স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জোতার মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের জোয়ার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাত্র ১১ দিন আগে প্রেমিকা রুতে কারদোসোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিয়োগো জোতা। প্রিমিয়ার লিগের শিরোপা হাতে তুলে ধরেছিলেন সতীর্থদের সঙ্গে। তিন সন্তানের হাসিমুখে ভরা ছিল তার নতুন জীবনের প্রতিটি দিন। কিন্তু বাস্তবতা কতটা নির্মম হতে পারে, তা বুঝিয়ে দিল স্পেনের একটি সড়ক—যেখানে মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারালেন এই পর্তুগিজ ফরোয়ার্ড এবং তার ভাই আন্দ্রে সিলভা।

জোতার মৃত্যু নিশ্চিত করেছে তার ক্লাব লিভারপুল, পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF)। স্পেনের সিভিল গার্ড জানায়, ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় নিহত হন দুই ভাই।

লিভারপুলের হৃদয়ভাঙা বার্তা

এক বিবৃতিতে লিভারপুল ক্লাব জানায়,

জোতার মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। তার পরিবার, বন্ধু, সতীর্থ এবং ক্লাবের সবাইকে আমরা একান্ত সময় দিতে চাই এই শোক সামলানোর জন্য। অনুগ্রহ করে তাদের গোপনীয়তাকে সম্মান জানান।

অ্যানফিল্ডে জোতার স্মরণে ভক্তরা ফুল, জার্সি, ও শোকবার্তা রেখে যাচ্ছেন। লিভারপুল টাউন হলের পতাকা নামানো হয়েছে অর্ধনমিত করে।

রোনালদোর আবেগঘন বার্তা

জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো লিখেছেন—

এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। আমরা তো কিছুদিন আগেই একসঙ্গে ছিলাম। তোমার বিয়ে হলো, নতুন জীবন শুরু করেছিলে। তোমার পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য আমার সমবেদনা ও শক্তি রইল। আমি জানি, তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও দিয়োগো ও আন্দ্রে। আমরা সবাই তোমাদের মিস করব।

শোকবার্তায় ভেসে যাচ্ছে সামাজিক মাধ্যম

  • জার্গেন ক্লপ, লিভারপুলের প্রাক্তন ম্যানেজার:

আমি বাকরুদ্ধ। এর পেছনে হয়তো কোনো বড় উদ্দেশ্য আছে, কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না। দিয়োগো শুধু একজন দুর্দান্ত ফুটবলারই নয়, ছিলেন একজন আশ্চর্যবান্ধব, ভালোবাসায় ভরা স্বামী ও বাবা। তোমাকে আমরা ভীষণ মিস করব।

  • জেমি ক্যারাগার (লিভারপুল কিংবদন্তি):

বিধ্বংসী খবর। বিশেষ করে রুতে এবং তাদের তিন সন্তানের কথা ভেবে মনটা ভার হয়ে আসছে।

  • গ্যারি নেভিল (ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি):

মন ভেঙে গেল। জোতা ও আন্দ্রের পরিবারের জন্য ভালোবাসা ও প্রার্থনা রইল।

  • ম্যানচেস্টার ইউনাইটেড:

আজকের এই হৃদয়বিদারক খবরে লিভারপুল এবং জোতার প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা।

  • উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (উলভস), জোতার প্রাক্তন ক্লাব:

আমরা হৃদয়ভাঙা। জোতা ছিলেন ভক্তদের প্রিয়, সতীর্থদের প্রিয় আর ক্লাবের প্রাণ। তার রেখে যাওয়া স্মৃতি অমর হয়ে থাকবে।

ফুটবল বিশ্ব একাত্ম

  • ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (FA) জানায়, তারা জোতার মৃত্যুর খবরে “মর্মাহত”।
  • প্রিমিয়ার লিগ বলেছে: “ফুটবল এক সত্যিকারের চ্যাম্পিয়নকে হারিয়েছে, যাকে কখনো ভুলবে না কেউ।”
  • উয়েফা ঘোষণা করেছে, উইমেনস ইউরো ২০২৫-এর বৃহস্পতিবার ও শুক্রবারের ম্যাচগুলোতে জোতা ও আন্দ্রের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।

ফুটবল খেলার বাইরেও ছুঁয়েছে এই শোক

  • রাফায়েল নাদাল: “এটা অত্যন্ত বেদনাদায়ক খবর।”
  • লেব্রন জেমস, লিভারপুলের আংশিক মালিক:

এই সময় তার পরিবার ও প্রিয়জনদের জন্য আমার প্রার্থনা। সৃষ্টিকর্তা তাদের শক্তি দিন। YNWA JOTA!! (You'll Never Walk Alone)

চিরবিদায়, চ্যাম্পিয়ন

দিয়োগো জোতা হয়তো আর নেই, কিন্তু তার রেখে যাওয়া গোল, উদযাপন, আর মানুষের হৃদয়ে ভালোবাসার স্পর্শ মুছে যাবে না কখনও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বিজয় সরণিতে মিনিস্টার গ্যালারির যাত্রা শুরু

মার্কিন চাপে নতি স্বীকার ভারতের

শীতে ফ্যাশনের নতুন ধরন নিয়ে এলো ভারগো

অ্যান্টিবায়োটিক বিক্রি নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনের নতুন নির্দেশনা

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ  

নায়ক সোহেল রানা ও রুবেলের ভাই প্রযোজক কামাল পারভেজ আর নেই

পাওনা টাকার জেরে কৃষকের গরু নিয়ে গেলেন জামায়াত নেতা

অ্যাশেজ সিরিজ : হেডের বিশ্বরেকর্ড, দুদিনেই পার্থ টেস্ট অজিদের

থানায় হানা দিয়ে পুলিশের কুকুরের ঘাড় কামড়ে নিয়ে গেল চিতাবাঘ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১০

রক্তে জমা বিষাক্ত উপাদান কমাবে ঘরোয়া ৫ খাবার

১১

প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিল ৫ গোল

১২

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৩

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

১৪

ব্রোকেন হার্ট সিন্ড্রোম

১৫

প্রাভা হেলথে বিশ্ব শিশু দিবস উদযাপন

১৬

নতুন ভবনের দাবি : কর্মচারীদের ফ্ল্যাটে রাত্রিযাপন ঢাবি শিক্ষার্থীদের

১৭

প্রতিদিনের শেভিংয়ের সঙ্গে বেশি বয়সে চোখের সমস্যার সম্পর্ক কতটুকু

১৮

হাতি দিয়ে অভিনব কৌশলে চলছে চাঁদাবাজি

১৯

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

২০
X