স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের নাটকীয় জয়

পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন ভিনি। ছবি : সংগৃহীত
পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ছিলেন ভিনি। ছবি : সংগৃহীত

ম্যাচের সময় তখন শেষ চলছে যোগ করা সময়ের শেষ দিকের খেলা, ফলাফল প্রায় নিশ্চিতভাবেই ড্রয়ের দিকে এগোচ্ছে। কলম্বিয়ার জমাট রক্ষণে ব্রাজিলের আক্রমণগুলো থমকে যাচ্ছে একের পর এক। কিন্তু ফুটবল এমন এক খেলা যেখানে এক মুহূর্তই বদলে দিতে পারে সবকিছু—আর সেটাই করে দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র! বাঁ দিক থেকে দুর্দান্ত এক দৌড়ে বিপজ্জনক জায়গায় ঢুকে এক শট নিলেন, যা কোনোভাবেই আটকাতে পারলেন না কলম্বিয়ান গোলরক্ষক ক্যামিলো ভার্গাস। বল জালে জড়াতেই গর্জে উঠল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়াম। রোমাঞ্চ, উত্তেজনা আর স্বস্তির মিশেলে ব্রাজিল তুলে নিল এক মহাগুরুত্বপূর্ণ জয়!

শুক্রবার (২১ মার্চ) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ১৩তম রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের শুরুতে রাফিনহার পেনাল্টি গোলে এগিয়ে গেলেও, প্রথমার্ধের শেষ দিকে লুইস দিয়াজ সমতা ফেরান। এরপর ম্যাচজুড়ে চলল টানটান উত্তেজনা, যার শেষ লিখলেন ভিনিসিয়ুস নিজের নায়কোচিত গোল দিয়ে।

ব্রাসিলিয়ায় খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। নিজেদের মাঠে খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই প্রথম থেকেই আধিপত্য ধরে রাখার চেষ্টা করছিল সেলেসাওরা। খেলার মাত্র চতূর্থ মিনিটে কলম্বিয়ার ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজের ফাউলে পেনাল্টি পায় স্বাগতিকরা, যা থেকে গোল করতে ভুল করেননি রাফিনহা। তার বাঁকানো শটে কোনো সুযোগই পাননি কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাস।

গোল হজমের পরেও আত্মবিশ্বাস হারায়নি কলম্বিয়া। বরং নিজেদের খেলায় মনোযোগ ধরে রেখে আক্রমণের ধার বাড়াতে থাকে তারা। ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের একটি ভুল পাস কাজে লাগিয়ে কলম্বিয়ার তারকা ফরোয়ার্ড লুইস দিয়াজ দুর্দান্ত এক শটে ৪১তম মিনিটে সমতা ফেরান।

প্রথমার্ধের শেষে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকে কলম্বিয়া। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে তারা বেশ কিছুবার ব্রাজিলের রক্ষণে হানা দেয়।

এই অর্ধে ঘটে যায় এক শঙ্কার মুহূর্ত—কলম্বিয়ার ডেভিনসন সানচেজ ও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার মাথায়-মাথায় সংঘর্ষে গুরুতর আহত হন। মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর দুজনকেই মাঠ ছাড়তে হয়, যা কিছুটা দুশ্চিন্তায় ফেলে ব্রাজিলকে।

ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখন মনে হচ্ছিল দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নিচ্ছে। কিন্তু ফুটবল যে শেষ বাঁশির আগ পর্যন্ত শেষ নয়, তা প্রমাণ করে দিলেন ভিনিসিয়ুস!

যোগ করা সময়ের ৬ষ্ঠ মিনিটে বাঁ দিক থেকে বল পেয়ে দুর্দান্ত এক দৌড়ে প্রতিপক্ষের রক্ষণের ফাঁক গলে যান ভিনিসিয়ুস জুনিয়র। তারপর দুর্দান্ত এক শটে কলম্বিয়ার গোলরক্ষককে পরাস্ত করে নিশ্চিত করেন ব্রাজিলের নাটকীয় জয়।

এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সাময়িক সময়ের জন্য দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে, ১৯ পয়েন্ট নিয়ে কলম্বিয়া নেমে গেছে ষষ্ঠ স্থানে, তবে এখনও বিশ্বকাপে খেলার সুযোগের মধ্যে রয়েছে তারা।

তবে ব্রাজিলের সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ—২৫ মার্চ তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার, মনুমেন্টাল স্টেডিয়ামে। এই ম্যাচের আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলুদ কার্ড এর কারণে নিষিদ্ধ হওয়ায় কিছুটা দুর্বল হতে পারে ব্রাজিলের স্কোয়াড।

অন্যদিকে, কলম্বিয়া একই দিনে ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১০

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১১

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১২

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৩

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

১৪

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

১৫

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

১৬

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

১৭

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১৮

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১৯

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

২০
X