্বক-চুল সুন্দর রাখতে চিয়া সিড কীভাবে খাবেন

কালবেলায় সংবাদ প্রকাশ, দুদকের মুখোমুখি এলজিইডির প্রকৌশলী

১০

টাকায় এমপিওভুক্তিসহ নানা দুর্নীতি, প্রমাণ মিললেও বহাল মাউশির ৫ কর্মকর্তা

১১

হামজার শুভেচ্ছায় বিস্মিত মুশফিক: জানালেন কৃতজ্ঞতা

১২

বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ

১৩

যেভাবে জন্মদিন উদযাপন করলেন বুবলী

১৪

‘১০০ টেস্ট খেলেছি—এখনো বিশ্বাস হয় না’

১৫

ইউটিউব না ইনস্টাগ্রাম, কোন প্ল্যাটফর্ম থেকে বেশি আয় সম্ভব?

১৬

দেশে দুজন দরবেশ, আদালতকে অ্যাটর্নি জেনারেল

১৭

চট্টগ্রাম বন্দরে নতুন মাইলফলক, একদিনে ৬৩০১ গেটপাস ইস্যু

১৮

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে : রিজভী

১৯

রোমান আমলের নাট্যশালা ও মুখোশের ভাস্কর্য উদ্ধার

২০
X