স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

লাল কার্ডের জন্য ক্ষমা চাইলেন ভিনি

লাল কার্ডের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
লাল কার্ডের সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

লা লিগার নতুন বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়লাভের ম্যাচে লাল কার্ড পাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

প্রথমার্ধে হুগো দুরো গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে। জুড বেলিংহ্যাম পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন, তার শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর কিলিয়ান এমবাপ্পের গোল অফসাইডের কারণে বাতিল হয়।

৭৯তম মিনিটে ভিনিসিয়ুস ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন। এরপর বদলি খেলোয়াড় লুকা মদ্রিচ ৮৫তম মিনিটে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে বেলিংহ্যাম অসাধারণ এক গোল করে রিয়াল মাদ্রিদকে দারুণ এক জয় এনে দেন।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেন, ‘দুঃখিত, এবং ধন্যবাদ দলকে!’

লাল কার্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিয়ুস। সতীর্থ আন্তোনিও রুডিগার ও গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে শান্ত করার চেষ্টা করেন।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘আমাদের মনে হয়েছে এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো অপরাধ ছিল না, বরং দুটি হলুদ কার্ডই যথেষ্ট ছিল। তবে দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে বাজে খেললেও দ্বিতীয়ার্ধে আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি।’

ভিনিসিয়ুসের ক্যারিয়ারে এটি মাত্র দ্বিতীয়বারের মতো লাল কার্ড। এর আগে ২০২৩ সালের মে মাসে মেস্তায়ায়ই (ভ্যালেন্সিয়ার হোম মাঠ) প্রথম লাল কার্ড দেখেছিলেন তিনি, যখন তিনি বর্ণবাদী মন্তব্যের শিকার হয়ে দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

রিয়াল মাদ্রিদ এই লাল কার্ডের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। আনচেলত্তি বলেন, ‘আমরা আপিল করব, যদিও জানি না এটি মঞ্জুর হবে কি না। আমরা মনে করি এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো কিছু ছিল না।’

অন্যদিকে, বেলিংহ্যামের পেনাল্টি মিস নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা আমাকে বিরক্ত করছে যে আমরা তিনটি পেনাল্টি মিস করেছি। এখন আমাকে নির্ধারণ করতে হবে, ভবিষ্যতে কে পেনাল্টি নেবে।’ তবে বেলিংহ্যামের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘শেষ ২০ মিনিটে সে যা করেছে, তা একমাত্র তিনিই করতে পারেন। পেনাল্টি মিস তাকে আরও অনুপ্রাণিত করেছে। তার গোলটি ছিল অসাধারণ।’

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠে এসেছে, অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দায়িত্ব নেয়ার পর ১২টা হাতি মরে গেছে: রিজওয়ানা

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধি দল

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১০

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

১১

হাবিপ্রবির ১২ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবায় বরাদ্দ ৬ লাখ টাকা 

১২

শিশুদের হাঁপানি সম্পর্কে যা যা জানা জরুরি

১৩

‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’ নামে ডাকসু নির্বাচনে বামপন্থিদের প্যানেল ঘোষণা

১৪

‘সাধারণ ছুটি’ না হয়েও আজ ছুটি যেসব প্রতিষ্ঠান

১৫

পুতিনের মলমূত্রও বিদেশ থেকে রাশিয়ায় বয়ে নিয়ে যাওয়া হয় কেন?

১৬

মালদ্বীপে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

১৮

ফিরছেন দীপিকা 

১৯

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

২০
X