ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডারকে নিয়ে অল রেডের সমর্থকদের উচ্চাশা ছিল অনেক। তবে দ্বিতীয় ম্যাচেই লাল কার্ড খেয়ে সমর্থকদের আশা কমিয়ে দিয়েছিলেন অনেকটাই। তবে সমর্থকদের আশা বাড়তে পারে নতুন এক তথ্যে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে লাল কার্ডের কারণে দেওয়া শাস্তি প্রত্যাহার করা হয়েছে।
লাল কার্ডের জন্য ম্যাক অ্যালিস্টারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইংলিশ প্রিমিয়ার লীগে বোর্নমাউথের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখেন লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এর পর বিশ্বকাপজয়ী এ ফুটবলারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে লিভারপুলের আপিলের প্রেক্ষিতে বাতিল করা হয়েছে ওই শাস্তি।
এদিকে লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে গত শনিবার প্রিমিয়ার লীগের ওই ম্যাচের ৫৮তম মিনিটে রায়ান ক্রিস্টির সঙ্গে বল দখলের লড়াইয়ে তার পায়ে আঘাত করে বসেন ম্যাক অ্যালিস্টার। রেফারি সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান।
ম্যাচের পরই লাল কার্ডের সিদ্ধান্তকে ‘কঠোর’ বলে মন্তব্য করেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। পরে এর বিরুদ্ধে আপিল করে অ্যানফিল্ডের ক্লাবটি।
মঙ্গলবার এক বিবৃতিতে লাল কার্ডের শাস্তি বাতিলের কথা জানায় কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘খেলোয়াড়কে ভুলবশত বহিষ্কার করা হয়েছে, এমন দাবি ওঠার পর একটি স্বাধীন কমিশন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।’
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে লিভারপুল। পরের ম্যাচে আগামী রোববার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ক্লপের দল।
মন্তব্য করুন