স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

জোতাকে ছাড়া প্রথম ম্যাচ : দুঃখ, গর্ব আর শ্রদ্ধার এক অনন্য বিকেল

দুই দলের ফুটবলাররাই শ্রদ্ধা জানান জোতাকে। ছবি : সংগৃহীত
দুই দলের ফুটবলাররাই শ্রদ্ধা জানান জোতাকে। ছবি : সংগৃহীত

৩ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে প্রেস্টন নর্থ এন্ড ও লিভারপুল খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের মিলিত শ্রদ্ধায় রোববার প্রেস্টনের ডিপডেল স্টেডিয়াম যেন আবেগে নিমজ্জিত হয়ে পড়ে।

এ ছিল লিভারপুলের জোতাকে ছাড়া প্রথম ম্যাচ। মাত্র ২৮ বছর বয়সে বিদায় নেওয়া এই পর্তুগিজ তারকার প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচের আগে প্রেস্টন অধিনায়ক বেন হুইটম্যান লিভারপুল সমর্থকদের সামনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর একসঙ্গে গাওয়া হয় হৃদয় ছোঁয়া ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’, যার প্রতিটি শব্দ যেন আরও একবার মনে করিয়ে দেয়- জোতা আজ নেই, কিন্তু তার স্মৃতি চিরঞ্জীব।

দুই দলের খেলোয়াড়রাই কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন এবং ম্যাচ শুরুর আগে পালিত হয় এক মিনিটের নীরবতা। প্রেস্টন বিশেষভাবে প্রকাশ করে একটি স্মারক ম্যাচডে প্রোগ্রাম, আর লিভারপুল ঘোষণা করে- জোতার ২০ নম্বর জার্সি আর কখনো ব্যবহার করা হবে না।

লিভারপুল কোচ আর্নে স্লট ম্যাচের আগে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুভূতিটা হলো দুঃখ। কিন্তু তার পরেই যে অনুভূতি আসে তা হলো গর্ব- জোতার পরিবার তার জন্য গর্বিত হতেই পারে। শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নয়, সে ছিল আরও দুর্দান্ত একজন মানুষ।’

তিনি আরও জানান, ‘আমার মতে, আমাদের সমর্থকরাও নিজেদের খেলোয়াড়দের জন্য গর্বিত হতে পারেন। গত সপ্তাহে পর্তুগালে আমরা যে মানবিক বন্ধন দেখিয়েছি, সেটা ছিল অনন্য। মানুষ হিসেবে তারা কী অসাধারণ- এটাই সবচেয়ে বড় প্রমাণ।’

ম্যাচ স্কোয়াডে ছিলেন না ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ডি রবার্টসনের মতো সিনিয়র খেলোয়াড়রা- তারা পর্তুগাল থেকে ফেরার পর এখনো প্রস্তুতি নিচ্ছেন নতুন মৌসুমের জন্য। গ্যালারি থেকে তারা দেখেছেন, কেমন করে মাঠে নেতৃত্ব দিচ্ছেন নতুন অধিনায়ক মোহাম্মদ সালাহ, আর অভিষেক ম্যাচ খেলেছেন গোলকিপার জর্জি মামারদাশভিলি।

কোচ স্লট বলেন, ‘জোতা থাকলে কঠিন সময়ে তাকেই আমি দেখতাম- বিশেষ কিছু করে দেখাও আজ তোমার দায়িত্ব। সে কখনো ব্যর্থ হতো না। আজ আমরাও ঠিক সেটা করতে চাই। কঠিন সময়, তাই একটু বেশি চেষ্টা করো, কিংবা থেমে যেও না- চলতেই থাক।’

তিনি আরও যোগ করেন, ‘জোতা সবসময় নিজেকে খুঁজে পেত। কখনো নিজেকে বদলাত না। আমি খেলোয়াড়দের বলেছি, হাসতে ইচ্ছে হলে হাসো, কাঁদতে ইচ্ছে হলে কাঁদো- নিজেকে আটকিও না। জোতাও ঠিক এমন ছিল।’

লিভারপুলের এই ম্যাচ কোনো সাধারণ প্রাক-মৌসুম প্রস্তুতি ছিল না। এটি ছিল এক যুগল হৃদয়ের প্রতি শেষ শ্রদ্ধা, এক বন্ধু, এক সতীর্থ, এক সন্তান, এক পিতার প্রতি ভালোবাসা প্রকাশের বিকেল। জোতা এখন ইতিহাসের অংশ, কিন্তু তার হাসি, নিবেদন আর মানবিকতা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে লিভারপুল এবং ফুটবল বিশ্বে।

শ্রদ্ধাঞ্জলি, দিয়েগো জোতা। লিভারপুল তোমাকে কখনো ভুলবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১০

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১২

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৩

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৪

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৫

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৭

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৮

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

১৯

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

২০
X