সবাইকে অবাক করে দিয়ে একরকম হঠাৎ করেই ইতালির জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব ছাড়েন রবার্তো মানচিনি। ২০২২ বিশ্বকাপে ইতালি মূলপর্বে জায়গা না নিতে পারলেও ইতালির ফুটবল ফেডারেশন তার ওপর আস্থা রেখেছিল। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও এর তিন বছর আগেই সরে দাঁড়ান ৫৮ বছর বয়সী এই ইউরোজয়ী কোচ।
তবে এবারের খবর নতুন চ্যালেঞ্জ নিতেই ইতালি ছেড়েছেন এই কোচ। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল রিয়াদ জানিয়েছে, সৌদি আরবের জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মানচিনি। তিন বছরের জন্য রেকর্ড অর্থে তাকে কোচ বানাতে চায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো দলটি। গত মার্চে ফরাসি কোচ হার্ভে রেনার্ড সৌদি আরবের দায়িত্ব ছাড়েন। এরপর থেকে দলটির ডাগআউট ফাঁকা রয়েছে।
মানচিনিকে যদি সৌদি ফেডারেশন দায়িত্ব নেওয়াতে পারেন তাহলে সৌদি আরবের প্রথম ইতালিয়ান কোচ হবেন তিনি। এ ছাড়া সৌদি জাতীয় দলের ৪৯তম কোচ ও ১৯তম ইউরোপিয়ান কোচ হবেন তিনি। সৌদির দায়িত্ব পেলে মানচিনির প্রথম অ্যাসাইনমেন্ট হবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের যৌথ বাছাই।
২০১৮ সালে ইতালি জাতীয় দলের দায়িত্ব নেন রবার্তো মানচিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে জায়গা পায়নি ইতালি। পরবর্তী প্রজেক্ট দাঁড় করাতে দায়িত্ব নেন সাবেক ইতালিয়ান স্ট্রাইকার ও ম্যানচেস্টার সিটির এই কোচ।
তার অধীনে দুর্দান্ত ফুটবল খেলতে থাকে আজ্জুরিরা। ফলে ২০২১ সালে ইউরো জেতে। কাতার বিশ্বকাপে জায়গা পাওয়ার আগেই তার দলকে বিশ্বকাপের ফেভারিট বলা হচ্ছিল। কিন্তু হুট করে পা হড়কে বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
মানচিনির অধীনে ইতালি ৩৭ ম্যাচে জয় পেয়েছে, ১৫ ম্যাচে ড্র করেছে এবং হেরেছে মাত্র ৯টি।
মন্তব্য করুন