ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশ্চেরানো নিশ্চিত করেছেন, লিওনেল মেসি অরল্যান্ডো সিটির বিপক্ষে রোববার রাতের এমএলএস ম্যাচে খেলবেন না। কোচের মতে, ব্যস্ত সূচির মধ্যে এই ম্যাচে মেসিকে নামানো হবে অযথা বড় ঝুঁকি নেওয়ার মতো সিদ্ধান্ত।
আগস্টের ২ তারিখ নেকাক্সার বিপক্ষে লিগস কাপ ম্যাচে ডান পায়ে হালকা পেশির চোট পান মেসি। সেই ম্যাচের পর থেকে তিনি মাঠের বাইরে আছেন। ক্লাব আগেই জানিয়েছিল, তার ফেরার সময়সূচি নির্ভর করবে চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর।
শনিবার মাশ্চেরানো বলেন, ‘না, লিও কাল মাঠে থাকবে না। সে ভালো আছে, কিন্তু এ মুহূর্তে অরল্যান্ডোতে নিয়ে যাওয়া হবে পাগলামি। সামনে যা অপেক্ষা করছে, তাতে ঝুঁকি নেওয়া ঠিক নয়। আমরা আশাবাদী, খুব শিগগির সে দলে ফিরবে।’
ইন্টার মায়ামি রোববার অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে, এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সিকে আতিথ্য দেবে। তার তিন দিন পরই লিগস কাপের কোয়ার্টার ফাইনাল। সেখানে প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএএনএল, যারা পুয়েবলাকে হারিয়ে শক্তিশালী অবস্থান দেখিয়েছে।
লিগস কাপে গ্রুপ পর্বে তিন ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শেষ করেছে ইন্টার মায়ামি। পুমাস ও আটলাসকে হারানোর পর নেকাক্সার সঙ্গে ২-২ ড্র করে পেনাল্টিতে জয় পায় তারা, যা অতিরিক্ত পয়েন্ট এনে দেয় এবং নকআউট পর্ব নিশ্চিত করে।
আগামী সূচির কথা মাথায় রেখে মাশ্চেরানোর জোর—খেলোয়াড়দের সুস্থতা রক্ষা এবং প্রতিটি ম্যাচে জয় লক্ষ্য।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সব ম্যাচ জেতা। নিয়মিত মৌসুমে যদি প্রথম হয়ে শেষ করতে পারি, দারুণ হবে। কিন্তু গত বছরও দেখেছি, হোম অ্যাডভান্টেজ সব সময় কাজে দেয় না। ১২টি এমএলএস ম্যাচ বাকি, আমরা চাই সব জিততে। লিগস কাপেও তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলে সব জিততে চাই।’
মেসির ফেরার দিনক্ষণ এখনো অনিশ্চিত, তবে ইন্টার মায়ামি তাকে ছাড়াই সামনে এগোতে চাইছে—ঝুঁকি নয়, লক্ষ্য সাফল্য।
মন্তব্য করুন