স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

নেইমার: এক অপূর্ণ সম্ভাবনার জন্মদিন

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

আজকের দিনে ফুটবল বিশ্বের এক সময়ের অন্যতম প্রতিভাবান তারকা নেইমার জুনিয়রের জন্মদিন। ৩৩ বছরে পা রাখা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তার ক্যারিয়ারে অনেক সাফল্য পেলেও চূড়ান্ত স্বপ্নের পূর্ণতা এখনও অধরা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার আকাঙ্ক্ষা নিয়েই নতুন পথচলা শুরু করেছেন তিনি আবারও।

বর্ণাঢ্য ক্যারিয়ারের উত্থান-পতন

নেইমারের ফুটবল যাত্রা শুরু হয়েছিল সান্তোস এফসি থেকে। ব্রাজিলিয়ান ক্লাবের জার্সিতে নজরকাড়া পারফরম্যান্সের পর ২০১৩ সালে যোগ দেন বার্সেলোনায়। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে মিলে গড়ে তুলেছিলেন বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী। ২০১৫ সালে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইউরোপীয় সাফল্যের শিখরে উঠেছিলেন।

কিন্তু ব্যক্তিগতভাবে আরও বড় তারকা হওয়ার বাসনা তাকে ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ২২২ মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নিয়ে যায়। যদিও পিএসজিতে ফরাসি লিগের দাপট ধরে রাখলেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিতে ব্যর্থ হন। চোটের কারণে ক্যারিয়ারের গতি হারাতে থাকেন, আর সমালোচনার তীরও ধেয়ে আসে তার দিকে।

আল হিলাল ও প্রত্যাবর্তনের গল্প

২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। বিশাল অঙ্কের চুক্তিতে সৌদি প্রো লিগে যোগ দিলেও, দুর্ভাগ্যক্রমে বড় চোটের কারণে মাঠে খুব বেশি সময় কাটাতে পারেননি। দীর্ঘ পুনর্বাসন শেষে নতুন করে মাঠে ফেরার চেষ্টায় আছেন তিনি।

এদিকে, ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ২০২৫ সালের শুরুতে পুরনো ঠিকানা সান্তোসে ফিরে এসেছেন নেইমার। ইউরোপ ছেড়ে আবার ব্রাজিলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তার ক্যারিয়ারের এক নতুন মোড়। তবে সান্তোসের সমর্থকরা তাকে আবারো জার্সিতে দেখতে পেয়ে উচ্ছ্বসিত।

বিশ্বকাপ ২০২৬: শেষ স্বপ্নের লড়াই?

নেইমার সবসময় বলে এসেছেন, ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা তার জীবনের অন্যতম বড় স্বপ্ন। ২০১৪ বিশ্বকাপে চোটের কারণে সেমিফাইনাল খেলতে পারেননি, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে দল প্রত্যাশিত ফল পায়নি। এখন তার লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ, যেখানে তিনি হয়তো ক্যারিয়ারের শেষ বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন।

এই জন্মদিনে নেইমারকে শুভেচ্ছা জানাচ্ছে তার ভক্তরা। চোট কাটিয়ে আবার মাঠে ফিরে তিনি কী করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। সময়ই বলে দেবে, নেইমারের গল্প শেষ হয়েছে কিনা—নাকি আরও কিছু বাকি আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X