স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৬ এএম
অনলাইন সংস্করণ

রিয়ালের জালে পাঁচ গোল দিয়ে বার্সার সুপার কাপ জয়

দুর্দান্ত খেলে সুপার কাপ নিজেদের করে নিল বার্সা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত খেলে সুপার কাপ নিজেদের করে নিল বার্সা। ছবি : সংগৃহীত

ফুটবলের জগতে এল ক্লাসিকো শুধু একটি ম্যাচ নয়, এটি দুই ক্লাবের গৌরব, ঐতিহ্য এবং প্রতিদ্বন্দ্বিতার এক অবিচ্ছেদ্য অধ্যায়। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমীদের হৃদয়ে গেঁথে থাকা এক শাশ্বত নাটক। এবারের এল ক্লাসিকোতে সৌদির কিং আবদুল্লাহ স্টেডিয়ামে সেই নাটকের নতুন অধ্যায় যোগ করল বার্সেলোনা, যেখানে রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করে সুপারকোপা দে এস্পানার শিরোপা ঘরে তুলল তারা।

রোববার (১২ জানুয়ারি) সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপারকোপার ফাইনাল ম্যাচে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে পরাজিত করে দুর্দান্ত জয় নিশ্চিত করেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া দুই দল রোমাঞ্চে ভরপুর একটি ম্যাচ উপহার দিয়েছে ভক্তদের।

ম্যাচের পঞ্চম মিনিটেই রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে চমৎকারভাবে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল। ২২তম মিনিটে লামিন ইয়ামাল দুর্দান্ত ড্রিবলিংয়ের মাধ্যমে বার্সাকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পর গাভির উপর ক্যামাভিঙ্গার ফাউলের কারণে পেনাল্টি পায় বার্সেলোনা, যেখানে রবার্ট লেভানডফস্কি গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন।

এরপর বাকি সময় বার্সার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ম্যাজিক দেখান। তিনি এদিন ছিলেন অনবদ্য। ৩৯ মিনিটে তার হেড থেকে আসে তৃতীয় গোল। এর পর তার পাস থেকে প্রথমার্ধের ১০ মিনিট অতিরিক্ত সময়ে বালডে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। প্রথমার্ধে বার্সেলোনা ৪-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে রাফিনিয়া আবার গোল করে ম্যাচকে রিয়ালের নাগালের বাইরে নিয়ে যায়। তবে ৫৬তম মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। গোলরক্ষক শেজনি এমবাপ্পেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পরবর্তীতে রদ্রিগোর ফ্রি-কিক গোল করে রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধান এনে ম্যাচে ফেরানোর চেষ্টা করে। তবে ম্যাচে আর কোনো গোল আসেনি।

রাফিনিয়া ম্যাচে দুটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেলিংহাম এবং ভ্যালভার্দে নিজেদের মান অনুযায়ী খেলতে ব্যর্থ হন।

বার্সেলোনার এই জয়ে তাদের সুপারকোপা শিরোপার সংগ্রহের সাথে রিয়ালের ওপর তাদের সাম্প্রতিক কতৃত্ব আরো সমৃদ্ধ করলো। রিয়াল মাদ্রিদের জন্য এটি ছিল হতাশাজনক একটি দিন। হানসি ফ্লিকের দল এই জয়ের মাধ্যমে নিজেদের দাপট পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং বার্সাপ্রেমীদের জন্য উপহার দিয়েছে একটি স্মরণীয় ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর চেয়ে সম্পদ ৫ গুণ বেশি ডা. তাহেরের

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না’

নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যু / সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীতে ফোটানো হচ্ছে আতশবাজি-পটকা-ফানুস

আপনার নেতৃত্ব ভারত-বাংলাদেশের অংশীদারত্বে ‘নতুন সূচনা’ নিশ্চিত করবে

জুলাই আন্দোলনের ১৭ মাস পর মামলা, আসামি ১২০

বিশ্বরঙে চলছে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড়

খালেদা জিয়ার মৃত্যুতে ৩০ বছর আগের স্মৃতিতে কাতর স্কুলশিক্ষক

১০

রয়টার্সকে সাক্ষাৎকার / ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠক হয় জামায়াত আমিরের

১১

এনসিপির ইসি গ্রুপ থেকে বের করার পর পদত্যাগ খালেদ সাইফুল্লাহর

১২

লস অ্যাঞ্জেলসে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

১৩

তারেক রহমানকে সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা

১৪

এনবিআরের ১৭ কমিশনারকে একযোগে বদলি

১৫

‘থ্রি ইডিয়েডস’ নিয়ে যা বললেন মাধবন

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন স্মৃতিবিজড়িত বগুড়া

১৭

নির্বাচনকেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনা রয়টার্সকে জানালেন জামায়াত আমির

১৮

গণভোট আয়োজনের মধ্য দিয়ে নতুন বছর পূর্ণতা পাবে : প্রধান উপদেষ্টা

১৯

বছরের শেষ সূর্যাস্তে মোহিত পর্যটকরা

২০
X