স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

অর্ধেক মৌসুম না খেলেও লিগসেরা হলেন মেসি

পুরস্কার হাতে পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত
পুরস্কার হাতে পরিবারের সাথে মেসি। ছবি : সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবার মেজর লিগ সকার (এমএলএস)-এর ২০২৪ মৌসুমের ল্যান্ডন ডোনোভান এমভিপি পুরস্কার জিতে নিলেন। শুক্রবার (৬ ডিসেম্বর) এই পুরস্কার ঘোষণা করা হয়। মেসি তার ২০ গোল এবং ১৫টি অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্সের জন্য এই সম্মান অর্জন করেন। তিনি পেছনে ফেলেছেন কলম্বাস ক্রুর কুচো হার্নান্দেজ, পোর্টল্যান্ড টিম্বার্সের এভান্ডার, ডি.সি. ইউনাইটেডের ক্রিশ্চিয়ান বেন্টেক এবং নিজের ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজকে।

৩৭ বছর বয়সী মেসি মৌসুমে মাত্র ১৯টি ম্যাচ খেলেই ২০টি গোল করেন এবং ১৫টি অ্যাসিস্ট দেন। এমএলএস ইতিহাসে এটি তৃতীয়বারের মতো কোনো খেলোয়াড় ২০ গোল এবং ১৫ অ্যাসিস্টের রেকর্ড গড়লেন। এর আগে ২০১৯ সালে এলএএফসি-র কার্লোস ভেলা এবং ২০১৫ সালে টরন্টো এফসি-র সেবাস্তিয়ান জিওভিনকো এই কীর্তি করেছিলেন।

পুরস্কার ঘোষণার সময় এমএলএস কমিশনার ডন গারবার ইন্টার মায়ামি অ্যাকাডেমির শিক্ষার্থীদের সামনে মেসির তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোর মাধ্যমে এই সম্মাননা তুলে দেন। মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। ইন্টার মায়ামির সঙ্গে প্রতিদিন অনুশীলন করা এবং এখানকার তরুণ খেলোয়াড়দের বড় হতে দেখা আমার জন্য আনন্দের। তোমাদের স্বপ্নের জন্য লড়ে যাওয়ার আহ্বান জানাই।’

মেসি মাত্র ৫৫ শতাংশ ম্যাচ খেলেও এমভিপি নির্বাচিত হন। মৌসুমের শুরুতে চোটের কারণে ৬২ দিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে সেই সময় ইন্টার মায়ামি মেসিকে ছাড়াই ৯টির মধ্যে ৮টি ম্যাচে জয় পায়।

১,৪৮৫ মিনিটের খেলার সময় মেসির গড় গোল সংখ্যা প্রতি ৯০ মিনিটে ১টিরও বেশি ছিল। এমএলএস-এর তথ্য অনুযায়ী, প্রতি ম্যাচে তার গড় গোল এবং অ্যাসিস্ট ছিল ২.১৮, যা লিগের নতুন রেকর্ড।

মেসির এই এমভিপি পুরস্কার তার দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি অনন্য সংযোজন। তিনি ৮ বার ব্যালন ডি'অর, ৮ বার ফিফা বর্ষসেরা খেলোয়াড়, ৭ বার লা লিগার এমভিপি এবং একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

এমএলএস কমিশনার ডন গারবার মেসির ব্যাপারে বলেন, ‘মেসি এমনই একজন তারকা, যার জনপ্রিয়তা মাইকেল জ্যাকসন এবং টেইলর সুইফটের মতো।’

ইন্টার মায়ামি এবারের মৌসুমে ৭৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়লেও প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয়। নভেম্বরে কোচ জেরার্ডো "টাটা" মার্টিনো ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন এবং তার স্থলাভিষিক্ত হন মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো।

এদিকে, এমএলএস কাপ ফাইনালে শনিবার এলএ গ্যালাক্সি এবং নিউইয়র্ক রেড বুলস মুখোমুখি হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে : নাহিদ ইসলাম

আ.লীগ নেতার ছেলের বিয়ে, চিটাগাং ক্লাবের মূল ফটকে বৈষম্যবিরোধীদের অবস্থান

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফিরেছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে : আসিফ নজরুল

‘আগামী নির্বাচনে আর কোনো প্রহসন চলবে না’

জুলাইয়ে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের : আসিফ মাহমুদ

ভবিষ্যতে আ.লীগ বলে কোনো দল থাকবে না : রিপন

৬ ঘণ্টা পর খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

পোল্যান্ডের রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ইসকনের আলোচনায় নেতারা / বিএনপির ওপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান

১০

বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মুহাম্মদ প্রিন্স ও সা. সম্পাদক রাফিউর রহমান

১১

চট্টগ্রামে ৩ হাজার লিটার অকটেনসহ একজন আটক

১২

চট্টগ্রামে চালু হলো থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালের অফিস

১৩

একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

১৪

রাতে সন্দেহজনক ঘোরাফেরা করছিল রোহিঙ্গা কিশোর, অতঃপর...

১৫

কমিউনিটি ব্যাংকের সঙ্গে হোটেল সারিনার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর

১৬

এ-লেভেল শেষ করেই এ-লেভেলের পাঠ্যবই লিখলেন সালাহউদ্দিন-পুত্র

১৭

ফিরছিলেন হজ শেষে, বিমানবন্দরে আ.লীগ নেতা আটক

১৮

ইরানের দূতাবাসে ‘নেতানিয়াহুর অপরাধের’ নিন্দা জানালেন ইহুদিরা

১৯

তেলবাহী ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

২০
X