স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আল আহলির বিপক্ষে ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের

শেষ মুহূর্তে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি। ছবি : সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর নতুন যুগ শুরু হলো গোলশূন্য এক লড়াই দিয়ে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ৬০ হাজারের বেশি দর্শকের সামনে স্বাগতিক ইন্টার মিয়ামি এবং মিশরের আল আহলি ম্যাচটি ০-০ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

ম্যাচের শুরুর দিকেই প্রভাব বিস্তার করে আল আহলি। অষ্টম মিনিটে ইমাম আশুর একা চলে গিয়েছিলেন গোলের সামনে, তবে লক্ষ্যভেদে ব্যর্থ হন। ৩০ মিনিটে ওয়েসাম আবু আলির শট জালে গেলেও অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগ আসে বিরতির ঠিক আগে, যখন ট্রেজেগে পেনাল্টি নেন। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ান ইন্টার মিয়ামির ৩৮ বছর বয়সী গোলরক্ষক অস্কার উস্তারি।

লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের মতো তারকারা দলে থাকলেও, রাতটা ছিল গোলরক্ষক উস্তারির। প্রথমার্ধে চারটি গুরুত্বপূর্ণ সেভ করার পাশাপাশি, ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে দেন তিনি। ২০২২ সালের পর এই প্রথম পেনাল্টি ঠেকালেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

উস্তারির পারফরম্যান্সেই ম্যাচ বাঁচায় মিয়ামি। ম্যাচজুড়ে তিনি আটটি সেভ করেন, যেখানে ইন্টার মিয়ামির গোলমুখী শট ছিল মাত্র পাঁচটি। জানুয়ারিতে ড্রেক ক্যালেন্ডারের চোটের পর মূল একাদশে জায়গা পাওয়া এই দুইবারের আর্জেন্টাইন জাতীয় দলে খেলা গোলরক্ষক প্রমাণ করেছেন—বয়স শুধুই সংখ্যা।

এদিকে আর্জেন্টিনার হয়ে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলার মাত্র চার দিন পর মাঠে নামেন মেসি। দ্বিতীয়ার্ধে বেশ কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত তৈরি করেন তিনি। একটি ফ্রি-কিকে গোলের খুব কাছাকাছি চলে যান, শেষ সময়ে তার একটি চমৎকার হেড সেভ করেন আল আহলি গোলরক্ষক এবং ইনজুরি টাইমে তার এক শট লাগে ক্রসবারে।

প্রথমার্ধে মাঠে আধিপত্য ছিল আল আহলির। তারা সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। তারা জানে, এখন গ্রুপের অন্য দুটি শক্ত প্রতিপক্ষ—পোর্তো ও পালমেইরাসের বিরুদ্ধে জিততেই হবে পরবর্তী রাউন্ডে যেতে হলে।

২০২৩ সালে ছোট সংস্করণের ক্লাব বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটির লক্ষ্য ছিল এবার আরও ভালো কিছু করা। কিন্তু এমন এক ম্যাচে যেখানে তারা জয় পেতে পারতো, সেখানে ড্র তাদের জন্য হতাশার।

এছাড়াও ৬৫ হাজার ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিল ৬০,৯২৭ জন দর্শক। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর জন্য এটা ছিল স্বস্তির বিষয়। গ্যালারিতে ছিল আল আহলি সমর্থকদের দাপট—লাল জার্সির আধিক্যে চাপা পড়েছিল ইন্টার মিয়ামির গোলাপি জার্সির সমর্থকরা।

ম্যাচের আগে প্রতিটি খেলোয়াড়কে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়, অর্ধবিরতিতে ফুটবল কিংবদন্তিদের সঙ্গে ইউটিউবার আইশোস্পিডের ক্রসবার চ্যালেঞ্জে জেতেন ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো ডেল পিয়েরো। এছাড়া রেফারি ক্যাম প্রযুক্তি ছিল নতুন সংযোজন, যার মাধ্যমে দেখা যায় কীভাবে অস্ট্রেলিয়ান রেফারি আলিরেজা ফাঘানি পেনাল্টির সিদ্ধান্ত নেন।

প্রথম দিনের ম্যাচে নাটকীয়তা ছিল কম, কিন্তু ফুটবলের মঞ্চে বড় স্বপ্নের ইঙ্গিত দিয়ে শুরু হলো ক্লাব বিশ্বকাপ ২০২৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেল ৩৩ বাণিজ্যিক ব্যাংক

আমরণ অনশনে অসুস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী

পিআরে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্ক মুক্ত হবে : ডা. তাহের

৯ দফা দাবি রাবি শিক্ষক-কর্মকর্তাদের

‘এক বাড়ির এতগুলো কবর খোঁড়ার কাম আগে কোনোদিন করিনি’

কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগিতা ভুলে যান : রেজাউল করিম

‘জয় বাংলা’ গানে বিভ্রান্তি, আ.লীগ ভেবে ছাত্র-জনতার অনুষ্ঠানে হামলা

রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন, তারিখ ঘোষণা

চিকিৎসা পেশা নিয়ে মন্তব্যের জন্য ড. আসিফ নজরুলকে ক্ষমা চাইতে হবে : ড্যাব

রাকসু নির্বাচন / ভোটারের ৩৯ শতাংশই নারী, প্রার্থিতার আলোচনায় দুজন

১০

জন্মাষ্টমীতে কেশবপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

জুলাই সনদের খসড়ায় যা আছে

১২

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, ডুবেছে ফসলি জমি

১৩

আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’, কখন কোথায় আঘাত হানবে 

১৪

বাঘায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

১৫

চাঁদার দাবিতে কারখানায় হামলা, আহত ৫

১৬

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া

১৭

কোচিংয়ে অস্ত্র-বিস্ফোরক, খায়রুজ্জামান লিটনের ভাইসহ আটক ৩

১৮

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

১৯

জুলাই সনদ বাস্তবায়নে ৮ অঙ্গীকারনামা

২০
X