স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৩:১১ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত মেয়ের প্রতি ভালোবাসার টানে শিরোপার স্বপ্ন এনরিকের

প্রয়াত জানার সাথে এনরিকে। ছবি : সংগৃহীত
প্রয়াত জানার সাথে এনরিকে। ছবি : সংগৃহীত

এই গল্পটা আসলে ফুটবলের নয়। আসলে, এটুকুই বলা ভুল। এটা ফুটবলের গল্প নয়—তবু ফুটবল এখানে লেপ্টে আছে চোখের জলে, হৃদয়ের প্রতিটা ভাঁজে।

লুইস এনরিকেকে আপনারা চেনেন—বার্সেলোনার ট্রেবল জয়ী কোচ, স্পেনের সাবেক জাতীয় কোচ, এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তবে আজ শনিবার (৩১ মে) যখন তিনি ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মঞ্চে হাঁটবেন, তার সঙ্গে থাকবেন আরও একজন—একজন যিনি শারীরিকভাবে হয়তো নেই, কিন্তু আছেন হৃদয়ের প্রতিটি ছায়ায়। তার মেয়ে, জানা।

২০১৫ সালের বার্লিন ফাইনাল। বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগ জিতেছে। মাঠে বিজয়ের পতাকা হাতে দৌড়াচ্ছেন একজন মানুষ, তার কাঁধে এক ছোট্ট মেয়ে। পতাকার আকাশে লাল, নীল আর হলুদের ঝলকানি। আর তাদের মুখে অনাবিল আনন্দের ছাপ। সে মেয়ের নাম ছিল জানা।

জানা এনরিকের কনিষ্ঠ কন্যা। জন্ম ২০০৯ সালে। নতুন নতুন শব্দ শেখা, বাবার দলের জয়গানে উল্লাস, মাঠের সবুজ ঘাসে গড়াগড়ি… সবই ছিল জানার শৈশবের অংশ। কিন্তু ২০১৯ সালের আগস্টে মাত্র ৯ বছর বয়সে ক্যান্সারে মারা যায় জানা।

“আমি ভাগ্যবান”—ব্যথাকে শক্তিতে রূপান্তরের বিরল উদাহরণ

জানার ধরা পড়েছিল হাঁড়ের ক্যানসারে (Osteosarcoma)। তখন এনরিকে ছিলেন স্পেন জাতীয় দলের কোচ। মেয়ে অসুস্থ শুনেই সবকিছু ছেড়ে ফিরে এসেছিলেন পরিবারে।

শেষ ৫ মাস জানার কেটেছিল হাসপাতালের বিছানায়। শেষ মুহূর্তগুলো তিনি কাটিয়েছিলেন পরিবারের সবার সঙ্গে, বাড়ির আশ্রয়ে।

একজন বাবা তার মেয়েকে হারানোর পর সাধারণত যে ক্ষোভ, হতাশা আর ভেঙে পড়া দেখা যায়, এনরিকেতে তা নেই। বরং স্পেন ও ফ্রান্সে সম্প্রতি প্রচারিত ডকুমেন্টারি “No Tenéis Ni P* Idea”(তোমার কোনো ধারণা নেই)-তে এনরিকে বলেন—

জানা আমার সঙ্গে মাত্র ৯ বছর ছিল। কিন্তু সেই ৯ বছর ছিল অসাধারণ। আমি নিজেকে দুর্ভাগা নয়, বরং অত্যন্ত ভাগ্যবান মনে করি।

জানার বন্ধুরা যখন বড় হয়ে ওঠে, এনরিকে দাঁড়িয়ে থাকেন তাদের পাশে

জানার নামে গড়া হয়েছে Fundación Xana নামের একটি চ্যারিটি। তারই এক অনুষ্ঠানে দেখা যায়—কিছু কিশোরী আর তাদের মায়েদের সঙ্গে হাস্যোজ্জ্বল এনরিকে। পরে জানা যায়, এই মেয়েরা জানার স্কুলের বন্ধু, যারা এখন বয়সে বড় হয়ে গেছে। তাদের মাঝে দাঁড়িয়ে এনরিকে যেন ফিরে পান জানাকে—হয়তো অন্য রূপে, অন্য আলোয়।

এখন ফুটবলে ফিরে আসা, কিন্তু জানা সবখানে

নরিকে বলেন—‘জানা এখনো আমাদের সঙ্গেই আছেন। তিনি আমাদের পরিবারকে পথ দেখায়। তার শক্তি আমাদের মাঝেই আছে।’

ডকুমেন্টারিতেও উঠে এসেছে সেই অনুভব—একজন বাবার অদৃশ্য অথচ জ্বলন্ত সঙ্গী হিসেবে জানার উপস্থিতি। এনরিকে বলেন,

আমি পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। বার্সেলোনার জয়ের পর জানাকে নিয়ে মাঠে পতাকা উড়িয়েছিলাম। এবার চাই সেই স্মৃতি আবার ফিরিয়ে আনতে—পিএসজির পতাকা হাতে, জানাকে সঙ্গে নিয়ে... যদিও এবার সে শুধু আধ্যাত্মিকভাবে আমার পাশে থাকবে।

এটা শুধু আরেকটি ম্যাচ নয়

শনিবার রাতে ইন্টার মিলানের বিপক্ষে ফাইনাল শুধু আরেকটি শিরোপা লড়াই নয়, এটা এক বাবার জন্য নিজের কষ্টকে শক্তিতে বদলে দেওয়ার লড়াই। এটা তার জন্য, যিনি জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের মাঝেও বলতে পারেন, ‘আমি সৌভাগ্যবান, কারণ আমি জানাকে পেয়েছিলাম।’

এই গল্পটা আসলে ফুটবলের নয়। তবে ফুটবলই দিয়েছে সেই মঞ্চ, যেখানে একজন মানুষ ব্যথাকে ভালোবাসায়, হারে শক্তিতে আর মৃত্যুকে স্মৃতিতে রূপান্তর করেছেন।

এখনো প্রতিটি ম্যাচে লুইস এনরিকের সঙ্গে মাঠে নামেন এক অদৃশ্য যোদ্ধা—জানা, সেই তারাটি, যে আজীবন তার বাবাকে পথ দেখাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

পৈতৃক ভিটায় ফিরছেন তারেক রহমান, সন্তানকে বরণে প্রস্তুত বগুড়া

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে পৌঁছেছেন তারেক রহমান

মির্জা আব্বাসের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ে: ফারিয়া

বাসে নির্বাচনী প্রচারণা শুরু জামায়াতের

বিএনপির জনসভায় জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল রাজশাহী

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর, অভিযোগ গুরুতর

১০

অবৈধ অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

১১

সফলভাবে অনুষ্ঠিত হলো সুপার বোর্ড পার্টনার্স ফেস্টিভ্যাল

১২

কঠিন শর্তের বেড়াজালে দীপিকা; ‘কল্কি’র সিক্যুয়েলে থাকছেন সাই পল্লবী!

১৩

আলজাজিরাকে ডা. শফিক / নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

১৪

নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসন ব্যর্থ : খেলাফত মজলিস

১৫

পঞ্চগড়ে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

১৬

জাহাজ বিল্ডিংয়ে জঙ্গি নাটক / শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১৭

জাতিসংঘের কার্যালয় গুঁড়িয়ে দিল ইসরায়েল, ১১ দেশের নিন্দা

১৮

জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

১৯

জামায়াত নেতা নিহতের ঘটনায় চরমোনাই পীরের প্রতিক্রিয়া

২০
X