শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লামিন ইয়ামালের জন্মদিন উপলক্ষে ইবিজায় গোপন আয়োজন

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

১৩ জুলাই ১৮ বছরে পা দেবেন বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর সেই দিনটিকে স্মরণীয় করে তুলতে বার্সেলোনার এই তরুণ বিস্ময় তারকা আয়োজন করছেন এক জমকালো, অথচ অত্যন্ত গোপনীয় জন্মদিনের অনুষ্ঠান। স্থান : ইবিজা। আমন্ত্রিত অতিথিদের তালিকাও ভিআইপি শ্রেণির, কিন্তু অনুষ্ঠানে মোবাইল ফোন প্রবেশ একেবারেই নিষিদ্ধ।

কোপের রিপোর্ট অনুযায়ী, ইয়ামালের ১৮তম জন্মদিনে সাধারণ পার্টির ছোঁয়া থাকবে না। বরং পুরো আয়োজনটিই হবে তার মতোই ব্যতিক্রমী, আড়ম্বরপূর্ণ, তারকাখচিত আর গোপনীয়তায় মোড়ানো।

স্প্যানিশ সাংবাদিক ভিক্টর নাভারোর বরাত দিয়ে জানা গেছে, অনুষ্ঠানস্থল ঠিক থাকলেও সেটি প্রকাশ করা হবে মাত্র এক বা দুই দিন আগে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সম্পূর্ণ গোপনীয়তা। ইতোমধ্যে কিছু নির্বাচিত অতিথির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো- অনুষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ। কোনো অতিথিই মোবাইল নিয়ে পার্টিতে প্রবেশ করতে পারবেন না। উদ্দেশ্য একটাই- ছবি বা ভিডিও যেন অনলাইনে ছড়িয়ে না পড়ে। ইয়ামাল চান তার প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার এই দিনটি হোক ব্যক্তিগত, নিয়ন্ত্রিত ও উপভোগ্য।

কোপের এক আলোচনায় সম্ভাব্য পারফর্মার হিসেবে উঠে এসেছে স্প্যানিশ পপ তারকা ব্যাড গায়াল এবং রেগেটন আইকন ওজুনার নামও।

১৩ জুলাই শুধু ইয়ামালের জন্মদিন নয়, তার ঘনিষ্ঠ বন্ধু ও অ্যাথলেটিক বিলবাও তারকা নিকো উইলিয়ামসেরও জন্মদিন। যদিও নিকো অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জন্মদিন ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে ইয়ামালের জন্য। বার্সেলোনার কিংবদন্তি নম্বর ‘১০’ জার্সিটি এবার তাঁর কাঁধেই উঠতে চলেছে। রোনালদিনহো, মেসির মতো গ্রেটদের জার্সির উত্তরাধিকারী হবেন ইয়ামাল। আনসু ফাতি মোনাকোতে ধারে চলে যাওয়ার পর এই নম্বরটি খালি পড়ে ছিল এবং ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, ইয়ামালই এর যোগ্য উত্তরসূরি।

বার্সেলোনা ইতোমধ্যে ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। জুলাইয়ে শুরু হবে প্রাক-মৌসুম ক্যাম্প, এরপর এশিয়া সফরে যাবে দল। আগামী ১৭ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান, যেখানে ইয়ামালই হবেন দলের অন্যতম মুখ্য ভরসা।

প্রাপ্তবয়স্কতার সূচনায় মাঠের বাইরেও যেভাবে আলোচনায় উঠে এসেছেন ইয়ামাল, তা বলছে- শুধু প্রতিভা নয়, নিজেকে ঘিরে এক নিখুঁত পরিকল্পনার নামও হয়ে উঠছেন এই তরুণ স্প্যানিয়ার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X