স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরের ঘাম ঝরিয়ে হারল বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

আশা ছিল সিঙ্গাপুরের বিপক্ষে জয় দিয়ে সমর্থকদের ঈদ উপহার দিবে বাংলাদেশ। খেলাও হামজা-সামিতরা ভালোই খেলছিলেন, তবে টানা গোল মিসের মহড়া ও ডিফেন্সের ভুলে ম্যাচে জয়ের বদলে হারের স্বাদ নিতে হলো হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে।

মঙ্গলবার (১০ জুন) এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

ঘরের মাঠে প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে জয় পাওয়ার আশায় মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শেষ বাঁশি বাজার পর, পয়েন্ট তালিকায় শূন্য হাতে মাঠ ছাড়তে হলো লাল-সবুজদের। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হার মেনে নিতে হয়েছে তাদের।

প্রথমার্ধে একটি গোল হজম করেই ড্রেসিংরুমে ফিরেছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধ শুরুতে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রদবদল আনেন—কাজেম শাহকে তুলে নামান শাহরিয়ার ইমনকে। মাঠে নামার তিন মিনিটের মাথায় গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ইমন। বাঁ দিক দিয়ে রাকিবের পাসে শুধু পা লাগালেই গোল পেতে পারতেন, কিন্তু সুযোগ হারান তিনি। পরের মিনিটেই ডান দিক থেকে আরেকটি আক্রমণ হয়, তবে তাতেও ফল আসেনি।

এর কিছুক্ষণ পর, ৫৮ মিনিটে আবার গোল খায় বাংলাদেশ। সিঙ্গাপুরের সম্মিলিত আক্রমণে প্রথম ধাক্কা সামাল দেন তপু বর্মন, কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় মিতুল মারমা শট ফিরিয়ে দিলেও বল পড়ে ইখসান ফান্দির পায়ে। তাকে ঠেকাতে ব্যর্থ হন হৃদয়, এবং নিচু শটে বল পাঠান বাংলাদেশের জালে।

৬৩ মিনিটে ইমন গোলের সুবর্ণ সুযোগ পেলেও ইজওয়ান মাহবুদের দক্ষতা তখন বাধা হয়ে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত ৬৭ মিনিটে একটি সান্ত্বনার মুহূর্ত পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে নিখুঁত থ্রু পাস দেন হামজা। বল ধরে এগিয়ে যান রাকিব হোসেন, এবং সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলের সুযোগে বল জালে জড়িয়ে দেন।

গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিকরা। মাঠে নামানো হয় মোরসালিন ও ফয়সাল ফাহিমকে, তুলে নেওয়া হয় শাকিল আহাদ ও মোহাম্মদ হৃদয়কে। ধারাবাহিক আক্রমণ চললেও গোলরক্ষক ও সিঙ্গাপুর রক্ষণভাগ হয়ে ওঠে দেয়াল। ৭৭ মিনিটে হামজার ফ্রিকিক থেকে শুরু করে শেষ পর্যন্ত একের পর এক কর্নার ও আক্রমণ এলেও ফলাফল বদলায়নি।

ইনজুরি সময়ের শেষ দিকে রাকিবের ফ্রি কিক থেকে বল পেয়ে শট নিয়েছিলেন হামজা, কিন্তু লক্ষ্যে রাখতে পারেননি। পরের মিনিটে তারিক কাজীর নেওয়া হেড দুর্দান্ত সেভ করেন মাহবুদ, যা হয়ে ওঠে বাংলাদেশের শেষ প্রচেষ্টা।

কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে প্রায় বিশ হাজার দর্শক সেই মুহূর্তে যেন নিশ্চুপ হয়ে পড়ে। প্রতীক্ষার জয় না পেয়ে মাঠ ছেড়েছে হতাশ ও ভগ্ন হৃদয়ের বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

পাঁচ দাবিতে আজ সমাবেশ করবে জামায়াতসহ ৮ দল

রাজধানীতে আজ কোথায় কী

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

সময়মতো বিছানার চাদর ধুচ্ছেনতো?

সিভিল বিভাগে নিয়োগ দিচ্ছে আকিজ বশির গ্রুপ

অবৈধভাবে জন্মনিবন্ধন করায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, এইচএসসি পাসেই করতে পারবেন আবেদন

১১ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১০

নারীসহ আ.লীগের জেলা সভাপতি গ্রেপ্তার

১১

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আ.লীগ নেতা ধরা

১২

এক নারীকে বাঁচাতে গিয়ে ২ তরুণের মৃত্যু

১৩

রাবিতে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বরখাস্ত দাবি

১৪

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

১৫

আইভী আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

১৬

লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা

১৭

সাদপন্থি ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

১৮

ক্যান্সার আক্রান্ত মা ও পঙ্গু ছেলের পাশে তারেক রহমান

১৯

মধ্যরাতে রাজধানীর আরেক স্থানে বাসে আগুন

২০
X