স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা দ্য বেস্ট জিতে ভিনির আবেগঘন বার্তা

ফিফা দ্য বেস্ট জিতে ভিনির আবেগঘন বার্তা
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৪ সালের ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার নিজের করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ক্যারিয়ারে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে তিনি বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন। পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ভিনিসিয়ুস। সেই বার্তায় তিনি সমালোচকদেরও জবাব দিয়েছেন।

ভিনিসিয়ুস তার পোস্ট শুরু করেন বিখ্যাত রোমান জেনারেল জুলিয়াস সিজারের উক্তি দিয়ে – ‘ভিনি, ভিডি, ভিসি’ অর্থাৎ “আমি এলাম, দেখলাম, জয় করলাম।” তিনি লিখেন, ‘আজ আমি সেই ছোট্ট ছেলেটির জন্য লিখছি, যে এতদিন তার আদর্শদের এই ট্রফি তুলতে দেখেছে – তার সময় এসেছে। বরং আমার সময় এসেছে। হ্যাঁ, আমি বিশ্বের সেরা খেলোয়াড় এবং এর জন্য কঠিন পরিশ্রম করেছি।’

ব্যক্তিগত সাফল্যের কথা জানানোর পর সমালোচকদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন ভিনি। তিনি বলেন, ‘অনেকেই আমাকে ছোট করার চেষ্টা করেছে। তারা বারবার চেষ্টা করেছে আমাকে অবমূল্যায়ন করতে। কিন্তু তারা জানে না, আমাকে কোনোভাবেই আটকানো যাবে না। কেউ আমাকে বলে দিতে পারবে না, আমি কার জন্য লড়ব কিংবা কীভাবে আচরণ করব।’

ভিনিসিয়ুস তার শৈশবের কঠিন সময়ের কথাও স্মরণ করেন। ব্রাজিলের সাও গনসালোতে বেড়ে ওঠার সময় কীভাবে সিস্টেম তাকে অবহেলা করেছিল, তা তুলে ধরেন তিনি। তিনি লেখেন, ‘যখন আমি সাও গনসালোর পথে হাঁটছিলাম, তখন কেউ আমার দিকে তাকায়নি। সেই সময় আমাকে প্রায় গ্রাস করে ফেলেছিল। তবে সেই চ্যালেঞ্জগুলোই আমাকে আরও শক্তিশালী করেছে।’

ভিনিসিয়ুস তার বার্তার শেষ অংশে এই অর্জনের জন্য যারা তাকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘আমি জিতেছি আমার জন্য, আমার পরিবারের জন্য। এই পথচলায় অনেকের সমর্থন ছিল: ফ্ল্যামেঙ্গো, রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল, আমার শত শত সতীর্থ... আমার প্রতিদিনের সঙ্গী, যারা আমাকে ভালোবাসে...” তিনি শক্তিশালী ঘোষণা দিয়ে শেষ করেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়।’

দোহায় পুরস্কার গ্রহণের পর তার ইনস্টাগ্রাম পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এক ঘণ্টার মধ্যেই পোস্টটি ২৪ লাখেরও বেশি লাইক এবং ৮৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে। ভক্ত ও সতীর্থরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আনন্দে শামিল হয়েছেন।

ব্যালন ডি’অর জিততে না পারার কষ্ট কাটিয়ে এবার ‘দ্য বেস্ট’ জিতে নতুন আত্মবিশ্বাসে ভরপুর ভিনিসিয়ুস। ম্যানচেস্টার সিটির রদ্রির কাছে ব্যালন ডি’অর হারানোর পর সমালোচনার মুখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ও তার সতীর্থরা।

তবে এবার ‘দ্য বেস্ট’ ট্রফি হাতে নিয়ে বিশ্বসেরার স্বীকৃতি পাওয়ার পর নতুন এক অধ্যায় শুরু করলেন ভিনিসিয়ুস জুনিয়র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’, মাদুরো সমর্থকদের বিক্ষোভ

ঢাবি শিবিরের নতুন কমিটি

একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের তপশিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আটকে পড়লেন ডিক্যাপ্রিও

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

ব্যায়ামের জন্য কখন ইলেকট্রোলাইট দরকার, কখন নয়

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

১০

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

১১

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

১২

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

১৩

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

১৪

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

১৫

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

১৬

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

১৭

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

১৮

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১৯

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

২০
X