স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরের শুরুতেই ওলমোকে নিয়ে সংকটে বার্সা

দানি ওলমো। ছবি : সংগৃহীত
দানি ওলমো। ছবি : সংগৃহীত

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা নতুন বছরের শুরুতেই বড় চ্যালেঞ্জের সম্মুখীন। স্প্যানিশ ইউরোজয়ী ফুটবলার দানি ওলমোকে চলতি মৌসুমের দ্বিতীয়ার্ধে নিবন্ধনের জন্য সময়সীমা পেরিয়ে গেলেও ক্লাবটি লা লিগার আর্থিক নিয়ম মেনে তার নিবন্ধন নিশ্চিত করতে পারেনি।

২০২৪ সালের গ্রীষ্মে আরবি লিপজিগ থেকে প্রায় ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফারে বার্সায় যোগ দেন ওলমো। প্রথম দিকে অস্থায়ী নিবন্ধনের ভিত্তিতে খেললেও ৩১ ডিসেম্বরের মধ্যে স্থায়ী নিবন্ধনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ক্লাবটি।

লা লিগার বিবৃতিতে বলা হয়েছে, ‘৩১ ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনা কোনও বিকল্প ব্যবস্থা উপস্থাপন করতে পারেনি যা জানুয়ারি থেকে খেলোয়াড় নিবন্ধনের জন্য প্রয়োজনীয় আর্থিক নীতিমালা মেনে চলে।’

ক্লাবটি জানিয়েছে, দানি ওলমো এবং আরেক ফরোয়ার্ড পাউ ভিক্টরের জন্য রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে নতুন লাইসেন্সের আবেদন জানানো হয়েছে। তবে, আরএফইএফের নিয়ম অনুযায়ী, একই মৌসুমে একাধিকবার একই দলে নিবন্ধন সম্ভব নয়।

বার্সেলোনা জানিয়েছে, তারা ৩ জানুয়ারি আরও বিস্তারিত তথ্য আরএফইএফকে দেবে এবং পরিস্থিতি পরিষ্কার করার চেষ্টা করবে। তবে আরএফইএফ সূত্র জানিয়েছে, ‘লা লিগার অনুমোদন ছাড়া কোনও লাইসেন্স প্রক্রিয়া করা সম্ভব নয়।’

এদিকে ওলমোর চুক্তিতে একটি শর্ত রয়েছে যা অনুযায়ী, মৌসুমের দ্বিতীয়ার্ধে নিবন্ধন না হলে তিনি বিনামূল্যে ক্লাব ছাড়তে পারবেন। যদিও ক্লাব ও খেলোয়াড় উভয়ই এমন পরিস্থিতি এড়াতে আগ্রহী।

এদিকে, ইংল্যান্ড ও জার্মানির বেশ কয়েকটি ক্লাব জানুয়ারিতে তাকে দলে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে ওলমোর এজেন্ট অ্যান্ডি বারা বলেছেন, ‘দানি বার্সেলোনায় খেলতে চান। অন্য কোনও বিকল্প বিবেচনা করা হচ্ছে না।’

বার্সেলোনা লা লিগার আর্থিক নিয়ম মেনে নিবন্ধন নিশ্চিত করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেছিল। স্পটিফাই ক্যাম্প নউর ভিআইপি বক্স এবং আসন বিক্রির মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন করার চেষ্টা করেছিল তারা।

তবে, লা লিগা জানিয়েছে, হয় প্রমাণপত্রে ত্রুটি ছিল, নতুবা অর্থ প্রদান নিশ্চিত হয়নি। এই ব্যর্থতায় ওলমো ও ভিক্টরের নিবন্ধন আপাতত অনিশ্চিত।

বার্সেলোনার এই সংকট শুধু লা লিগার আর্থিক নীতিমালার প্রভাবই নয়, ক্লাবের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতাকেও তুলে ধরেছে। এখন দেখা যাক, ৩ জানুয়ারির সিদ্ধান্তে ওলমোর ভবিষ্যৎ কোন পথে এগোয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুব শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে ঐকমত্য কমিশন

জেমসের সঙ্গে এক মঞ্চে পাকিস্তানের আলী আজমত

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনায় আটক ৭

দুপুরের পর ঢাকায় তীব্র বজ্রবৃষ্টির শঙ্কা

জুবিনকে বিষ খাইয়ে মারা হয়েছে, দাবি সহশিল্পীর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শুরু

৩৫ ছক্কা, ১৪ চারে ১৪১ বলে ৩১৪ রান করা কে এই ব্যাটার

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা

২ জন মিলে জামাত করলে মুক্তাদি কোথায় দাঁড়াবেন? সঠিক নিয়ম জেনে নিন

১০

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

১১

যে কারণে সঞ্জয়ের সঙ্গে প্রেম বিচ্ছেদ হয় মাধুরীর

১২

নাক মাটিতে না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে কি নামাজ হবে?

১৩

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

১৪

হঠাৎ মুখোমুখি রণবীর-দীপিকা

১৫

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ / ব্রাজিলের ছিটকে যাওয়ার দিনে বিশ্বকাপের পরের রাউন্ডে আর্জেন্টিনা

১৬

রাগ করে বাসা থেকে বের হওয়া তরুণের মরদেহ মিলল ধানমন্ডি লেকে

১৭

মানব পাচারকারীদের ঘাঁটিতে বিজিবির হানা

১৮

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

১৯

চা বাগান শ্রমিক সর্দার হত্যা, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

২০
X