স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:২৮ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না মাশ্চেরানো

ইনজুরিতে পড়া মেসি মাঠে ফিরবেন কবে? ছবি : সংগৃহীত
ইনজুরিতে পড়া মেসি মাঠে ফিরবেন কবে? ছবি : সংগৃহীত

ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, লিওনেল মেসি অরল্যান্ডো সিটির বিপক্ষে রোববার রাতের এমএলএস ম্যাচে খেলবেন না। কোচের মতে, ব্যস্ত সূচির মধ্যে এই ম্যাচে মেসিকে নামানো হবে অযথা বড় ঝুঁকি নেওয়ার মতো সিদ্ধান্ত।

আগস্টের ২ তারিখ নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে ডান পায়ে হালকা পেশির চোট পান মেসি। সেই ম্যাচের পর থেকে তিনি মাঠের বাইরে আছেন। ক্লাব আগেই জানিয়েছিল, তার ফেরার সময়সূচি নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর।

শনিবার মাশ্চেরানো বলেন, ‘না, লিও কাল মাঠে থাকবে না। সে ভালো আছে, কিন্তু এ মুহূর্তে অরল্যান্ডোতে নিয়ে যাওয়া হবে পাগলামি। সামনে যা অপেক্ষা করছে, তাতে ঝুঁকি নেওয়া ঠিক নয়। আমরা আশাবাদী, খুব শিগগির সে দলে ফিরবে।’

ইন্টার মায়ামি রোববার অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে, এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সিকে আতিথ্য দেবে। তার তিন দিন পরই লিগস কাপের কোয়ার্টার ফাইনাল। সেখানে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএল, যারা পুয়েবলাকে হারিয়ে শক্তিশালী অবস্থান দেখিয়েছে।

লিগস কাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেছে ইন্টার মায়ামি। পুমাস ও আটলাসকে হারানোর পর নেকাক্সার সঙ্গে ২-২ ড্র করে পেনাল্টিতে জয় পায় তারা, যা অতিরিক্ত পয়েন্ট এনে দেয় এবং নকআউট পর্ব নিশ্চিত করে।

আগামী সূচির কথা মাথায় রেখে মাশ্চেরানোর জোর—খেলোয়াড়দের সুস্থতা রক্ষা এবং প্রতিটি ম্যাচে জয় লক্ষ্য।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সব ম্যাচ জেতা। নিয়মিত মৌসুমে যদি প্রথম হয়ে শেষ করতে পারি, দারুণ হবে। কিন্তু গত বছরও দেখেছি, হোম অ্যাডভান্টেজ সব সময় কাজে দেয় না। ১২টি এমএলএস ম্যাচ বাকি, আমরা চাই সব জিততে। লিগস কাপেও তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলে সব জিততে চাই।’

মেসির ফেরার দিনক্ষণ এখনো অনিশ্চিত, তবে ইন্টার মায়ামি তাকে ছাড়াই সামনে এগোতে চাইছে—ঝুঁকি নয়, লক্ষ্য সাফল্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক ৮ ফ্লাইট

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

অবশেষে যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান

তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’

১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা

আজ থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র তুলবেন যেভাবে

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকার বাতাসের অবস্থান কত

১০

পাগলা মসজিদের দানবাক্সে এবার ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

১১

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

১২

দুই ইসরায়েলিকে হত্যা, আহত ৬

১৩

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা ব্যাংক

১৪

সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন

১৫

জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে যা লিখেছেন তারেক রহমান

১৬

গ্র্যাচুইটিসহ বসুন্ধরা গ্রুপে চাকরি

১৭

বিপিএলসহ টিভিতে যত খেলা

১৮

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে : কিম জং উন

১৯

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের রুট পারমিট বাতিল

২০
X