স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৪:১৬ এএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে রোনালদোর পর্তুগালের নেশন্স লিগ জয়

ট্রফি হাতে রোনালদো। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে রোনালদো। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে বয়স যেন শুধুই এক সংখ্যা। ৪০ বছর বয়সেও মাঠে ঠিক আগের মতোই ভয়ংকর ক্রিশ্চিয়ানো রোনালদো। নেশন্স লিগের শিরোপা জয়ের রাতে আবারও সেই প্রমাণ দিলেন তিনি। রোনালদোর দারুণ গোল, নুনো মেন্ডেজের দুর্দান্ত পারফরম্যান্স আর গোলরক্ষক দিয়েগো কস্তার বীরত্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের শিরোপা ঘরে তুলল পর্তুগাল।

সোমবার (বাংলাদেশ সময়) মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদালেন রোনালদোর দল।

ম্যাচের শুরুতেই স্পেন বলের নিয়ন্ত্রণ নেয় এবং পর্তুগিজ রক্ষণকে চেপে ধরে। ম্যাচের ২১ মিনিটে গোলও পায় তারা। ডান দিক থেকে ভেসে ওঠা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন জোয়াও নেভেস। সুযোগ পেয়ে যাওয়া মার্টিন জুবিমেন্দি জালে বল জড়াতে ভুল করেননি।

তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। পাঁচ মিনিট পরেই রোনালদোর দারুণ হোল্ড আপ প্লে এবং পেদ্রো নেতোর পাস থেকে নুনো মেন্ডেজ বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে পর্তুগালকে সমতায় ফেরান। কিন্তু বিরতিতে যাওয়ার আগে আবারও এগিয়ে যায় স্পেন। পেদ্রির পাসে মিকেল ওয়ারিয়াজাবাল গোল করে ২-১ করেন।

বিরতির পর ঠিক ৬০ মিনিটে আবারো জ্বলে ওঠেন রোনালদো। নুনো মেন্ডেজের ডিফ্লেক্টেড ক্রসে কুকুরেলার চেয়ে শক্তিতে এগিয়ে থেকে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।

অতিরিক্ত সময়েও জমে থাকা ম্যাচে নুনো মেন্ডেজ স্পেনের রক্ষণ ভেঙে ফেললেও পেনাল্টির আবেদন বাতিল হয়। কস্তা প্রায় একবার বিপাকে পড়লেও শেষমেশ টাইব্রেকারে পা রাখে ম্যাচ।

সেখানে গোঞ্জালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ এবং নুনো মেন্ডেজ নিজের শট সফলভাবে নেন। স্পেনও টানা তিনটি সফল শট নেয় এরপর দিয়েগো কস্তা আলভারো মোরাতার শট ঠেকান। রুবেন নেভেস চূড়ান্ত শটটি দুর্দান্তভাবে জালে জড়ালে শুরু হয় পর্তুগালের বিজয় উল্লাস।

রোনালদো ম্যাচের আগে কোচ রবার্তো মার্টিনেজের পাশে দাঁড়িয়েছিলেন। সেই আস্থার প্রতিদান দিয়েছেন স্প্যানিশ কোচ। সময়মতো সঠিক পরিবর্তন এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার কৌশল আর সাহসী সিদ্ধান্তে আবারও ট্রফির স্বাদ পেল পর্তুগাল।

২০১৯ সালের পর আবারও নেশনস লিগের শিরোপা জিতল পর্তুগাল। ৪০ বছর বয়সী রোনালদো দেখিয়ে দিলেন, এখনও তিনিই দেশের সবচেয়ে বড় আশার নাম। আর ফুটবলবিশ্ব পেল আরেকটি নাটকীয় ও মনে রাখার মতো ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম পানি কি সত্যিই হজম ভালো রাখতে সাহায্য করে

বহুমুখী সংকট নিরসনে ৭ প্রস্তাব তরুণ কলাম লেখক ফোরামের

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না : আখতার

বিপিএল : মাথায় আঘাত পেয়ে হাসপাতালে টাইগার পেসার

এক যাযাবরের বিশ্বজয়ের গল্প

প্রসংসায় ভাসছেন জোভান-পায়েল

যে কোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন তারেক রহমান : রিজভী

কার প্রেমে মজলেন নোরা?

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

মনোনয়নপত্র দাখিল করলেন অ্যাডভোকেট ফজলুর রহমান

১০

এখনো নাহিদের সিদ্ধান্তের ওপরেই আস্থা এনসিপি নেত্রী পারুলের

১১

যাচাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

১২

গুলশান কার্যালয়ে অফিস করলেন তারেক রহমান

১৩

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খানের উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার

১৪

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

১৫

ডামুড্যায় নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৬

দেশীয় শোবিজে এ বছরের আলোচিত বিয়ে

১৭

৩৫ বছর বয়সে প্রাণ গেল সাবেক ডিফেন্ডারের

১৮

পুনরায় উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মো. ফয়সাল

১৯

হাদি হত্যায় গ্রেপ্তার ভারতীয় দুই সহযোগীর পরিচয় শনাক্ত

২০
X