স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে রুখে দেওয়ার সাহসী লড়াইয়ের পুরস্কার পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে শিলংয়ে গোলশূন্য ড্র করার পর ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এটি গত এক বছরের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

গত ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে লড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শক্তিশালী প্রতিপক্ষকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে মাঠে যেমন আত্মবিশ্বাসের ছাপ রেখেছিল, তেমনি এর ইতিবাচক প্রতিফলন দেখা গেল ফিফা র‍্যাঙ্কিংয়েও। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) প্রকাশিত ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে পৌঁছেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। গত বছরের অক্টোবর মাসে এক লাফে ১৮৯ থেকে ১৮৩-এ উঠেছিল বাংলাদেশ। এরপর টানা পাঁচ মাস ধরে সেই অবস্থান ধরে রাখলেও ফর্মহীনতায় আবারও পিছিয়ে পড়ে দলটি। তবে সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে উন্নতি আনতে পারায় র‍্যাঙ্কিংয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল লাল-সবুজের জার্সিধারীরা।

আজকের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫, মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৯০৪.১৬। বাংলাদেশের ঠিক উপরে ৯০৬.৮ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ভুটান। অন্যদিকে, ভারত এক ধাপ পিছিয়ে ১২৭তম স্থানে নেমে এসেছে।

বাংলাদেশের ইতিহাসে পুরুষ ফুটবল দলের সর্বোচ্চ র‍্যাঙ্কিং ছিল ১১০, যা অর্জিত হয়েছিল ১৯৯৬ সালে। তবে পরবর্তীতে মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ধীরে ধীরে গ্রাফ নিম্নমুখী হতে শুরু করে। ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান নেমে গিয়েছিল সর্বনিম্ন ১৯৭ নম্বরে।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। সিঙ্গাপুরও এক ধাপ পিছিয়ে এখন ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৬১তম স্থানে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে। সম্প্রতি ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৯১। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে। ইংল্যান্ড এবং ব্রাজিল রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

নতুন বিপদে গাজার বাসিন্দারা

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

১০

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

১১

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

১২

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

১৩

যে অভিযোগ এনে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন রিয়া মনি

১৪

দাবি জুলাই ঐক্যের / অন্তর্বর্তী সরকার দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে

১৫

শ্রমিক লীগের ৩ নেতা গ্রেপ্তার

১৬

পারস্য উপসাগরে ‘রহস্যজনক’ ট্যাংকার জব্দ করল ইরান

১৭

নতুন ইউনিফর্ম পেল পুলিশ

১৮

বরিশাল-ঢাকা মহাসড়কে অবরোধ তুলে নিল আন্দোলনকারীরা

১৯

নির্বাচনী প্রচারণায় হাদির ওপর ময়লা পানি ছুড়ল কারা?

২০
X