স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১০:৪০ পিএম
আপডেট : ১৫ মে ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি ডাবল হেডারের সামনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা দল ঘোষণা করেছে সামনের মাসের চিলি ও কলম্বিয়ার বিপক্ষে লড়াইকে সামনে রেখে। এই দলে সবচেয়ে বড় চমক—দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।

পূর্ববর্তী উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলোতে ইনজুরির কারণে ছিলেন না তিনি। এবার পুরোপুরি সেরে উঠে দারুণ ছন্দে আছেন মিয়ামিতে। ৫ জুন চিলির বিপক্ষে সান্তিয়াগোতে ও ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বুয়েনস আইরেসে মাঠে নামার কথা মেসির।

মেসির পাশাপাশি দলে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাকার আলেহান্দ্রো গারনাচো ও রেসিং স্ট্রাসবুর্গে আলো ছড়ানো ভ্যালেন্তিন বারকো। এই দুই তরুণকে নিয়ে অনেক দিন ধরেই পরিকল্পনা করছেন স্কালোনি, তবে এখনো জাতীয় দলের মূল একাদশে তারা পুরোপুরি জায়গা করে নিতে পারেননি।

গারনাচো যদিও কোচ রুবেন আমোরিমের সঙ্গে সম্পর্কের জটিলতায় ছিলেন, তবে ক্লাব ফুটবলে ফর্মে থাকায় তাকে ফিরিয়ে আনছেন স্কালোনি। অন্যদিকে, বারকো ফ্রান্সে নতুনভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাম পাশে। দুজনই এই বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বিদেশি লিগে ভালো খেলা আরও কয়েকজন খেলোয়াড় যেমন ভিয়ারিয়ালের হুয়ান ফয়থ, ফরেস্টের নিকোলাস ডোমিনগেজ ও লাজিওর কাস্তেলানোসও স্কোয়াডে ডাক পেয়েছেন। তবে নতুন করে নজরে নেই বোলোগনার হয়ে ইতালিয়ান কাপ জেতা সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডোমিনগেজ।

দলে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল থেকে সুযোগ পাওয়া মার্কোস আকুনা ও জার্মান পেজ্জেলাকে নিয়ে। ইনজুরির কারণে বাদ পড়েছেন গনজালো মন্তিয়েল। এদিকে অনেক দিন ধরেই জাতীয় দল থেকে বাইরে থাকা পাওলো দিবালাও এবার স্কোয়াডে নেই। মার্চের শেষ দিকে বাঁ পায়ের ইনজুরির পর অস্ত্রোপচারের পর থেকে আর মাঠে নামেননি ‘লা জোয়া’।

এটি এখনো প্রাথমিক তালিকা। স্কালোনি জানিয়েছেন, যারা ক্লাব মৌসুম শেষে ক্লান্ত থাকবে, তাদের রাখা হবে না। ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া কিছু খেলোয়াড়কে তাই বিশ্রাম দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে খেলোয়াড়েরা শতভাগ ফিট ও ম্যাচ প্রস্তুত, কেবল তাদেরই নেওয়া হবে চূড়ান্ত স্কোয়াডে।

আর্জেন্টিনা দল এর মধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করলেও, বাছাইপর্বে শক্ত অবস্থান ধরে রাখতে এবং দলে ভারসাম্য পরীক্ষার জন্য এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা স্কোয়াড-

জেরোনিমোরুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ, অল্টার বেনিটেজ, নাহুয়েল মলিনা, জন ফয়েতে, ক্রিশ্চিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্ডি, ফাকোন্দো মেডিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্টিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক এলিস্টার, লিয়ার্ন্দ্রো প্যারাদেস, নিকোলাস ডমিঙ্গেস, এক্সেকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলভাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্টিনেজ, ভালেন্তিন ক্যাস্টেলানস, আলেসান্দ্রো গার্নাচো, নিকোয়ালস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, অ্যঞ্জেল কোরেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১০

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১১

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১২

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৩

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৪

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৫

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৬

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৭

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৮

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৯

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

২০
X