স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৫:০৮ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মাদ্রিদ ডার্বিতে নাটকীয় টাইব্রেকার শেষে রিয়ালের জয়

পেনাল্টিতে জয়ের পর রিয়ালের উল্লাস। ছবি : সংগৃহীত
পেনাল্টিতে জয়ের পর রিয়ালের উল্লাস। ছবি : সংগৃহীত

ফুটবলে রিয়াল মাদ্রিদ মানেই যে কেন রোমাঞ্চ বলা হয় তা ফুটবল বিশ্ব আরেকবার দেখল। সেইসাথে এবারও ইউরোপের মঞ্চে তাদের গল্পটা চলল একই ছন্দে—অবিশ্বাস্যভাবে, কিন্তু যেন এক অদৃশ্য নিয়তির বিধানে। চ্যাম্পিয়ন্স লিগ মানেই যে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ অ্যাগ্রিগেট স্কোরে ম্যাচ শেষ হলেও, শেষ হাসিটা হাসল লস ব্ল্যাঙ্কোস-ই, এক বিতর্কিত টাইব্রেকারে।

বুধবার (১২ মার্চ) অ্যান্টোনিও রুডিগারের শীতল স্নায়ুর পেনাল্টিতেই নিশ্চিত হলো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের টিকিট। অথচ এই ম্যাচটা হতে পারত ভিনিসিয়ুস জুনিয়রের দুঃস্বপ্নের রাত! ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পেনাল্টি মিসটা হতে পারত মাদ্রিদের সর্বনাশের কারণ। তবে রিয়াল মাদ্রিদ কি কখনও এমন হেরে যেতে পারে? না, ভাগ্য বরাবরই তাদের সহায়, আর সেখানেই লেখা হলো নতুন এক মহাকাব্যের অধ্যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে নিশ্চিত হল রিয়ালের কোয়ার্টার ফাইনালের টিকিট।

তবে ঘরের মাঠ মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হতে না হতেই অ্যাথলেটিকো ঝাঁপিয়ে পড়ল, মাত্র ২৭ সেকেন্ডেই গোল! থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেন ইংলিশ মিডফিল্ডার কনর গ্যালাঘের। রিয়ালের ডিফেন্স তখনও যেন ঘুমের রাজ্যে। পুরো প্রথমার্ধেই কার্লো আনচেলত্তির দল ছন্দ খুঁজে পাচ্ছিল না। অ্যাথলেটিকো একের পর এক আক্রমণে জানিয়ে দিল—এই ম্যাচ তাদের সহজে ছাড়া নেই!

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অবশ্য রিয়াল নিজেদের ঝাঁকিয়ে নেয়। এবং মোক্ষম সুযোগটা এসেই যায়—এমবাপ্পেকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় অ্যাথলেটিকো। ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে এলেন পেনাল্টি নিতে এবং সবাইকে অবাক করে দিয়ে মিস করলেন।

এরপর থেকে খেলা হয়ে যায় ধীরগতির। রিয়াল বেশি বল দখলে রাখলেও, অ্যাথলেটিকোর রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়েও একই দৃশ্য—দুই দলই সুযোগ পায়, কিন্তু কেউই শেষ সুযোগ কাজে লাগাতে পারে না। একটাই পথ খোলা ছিল—পেনাল্টি শুটআউট!

শুটআউটের শুরুতেই অ্যাথলেটিকোর জুলিয়ান আলভারেজ বড় ভুল করে বসলেন—বল মারতে গিয়ে দুইবার স্পর্শ করে ফেললেন! এরপর লুকাস ভাসকেজ সুযোগ হারালেন, কিন্তু অ্যাথলেটিকোর মার্কোস লরেন্তে তাদের ভাগ্যের শেষ কফিনে পেরেক ঠুকে দিলেন—বলটি বারে মেরে।

এরপরই এল রিয়ালের চিরচেনা মঞ্চ। শেষ শট নিতে এলেন অ্যান্টোনিও রুডিগার। গোলরক্ষক ওবলাক ডান দিকে ঝাঁপিয়ে হাতে লাগালেও, তার হাত ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে গেল। আর এতেই অ্যাথলেটিকোর বিদায় আর রিয়াল কোয়ার্টারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিজা ও কণার নতুন গানে মুগ্ধ শ্রোতারা

রাতে বিদেশযাত্রার অনুমতি চাইলেন স্বামী, সকালে না ফেরার দেশে

পুলিশের সামনে ছাত্রলীগের মিছিল, এসআই ক্লোজড

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেতা

অবশেষে শেষ হলো শিরীন শিলার ‘নীল আকাশে পাখি উড়ে’

পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা বাড়ছে, সেনাবাহিনী কেন লক্ষ্যবস্তু?

‘শেখ হাসিনার ফাঁসি কার্যকর হলে শহীদদের আত্মা শান্তি পাবে’

‘ছেলের কথা শুনতে পারলে কলিজাটায় শান্তি লাগতো’

প্রচণ্ড মাথাব্যথা? দূর করবেন যেভাবে

প্রযোজকের কু-প্রস্তাবের শিকার পায়েল

১০

যুবদল নেতা কিবরিয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি আমিনুলের

১১

চবির ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / বিশ্ববিদ্যালয় দিবসে চালু ছিল ক্লাস-পরীক্ষা, হয়নি আলাদা আয়োজন 

১২

আদালতের নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ

১৩

পারিবারিক কলহ, স্ত্রীর পিঁড়ির আঘাতে স্বামী নিহত

১৪

স্ত্রীসহ মহীউদ্দীন খান আলমগীরেরর ৩৩ ব্যাংক হিসাব ফ্রিজ 

১৫

খুলনা শিশু হাসপাতালের নতুন তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ দেবনাথ

১৬

অক্টোবর মাসে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, আহত ৫৮৯ 

১৭

হবিগঞ্জ হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি

১৮

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, হিমেল হাওয়ার দাপট

১৯

আসছে বিশেষ গণবিজ্ঞপ্তি, শিক্ষকের শূন্যপদের চাহিদা চাইল এনটিআরসিএ

২০
X