বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লামিন ইয়ামালের জন্মদিন উপলক্ষে ইবিজায় গোপন আয়োজন

লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল। ছবি : সংগৃহীত

১৩ জুলাই ১৮ বছরে পা দেবেন বার্সার বিস্ময় বালক লামিন ইয়ামাল। আর সেই দিনটিকে স্মরণীয় করে তুলতে বার্সেলোনার এই তরুণ বিস্ময় তারকা আয়োজন করছেন এক জমকালো, অথচ অত্যন্ত গোপনীয় জন্মদিনের অনুষ্ঠান। স্থান : ইবিজা। আমন্ত্রিত অতিথিদের তালিকাও ভিআইপি শ্রেণির, কিন্তু অনুষ্ঠানে মোবাইল ফোন প্রবেশ একেবারেই নিষিদ্ধ।

কোপের রিপোর্ট অনুযায়ী, ইয়ামালের ১৮তম জন্মদিনে সাধারণ পার্টির ছোঁয়া থাকবে না। বরং পুরো আয়োজনটিই হবে তার মতোই ব্যতিক্রমী, আড়ম্বরপূর্ণ, তারকাখচিত আর গোপনীয়তায় মোড়ানো।

স্প্যানিশ সাংবাদিক ভিক্টর নাভারোর বরাত দিয়ে জানা গেছে, অনুষ্ঠানস্থল ঠিক থাকলেও সেটি প্রকাশ করা হবে মাত্র এক বা দুই দিন আগে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সম্পূর্ণ গোপনীয়তা। ইতোমধ্যে কিছু নির্বাচিত অতিথির কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গেছে।

সবচেয়ে আলোচিত সিদ্ধান্তটি হলো- অনুষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধ। কোনো অতিথিই মোবাইল নিয়ে পার্টিতে প্রবেশ করতে পারবেন না। উদ্দেশ্য একটাই- ছবি বা ভিডিও যেন অনলাইনে ছড়িয়ে না পড়ে। ইয়ামাল চান তার প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার এই দিনটি হোক ব্যক্তিগত, নিয়ন্ত্রিত ও উপভোগ্য।

কোপের এক আলোচনায় সম্ভাব্য পারফর্মার হিসেবে উঠে এসেছে স্প্যানিশ পপ তারকা ব্যাড গায়াল এবং রেগেটন আইকন ওজুনার নামও।

১৩ জুলাই শুধু ইয়ামালের জন্মদিন নয়, তার ঘনিষ্ঠ বন্ধু ও অ্যাথলেটিক বিলবাও তারকা নিকো উইলিয়ামসেরও জন্মদিন। যদিও নিকো অনুষ্ঠানে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

জন্মদিন ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে ইয়ামালের জন্য। বার্সেলোনার কিংবদন্তি নম্বর ‘১০’ জার্সিটি এবার তাঁর কাঁধেই উঠতে চলেছে। রোনালদিনহো, মেসির মতো গ্রেটদের জার্সির উত্তরাধিকারী হবেন ইয়ামাল। আনসু ফাতি মোনাকোতে ধারে চলে যাওয়ার পর এই নম্বরটি খালি পড়ে ছিল এবং ক্লাব কর্তৃপক্ষ মনে করছে, ইয়ামালই এর যোগ্য উত্তরসূরি।

বার্সেলোনা ইতোমধ্যে ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে। জুলাইয়ে শুরু হবে প্রাক-মৌসুম ক্যাম্প, এরপর এশিয়া সফরে যাবে দল। আগামী ১৭ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান, যেখানে ইয়ামালই হবেন দলের অন্যতম মুখ্য ভরসা।

প্রাপ্তবয়স্কতার সূচনায় মাঠের বাইরেও যেভাবে আলোচনায় উঠে এসেছেন ইয়ামাল, তা বলছে- শুধু প্রতিভা নয়, নিজেকে ঘিরে এক নিখুঁত পরিকল্পনার নামও হয়ে উঠছেন এই তরুণ স্প্যানিয়ার্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১০

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১১

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১২

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৩

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৪

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৬

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৭

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৮

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৯

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

২০
X